দুরন্ত জয়, কিং কোহলিতে মজলেন খোদ প্রধানমন্ত্রী!

Published : Oct 23, 2022, 11:59 PM ISTUpdated : Oct 24, 2022, 12:00 AM IST
দুরন্ত জয়, কিং কোহলিতে মজলেন খোদ প্রধানমন্ত্রী!

সংক্ষিপ্ত

স্ট্রোক-প্লে'-র ঝলকানি। আর তাতেই আট থেকে আশির হৃদয় জিতলেন, ভারতীয় ক্রিকেটের একসময়ের 'ব্লু-আইড বয়।' বাদ গেলেন না খোদ নরেন্দ্র মোদীও।   

দুরন্ত জয়। মেলবোর্ন মজল কিং কোহলির অপরাজিত ৮২ রানের ইনিংসে। খরা কাটিয়ে বহুদিন পর ব্যাটে 
'স্ট্রোক-প্লে'-র ঝলকানি। আর তাতেই আট থেকে আশির হৃদয় জিতলেন, ভারতীয় ক্রিকেটের একসময়ের 'ব্লু-আইড বয়।' বাদ গেলেন না খোদ নরেন্দ্র মোদীও। 

আন্তর্জাতিক টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচেই পাকিস্তানকে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর চার উইকেটে হারিয়েছে ভারত। দীপাবলির আগেই দেশের ক্রিকেট ফ্যানেদের অগ্রিম শুভেচ্ছায় ভাসছে রোহিত অ্যান্ড কোং। বাদ যাননি খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। ম্যাচের পর, নিজের ফেসবুক প্রোফাইল থেকে ভারতীয় টিমকে শুভেচ্ছা জানিয়েছেন নমো।

ঠিক কী লিখেছেন প্রধানমন্ত্রী? 

'ভারতীয় দল আজকে দুরন্ত লড়াই করে জয় পেল। দুরন্ত পারফরম্যান্সের জন্য গোটা দলকে শুভেচ্ছা।' এখানেই অবশ্য শেষ নয়। কিং কোহলির জন্যে ছিল তাঁর বিশেষ বার্তা। তিনি লেখেন, 'কোহলিকে বিশেষ ধন্যবাদ। নিজের জেদ এবং অধ্যবসায়ের যে পরিচয় তিনি আজ দিয়েছেন তা অতুলনীয়।' এরপরে, ভারতীয় দলকে আগামী ম্যাচগুলোর জন্য শুভকামনা জানিয়েছেন তিনি। 

মেলবোর্নে এ'দিনের ভারত-পাকিস্তান ম্যাচ ছিল টানটান উত্তেজনায় ভরপুর। শুরুতে ব্যাট করতে নেমেই আর্শদীপ সিংয়ের দুরন্ত বোলিংয়ে স্টার ব্যাটসম্যান বাবর আজমকে হারিয়ে চাপে পড়ে পাকিস্তান। সাময়িক ঝটকা সামলে ২০ ওভারের শেষে ১৬০ রান তোলে পাক-ব্রিগেড। জবাবে ব্যাট করতে নেমে লোকেশ রাহুল এবং অধিনায়ক রোহিত শর্মাকে হারিয়ে চাপে পড়ে ভারত। একসময় ৩৫ রানে চার উইকেট হারিয়ে যখন ম্যাচের আশা প্রায় ছেড়ে দিয়েছে টিম ইন্ডিয়া, তখনই হাল ধরেন বিরাট কোহলি এবং হার্দিক পান্ডিয়া। দু'জনের যৌথ জুটি ভারতকে নিয়ে যায় লক্ষ্যমাত্রার কাছাকাছি। উনিশতম ওভারে, পাকিস্তানের আগুণ ঝরানো পেসার হ্যারিস রউফকে শেষের দু'বলে দুটি ছয় মারেন কোহলি। শেষ ওভারে ষোলো রান তুলে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছ থেক্ব জয় ছিনিয়ে নেয় ভারত।

আরও পড়ুন-

এটাই তোমার জীবনের সেরা ইনিংস, বিরাটের প্রশংসায় সচিন 

দক্ষতা-অভিজ্ঞতা দিয়ে আনলেন জয়, এটাই সেরা ইনিংস, বললেন বিরাট 

রাজার মতোই ফিরলেন “কিং কোহলি”, রবিবারই দেশে দীপাবলি

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

India vs South Africa T20: দল থেকে বাদ হর্ষিত রানা? দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে ভারতের সম্ভাব্য একাদশ
India vs South Africa T20: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি২০ সিরিজ শুরু কবে, খেলা দেখবেন কোথায়?