বিশ্বকাপের দ্বিতীয় ম্য়াচে ধাক্কা খেল মহিলা টিম ইন্ডিয়া, ৬২ রানে জয় পেল নিউজিল্যান্ড

আইসিসি মহিলা বিশ্বকাপ ২০২২ (ICC Womens World Cup 2022) ভারত বনাম নিউজিল্যান্ড (India vs New Zealand) ম্যাচ। প্রথমে ব্যাট করে ২৬০ রান করল কিউইরা। ১৯৮ রানে  অলআউট উইমেন্স টিম ইন্ডিয়া (Team India)। 
 

পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে প্রথম ম্যাচে জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করলেও, দ্বিতীয় ম্যাচেই ধাক্কা খেতে হল মহিলা ভারতীয় ক্রিকেট দলকে (Womens Indian Cricket Team) । বিশ্বকাপ শুরুর আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে যে ব্যর্থতার ছবি সামনে  এসেছি ভারতের, বিশ্বকাপের ম্যাচেও সেটাই অব্যাহত থাকল। আইসিসি মহিলা বিশ্বকাপ ২০২২ (ICC Womens World Cup 2022) -এর দ্বিতীয় ম্যাচে ভারতকে ৬২ রানে হারাল কিউইরা। ম্যাচে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৬০ রান করে নিউজিল্যান্ড। নিউজল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৭৫ রানের ইনিংস খেলেন অ্যামি স্যাটারওয়েট (Amy Satterwaite)। ভারতের হয়ে বল হাতে সর্বোচ্চ ৪টি উইকেট নেন পুজা ভাস্ত্রাকর (Pooja Vastrakar)। জবাবে রান তাড়া করতে নেমে ৪৭তম ওভারে ১৯৮ রানে অলআউট হয়ে যায় ভারতীয় দল। হরমনপ্রীত কউর (Harmanpreet Kaur)সর্বোচ্চ ৭১ রানের ইনিংস খেলে লড়াই দেওয়ার চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। 

ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক মিতালি রাজ।  অ্যামি স্যাটারওয়েটের সর্বোচ্চ ৭৫ রানের ইনিংস ও দলগত প্রচেষ্টাতেই ২৬০ রানের স্কোরে পৌছায় নিউজিল্যান্ড। এছাড়াও অর্ধশতরান করেন অ্য়ামেলিয়া কের। ৫০ রান করেন তিনি। ৪১ রানের ইনিংস খেলেন ক্যাটে মার্টিন। ৩৫ রানের ইনিংস খেলেন সোফি ডিভাইন। ২৭ রানের ইনিংস খেলেন ম্যাডি গ্রিণ। নিউজিল্যান্ডের প্রথম সারির ব্যাটসম্য়ানদের মধ্যে একমাত্র সুজি বেটস ছাড়া সকলেই কম-বেশি দলের ইনিংসে অবদান রাখেন। এছাড়া নীচের দদিকে আর কোনও ব্য়াটসম্যান বড় রান করতে পারেননি । শেষ পর্যন্ত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৬০ রান করে নিউজিল্যান্ড। ভারতের হয়ে পুজা ভাস্ত্রাকর ৪টি ও রাজেশ্বরী গায়কোয়াড়ের ২টি উইকেট ছাড়া একটি করে উইকেট নেন ঝুলন গোস্বামী ও দিপ্তী শর্মা। জয়ের জন উইমেন্স ইন ব্লুর টার্গেট দাঁড়ায় ২৬১ রান।

Latest Videos

রান তাড়া করতে নেমে এদিন নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে ভারতীয় দল। ফলে প্রথম থেকেই দলের উপর চাপ বাড়তে থাকে। সমান তালে বাড়তে থাকে ওভার পিছু রানের সংখ্য়াও। হরমনপ্রীত কউর একমাত্র ৬৩ বলে ৭১ রানের ইনিংস খেলে লড়াই দেওয়ার চেষ্টা করেছিল। কিন্তি দলকে জয় এনে দিতে পারেননি। এছাড়াও মিতালি রাজ ৩১ রানের ইনিংস খেলেন। যস্তিকা ভাটিয়ে করেন ২৮ রান। এছাড়া কোন ভারতীয় ব্য়াটসম্যানও ২০ উপরে স্কোর করতে পারেনি। যার ফলে ৪৬ ওভার ৪৪ বলে ১৯৮ রানে অলআউট হয়ে যায় ভারতীয় দল। নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৩টি করে উইকেট নেন লি তাহুহু ও অ্যামেলিয়া কের। এছাড়া ২টি উইকেট নেন হ্যালে জেনসন, একটি করে উইকেট নেন ফ্র্যানসেস ম্য়াকে, জেস কের, হানাহ রো। ১২ মার্চ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় ম্য়াচ ভারতের।

Share this article
click me!

Latest Videos

ফিরহাদকে কড়া ডোজ দিলেন শুভেন্দু | Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari #shortsfeed
PM Modi Live : কুয়েতে Gulf Spic-এর ভারতীয় কর্মীদের সঙ্গে আড্ডা মোদীর, দেখুন সরাসরি
‘West Bengal-এ জঙ্গিদের সরকারের মুখোশ Mamata Banerjee’ Suvendu Adhikari-র ঝাঁঝালো তোপ মমতাকে
অনলাইনে পুজোর দেওয়ার নামে প্রতারণা! ঘাড় ধরে নিয়ে গেল পুলিশ | Hooghly News Today
কেন চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করেছিল? আসল কারন ফাঁস করলেন Suvendu Adhikari, শুনলে চমকে উঠবেন