IND Vs SA: সিরিজ শুরুর আগে বিরাটের দলকে 'হুশিয়ারী' এনতিনির

সেঞ্চুরিয়নে (Centurion) ভারত বনাম  দক্ষিণ আফ্রিকার (India vs South Africa) বক্সিং ডে টেস্ট (Boxing Day Test)। জয় দিয়ে সিরিজ শুরু করতে মরিয়া বিরাট কোহলি (Virat Kohli)ও ডিন এলগারের (Dean Elgar)দল। তবে সিরিজ শুরুর আগে ভারতীয় দলের উদ্দেশ্যে হুঙ্কার দিলেন প্রাক্তন প্রোটিয়া পেসার মাখায় এনতিনি (Makhaya Ntini)।
 

পরপর দুবার অস্ট্রেলিয়া (Australia) সফরে গিয়ে টেস্ট সিরিজ জয়।  ইংল্যান্ড (England)সফরে গিয়ে অসমাপ্ত সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে থাকা। বিদেশের মাটিতে দুরন্ত পারফর্ম করছে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। এই পরিস্থিতিতে রববিরা দক্ষিণ আফ্রিকা সফরের (South Africa Tour)প্রথম টেস্ট নামতে চলেছে বিরাট কোহলির (Virat Kohli) দল। তবে প্রোটিয়াভূমে পরিসংখ্যান এখনও শোধরাতে পারেনি ভারতীয় দল। দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজ জয় এখনও অধরা থেকে গিয়েছেন টিম ইন্ডিয়ার (Team India) কাছে। চার বছর আগে দক্ষিণ আফ্রিকা সফরে একটি টেস্ট জিতলেও ২-১ ব্যবধানে সিরিজ হারতে হয়েছিল বিরাটদের। এবার সেই পরিসংখ্যান পাল্টানোর লক্ষ্যে রবিবার থেকে সেঞ্চুরিয়নে (Centurion)বক্সিং ডে টেস্টে (Boxing Day Test) নামছে  ভারতীয় ক্রিকেট দল। তবে ম্যাচের আগে ভারতীয় দলকে সরাসরি হুশিয়ারী দিলেন প্রাক্তন প্রোটিয়া পেসার মাখায়া এনতিনি (Makhaya Ntini)।

Latest Videos

সিরিজ শুরুর আগে প্রাক্তন প্রোটিয়া পেসারের হুঙ্কার, ভারত এখানে কোনও দিন সিরিজ জেতেনি, এবারও জিতবে না। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার খেলার অভিজ্ঞতাই পার্থক্য গড়ে দেবে বলে জানিয়েছেন এনতিনি। এক সাক্ষাৎকারে এনতিনি বলেছেন, ‘আমাদের দলের ডিন এলগার (অধিনায়ক), তেম্বা বাভুমার (সহ অধিনায়ক) টিকে থেকে বড় রান করার ক্ষমতা রয়েছে। (ভ্যান ডার ডুসেন ভালভাবে দলের সঙ্গে মানিয়ে নিয়েছে। ব্যাটিংয়ে দলকে ভরসাদিয়েছে। কুইন্টন ডি'কক নিজের স্বাভাবিক খেলাটা খেলবে। আমাদের বোলিং বিভাগটাও স্থায়ী যা ভারতকে সমস্যায় ফেলবে। ওরা এমনিতেও এখানে জেতেনি, আর এবারেই জিতবে বলে মনে হয়না। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকাই অনকেটা এগিয়ে থাকবে। আমরা জিতলে ভাল তো লাগবেই, তবে ভাল ক্রিকেট দেখারও আশায় রয়েছি।’ 

আরও পড়ুনঃIND Vs SA: সেঞ্চুরিয়নে বক্সিং ডে টেস্ট, ভারত বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যে এগিয়ে কে, জানুন বিস্তারিত

আরও পড়ুনঃIND Vs SA: রাহানে-শ্রেয়স-হনুমার মধ্যে কে বাদ, দেখে নিন প্রথম টেস্টের ভারতের সম্ভাব্য একাদশ

IND Vs SA: প্রথম টেস্টের আগে কোহলিকে নিয়ে মুখ খুললেন দ্রাবিড়, কী বললেন ভারতীয় কোচ

তবে ভারতীয় দলেরও প্রশংসা করেছে মাখায়া এনতিনি। ভারতীয় দল যথেষ্ট শক্তিশালী। লড়াই দিতে সক্ষম বলে মত প্রাক্তন প্রোটিয়া পেসার। তবে চেনা পরিবেশ, পিচ সব দিক থেকে আমরা এগিয়ে থাকব বলে জানিয়েছেন এনতিনি। তার কথায়,‘ভারতীয় দলের এইবারের বোলিং আক্রমণটা বেশ ভাল। তবে দক্ষিণ আফ্রিকা নিজেদের ঘরের মাঠের পরিবেশ সম্পর্কে বেশি অবগত। আমার মতে এটাই সিরিজে পার্থক্য গড়ে দেবে। ঘরের মাঠে খেলা হওয়ায় আমাদের নিজেদের দক্ষতায় আস্থা রাখা উচিত। আমাদের ক্রিকেটাররা পিচ, পরিবেশ বেশি ভাল করে জানায় আমারাই এগিয়ে থাকব। ঘরের চেনা পরিবেশে শক্তিশালী ভারতীয় দলের বিরুদ্ধে খেলা থেকে ভাল আর কিছুই হতে পারে না।’ তবে এসব বিষয় কানে না তুলে নিজেদের সেরাটা দিতে ও প্রোটিয়াভূমে সিরিজ জিতে ইতিহাস তৈরি করতে মরিয়া ভারতীয় ক্রিকেট দল। 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

প্রয়াগে ডুব দিয়ে পবিত্র স্নান সারলেন যোগী আদিত্যনাথ | CM Yogi | Prayagraj | Mahakumbh 2025 |
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury