ঘরের মাঠে পিঙ্ক বল টেস্ট জয়ের হ্যাটট্রিকের লক্ষ্যে টিম ইন্ডিয়া, লড়াই দিতে কতটা প্রস্তুত শ্রীলঙ্কা

ভারত বনাম শ্রীলঙ্কা (India vs Sri Lanka) টেস্ট সিরিজ (Test Series)।  শনিবার বেঙ্গালুরুতে গদিন-রাতের পিঙ্ক বল টেস্টে মাঠে নামছে রোহিত শর্মা (Rohit Sharma) ও দিমুথ করুণারত্নের (Dimuth Karunaratne) দল। সিরিজ জেতর লক্ষ্যে টিম ইন্ডিয়া। শ্রীলঙ্কার কাছে এই ম্যাচ ডু অর ডাই।
 

শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে একতরফা ম্যাচে জয় পেয়েছে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। এক ইনিংস ও ২২২ রানে জয় পায় টিম ইন্ডিয়া (Team India)। এবার দ্বিতীয় টেস্টে বেঙ্গালুরুতে (Bengaluru) নামবে রোহিত শর্মা (Rohit Sharma)ও দিমুথ করুণারত্নের (Dimuth Karunaratne) দল। দিন-রাতের পিঙ্ক বল টেস্টকে (Pink Ball Test) ঘিরে ক্রিকেট প্রেমিদের মধ্যে উৎসাহ তুঙ্গে। ভারতের মাটিতে এটি তৃতীয় ডে-নাইট টেস্ট (Day Night Test)। এর আগ দুটি টেস্টে বাংলাদেশ ও ইংল্যান্ডকে হারিয়ে মেন ইন ব্লুরা। এবার শ্রীলঙ্কাকে হারিয়ে ঘরের মাটিতে পিঙ্ক বল টেস্ট জয়ের হ্যাটট্রিক ও টি২০ সিরিজের পর টেস্ট সিরিজেও হোয়াইট ওয়াশ করাই লক্ষ্য ভারতের। অপরদিকে, ভারত সফরে এসে এখনও জয়ের মুখ দেখেনি লঙ্কান লায়ন্সরা। টেস্ট সিরিজ জিততে হলে বেঙ্গালুরুতে জিততেই হবে শ্রীলঙ্কাকে। ফলে লড়াই দিতে মরিয়া দ্বীপ রাষ্ট্র।

আত্মবিশ্বাসে ভরপুর টিম ইন্ডিয়া-
প্রথম টেস্ট ব্যাটিং-বোলিং সব বিভাগেই অনবদ্য পারফর্ম করেছে ভারতীয় ক্রিকেট দল। দ্বিতী টেস্টে নামার আগে তাই ফুরফুরে মেজাজে রয়েছে টি ইন্ডিয়া। শুধুমাত্র ওপেনিং বড় রান করতে ব্যর্থ হয়েছিলেন মায়াঙ্ক আগরওয়াল ও রোহিত শর্মা। দ্বিতীয় ম্যাচে বড় রান করতে মুখিয়ে রয়েছে তারা। একইসঙ্গে বড় রান না পেলেও মোহালিতে শততম টেস্ট ৪৫ রানের ইনিংস খেলেছিলেন বিরাট কোহলি। এবার নিজের আইপিএল দলের ঘরের মাঠে বহু প্রতীক্ষিত সেঞ্চুরি পাওয়ার অপেক্ষায় আরও একবার মাঠে নামবেন বিরাট কোহলি। শ্রেয়স আইয়রও ভালো শুরু করে বড় রান করতে ব্যর্থ হয়েছিলেন। তিনিও নিজেকে প্রমাণ করতে মরিয়া। প্রথম ম্য়াচে ব্য়াট হাতে রান পেয়েছেন হনুমা বিহারী ও ঋষভ পন্থ।  রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্লিনদের ব্যাটে-বলে অলরাউন্ড পারফরম্যান্স বাড়তি আত্মবিশ্বাস জুগিয়েছে দলে। বোলিং লাইনেও ছন্দে পাওয়া গিয়েছে শামি-বুমরাদের। সব মিলিয়ে পিঙ্ক বল টেস্ট জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী টিম ইন্ডিয়া।

Latest Videos

শ্রীলঙ্কার ডু অর ডাই-
শ্রীলঙ্কার কাছে বেঙ্গালুরু ডু অর ডাই। সিরিজ বাঁচাতে গেলে এই ম্যাচ জিততেই হবে দিমুথ করণারত্নের দলকে। প্রথম ম্যাচে ব্যাটে-বলে দুই বিভাগেই চূড়ান্ত ব্যর্থ হয়েছে শ্রীলঙ্কার ক্রিকেটাররা। সেই ভুল থেকে শিক্ষা নিয়ে দ্বিতীয় ম্যাচে ঘুড়ে দাঁড়াতে মরিয়া লঙ্কান লায়ন্সরা। অনুশীলনে নিজেদের যাবতীয় ভুল-ত্রুটি শুধরে নেওয়ার চেষ্টা করেছে শ্রীলঙ্কার ক্রিকেটাররা। দ্বিতীয় ম্যাচে দলেও বেশ কিছু পরিবর্তন দেখা যেতে পার।  ফলে সব মিলিয়ে দিন-রাতের কঠিন টেস্টে ম্যাচে নিজেদের সেরাটা দিয়ে ঘুড়ে দাঁড়াতে মরিয়া শ্রীলঙ্কা ক্রিকেট দল।

পিচ রিপোর্ট-
বেঙ্গালুরু উইকেট বেশিরভাগ ম্যাচেই প্রথম দিকে ব্যাটসম্যানদের সাহায্য দিলেও পরের দিকে স্পিন সহায়ক হয়ে ওঠে। যেহেতু দিন রাতের টেস্ট ও পিঙ্ক বলে খেলা সেক্ষেত্রে পেসাররাও একটু বাড়তে সাহায্যে পাবে। তবে উইকেটে সেট হলে আসতে পারে বড় রান। ম্যাচের শেষ ২ দিন স্পিনাররা অনেক বেশি সাহায্য পাবে উইকেট থেকে।

ম্যাচ প্রেডিকশন-
প্রথম টেস্ট ম্যাচে যেভাবে শ্রীলঙ্কাকে দুরমুশ করেছে ভারতীয় ক্রিকেট দল, তাতে দ্বিতীয় ম্যাচেও অনেকটাই এগিয়ে থেকে শুরু করে টিম ইন্ডিয়া। ব্যাট-বলে দুই বিভাগেই শক্তির বিচার করলে অনেকটা এগিয়ে রোহিত শর্মার দল। ফলে ক্রিকেট বিশেষজ্ঞরা দ্বিতীয় টেস্টে ভারতীয় দলকেই জয়ের জন্য সুপার ফেভারিট মানছে।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'আমি বলছি, আমার নাম করে লিখে রাখুন' ঝাঁঝিয়ে উঠে যা বললেন শুভেন্দু | Suvendu Adhikari
'ভোট ব্যাঙ্কের জন্য Mamata রোহিঙ্গাদের হিন্দুদের জমি দিচ্ছে' বিস্ফোরক অভিযোগ Agnimitra-র
সংসদে শীতকালীন অধিবেশন শুরু! তার আগেই বিরোধীদের কড়া বার্তা PM Modi | Parliament Winter Session 2024
TMC ছেড়ে কেন BJP-তে শুভেন্দু! আজ নিজেই বলে দিলেন সব | Suvendu Adhikari | Bangla News
Bangladesh-এ হিন্দুনেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার, মুক্তির দাবিতে Md Yunus-কে হুঁশিয়ারি শুভেন্দুর