ক্রীড়সূচি অনুযায়ী এখনও চলতি বছরের ১৮ অক্টোবর থেকে অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা। কিন্তু করোনা ভাইরাস অতিমারীর কারণে বিশ্বকাপ নিয়ে তৈরি হয়েছে সংশয়। বিশ্বকাপ পিছিয়ে যেতে পারে বলেও খবর মিলেছে আইসিসি সূত্রে। টি-২০ বিশ্বকাপ পিছিয়ে যাওয়ার আভাস মিলতেই শুরু হয়েছে আইপিএল হওয়ার সম্ভাবনা। ২৯ মার্চ থেকে শুরু কথা থাকলেও, বর্তমানে করোনার কারণে অনির্দিষ্টকালের স্থগিত রয়েছে আইপিএল। কিন্তু যদি টি-টোয়েন্টি বিশ্বকাপ বাতিল হয় সেইসময় আইপিএল করতে চেষ্টা চালাচ্ছে বিসিসিআই। ভারতীয় ক্রিকেট বোর্ড এও জানিয়েছে সেই সময় দেশের পরিস্থিতি স্বাভাবিক না হলেও, বিদেশের মাটিতে আইপিএল করতেও কোনও আপত্তি নেই। এইবার বিসিসিআইয়ের হয়ে ব্যাটন ধরলেন প্রাক্তন কিংদন্তী ক্যারেবিয়ান পেসার মাইকেল হোল্ডিং। তার সাফ বার্তা, টি-টোয়েন্টি বিশ্বকাপ না হলে ভারতের পূর্ণ অধিকার রয়েছে আইপিএল আয়োজন করার। মাইকেল হোল্ডিংয়ের এহেন দাবির পর নয়া মাত্রা পেয়েছে বিশ্বকাপ না হলে, চলতি বছরেই আইপিএল হওয়ার সম্ভাবনা।
আরও পড়ুনঃসচিনকে আউট করে লাগাতার খুনের হুমকি পেয়েছিলেন এই বোলার
আরও পড়ুনঃজিদানের ছাত্রকে ন্যু-ক্যাম্পে আনতে চাইছে বার্সেলোনা
সোশ্যাল মিডিয়ায় একটি লাইভ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মাইকেল হোল্ডিং। সেখানে কিংবদন্তী পেসার বলেন,‘টি২০ বিশ্বকাপ না হলে বিসিসিআই’য়ের ওই ফাঁকা সময়ে ঘরোয়া টুর্নামেন্ট আয়োজন করার সমস্ত অধিকার রয়েছে। কারণ তারা অন্য কোনও টুর্নামেন্টের মধ্যে অনধিকারপ্রবেশ করছে না। তেমনটা হলে না হয় বলা যেত।’ পাশাপাশি সম্প্রতি টি-টোয়েন্টি বিশ্বকাপ না হলে তার তার পরিবর্তে আইপিএল আয়োজন করার বিষয় নিয়েও তৈরি হয়েছে বিতর্ক। অনেকেই বলছেন ইচ্ছাকৃতভাবে আইপিএলকে জায়গা করে দিতে এবছর টি-টোয়েন্টি বিশ্বকাপ পিছিয়ে দিতে চাইছে আইসিসি। এই বিষয়ে মাইকেল হোল্ডি বলেন,‘আমার মনে হয় না আইপিএলের রাস্তা পরিষ্কার করে দিতে বিশ্বকাপ পিছিয়ে দিতে চাইছে আইসিসি। এটা সম্পূর্ণভাবে অস্ট্রেলিয়া সরকারের হাতে। তারা নির্দিষ্ট একটি সময়ের আগে সীমান্ত পেরিয়ে তাদের দেশে কাউকে প্রবেশের অনুমতি দিতে চায় না। ফলে সেই কারণে বিশ্বকাপ না হলে তাতে আইসিসির কিছু করার নেই। আর সেই জায়গায় যদি আইপিএল হয়, তা তো ভালই’। এবার দেখার বিষয় এটাই বছরের শেষে কী হয় টি-টোয়েন্টি বিশ্বকাপ নাকি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ।
আরও পড়ুনঃদেউলিয়া হতে বসা ক্লাব কিনে নজির গড়লেন এই 'হটেস্ট ফুটবল এজেন্ট'