ভারত-পাক ম্য়াচের জন্য কতটা তৈরি ভারতীয় দল, কী জানালেন অধিনায়ক মিতালি রাজ

রবিবার আইসিসি মহিলা বিশ্বকাপ ২০২২ (ICC Womens World Cup 2022) -এ মুখোমুখি ভারত ও পাকিস্তান (India vs Pakistan)। হাইভোল্টেজ ম্যাচকে ঘিরে চড়ছে উন্মাদনার পারদ। জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করাই লক্ষ্য মিতালি রাজ (Mithali Raj) ও  বিসমাহ মাহরুফের (Bismah Maroof)দলের।

রবিবার ফের বিশ্ব ক্রিকেটের মহারণ। আইসিসি মহিলা বিশ্বকাপ ২০২২ (ICC Womens World Cup 2022) -এ মুখোমুখি ভারত ও পাকিস্তান (India vs Pakistan)।  মেগা ম্য়াচ দিয়েই বিশ্বকাপ অভিযান শুরু করতে চলেছে টিম ইন্ডিয়া। ২০১৭ সালে  শেষ একদিনের বিশ্বকাপে ইংল্যান্ডের মাটিতে ফাইনালে উঠেও ট্রফি হাতছাড়া হয়েছিল উইমেন্স ইন ব্লুদের। মাত্র ৯ রানে হারতে হয়েছিল ফাইনালে। এবার অধরা বিশ্বকাপ ধরার স্বপ্নপূরণ করাই যে টিম ইন্ডিয়ার লক্ষ্য তা সাফ  জানিয়ে দিয়েছেন মিতালি রাজ (Mithali Raj), ঝুলন গোস্বামীরা। তবে চিরপ্রতীদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে ম্য়াচ দিয়ে সিরিজ শুরু করাটা কী বাড়তি চাপ। কী রণনীতি নিয়ে নামছে মহিলা টিম ইন্ডিয়া। মেগা ম্য়াচের আগে এই সাংবাদিক বৈঠকে জানালেন মহিলা ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক মিতালি রাজ। 

পাকিস্তান ম্য়াচের আগে একাধিক  প্রশ্ন চিরপ্রতীদ্বন্দ্বী দেশকে ঘিরে ধেয়ে আসে মিতালি রাজের দিকে। পাক চ্য়ালেঞ্জ নিতে তার দল যে পুরোপুরি তৈরি সেই কথা জানান ভারত অধিনায়ক।   মিতালি রাজ বলেন, ‘দল হিসেবে অভিযান শুরু করতে পেরে আমরা খুশি। আমরা দেখছি না যে আমরা পাকিস্তানের বিরুদ্ধে খেলব, আমরা খেলব একটি ভালো প্রস্তুত দলের বিরুদ্ধে। আমাদের নিজেদের সেরাটা দিতে হবে এবং গতি পেতে হবে। আমরা আমাদের প্রথম ম্যাচটিকে এভাবেই দেখছি। পাকিস্তান ভালো দল। তারা আমাদের মতো কঠোর পরিশ্রম করেছে। আমরা কোনও দলকেই হালকাভাবে নিচ্ছি না। আমরা আমাদের খেলা খুব গুরুত্ব সহকারে খেলব। এই ম্য়াচ থেকে জয় পাওয়াটাই আমাদের প্রধান লক্ষ্য’। এছাড়া নিজের দল ও তাদের ফর্ম নিয়ে মিতালি রাজ বলেন,'মিডল অর্ডারে হরমনের অভিজ্ঞতা কাজে আসবে। তাদের ফর্মে থাকাটা জরুরি। এমন পরিস্থিতিতে টুর্নামেন্টের আগে রান করা ভালো ব্যাপার। একই সাথে শেফালি তার খেলা জানে। সে ভালো করবে সব খেলোয়াড়ই ফিট এবং নির্বাচনের জন্য উপলব্ধ।'

Latest Videos

এবারের ভারতীয় দলে সবথেকে সিনিয়র ক্রিকেটার হলেন অধিনায়ক মিতালি রাজ ও পেসার ঝুলন গোস্বামী। ব্যক্তিগতভাবেও দুজনে খুব ভালো বন্ধু। মেগা ম্য়াচের আগে সতীর্থের বন্দনা শোনা গেল মিতালি রাজের মুখে। তিনি বলেন,‘আমরা বহুদিন ধরে একে অপরের সঙ্গে সাজঘর ভাগ করছি। দুইজনে মিলে আমরা দেশের হয়ে খেলাটা ভীষণভাবে উপভোগ করেছি। অনেক ম্যাচ জিতেছি অনেক ম্যাচ হারের যন্ত্রণাও একসঙ্গে ভাগ করে নিয়েছি। আমার সঙ্গে এই বিশ্বকাপে ও খেলছে, এই অনুভূতিটাই দারুণ।  ‘বহু বছর ধরেই ওই ভারতের প্রধান বোলিং অস্ত্র এবং যখনই ওকে বল দিয়েছি, ও কোনোদিনও আমায় নিরাশ করেনি। ফাস্ট বোলার হিসাবে ওর অভিজ্ঞতা সবসময়ই দলের জন্য ভীষণ মূল্যবান। পরবর্তী প্রজন্মের ফাস্ট বোলিং তারকারা যারা এই বিশ্বকাপে খেলছে, তাদের জন্যও নিশ্চয়ই ওর অভিজ্ঞতা সাহায্য করবে।’ 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

আর ৮ মাস! জুলাই-অগাস্টে রাজ্যে অকাল ভোট হতে চলেছে! জানালেন BJP সাংসদ | BJP News | Samik Bhattacharya
অসাধ্য সাধন! যথেষ্ট পরিকাঠামো না থাকার সত্ত্বেও ৮০০ গ্রামের শিশুকে বড় করে তুলল বারাসাত মেডিক্যাল
TMC-কে ভোট দিলেই মিলছে ঠোঙা ভর্তি মুড়ি ও চানাচুর! শোরগোল মেদিনীপুরে | Midnapore | WB By election
'ভাইপোর চাকর পুলিশ কেন বিজেপি পোলিং এজেন্টদের গ্রেফতার করল?' গর্জে উঠে প্রশ্ন তুললেন শুভেন্দু
বাজার থেকে ফেরার পথেই ঘটলো অঘটন! আতঙ্কের ছায়া শান্তিপুরে, দেখুন | Nadia News Today