দিমুথ করুণারত্নের লড়াই, তৃতীয় দিনের প্রথম সেশনে আরও ৩ উইকেট নিল টিম ইন্ডিয়া

বেঙ্গালুরু টেস্টে (Bengaluru Test) বোলারদের দাপট। তৃতীয় দিনে ভারতের (India) ম্যাচ জিততে টিম ইন্ডিয়ার (Team India) দরকার ৬ উইকেট। চা বিরতি পর্যন্ত শ্রীলঙ্কার (Sri Lanka)স্কোর ১৫১ রানে ৪ উইকেট.

বেঙ্গালুরুতে (Bengaluru Test) ভারত বনাম শ্রীলঙ্কার (India vs Sri Lanka) দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের খেলা। প্রথম সেশনে আরও ৩ উইকেট তুলে নিল ভারতীয় বোলাররা। তবে প্রথম ইনিংসের থেকে কিছুটা ঘুড়ে দাঁড়িয়েছে শ্রীলঙ্কা দলও। ৪৪৭ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে এক দিক থেকে লড়াই  চালিয়ে যাচ্ছেন শ্রীলঙ্কার অধিনায়র দিমুথ করুণারত্নে (Dimuth Karunaratne)। নিজের অর্ধশতরানও পূরণ করে ফেলেছেন তিনি। অর্ধশত রান করে তাকে কিছুটা সঙ্গ দেন কুশল মেন্ডিসও (Kusal Mendis)। তৃতীয় দিনের চা বিরতি পর্যন্ত যে তিনটি উইকেট পড়েছে শ্রীলঙ্কা দলের তার মধ্যে ২টি গিয়েছে রবিচন্দ্রন অশ্বিনের ঝুলিতে (Ravichandran Ashwin), একটি উইকেট নিয়েছেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jaadeja)। চ-বিরতি পর্যন্ত শ্রীলঙ্কার স্কোর ১৫১ রানে ৪ উইকেট। ফলে বেঙ্গালুরুতে দিন-রাতের পিঙ্ক বল টেস্ট জিততে ভারতের দরকার আর ৬টি উইকেট। 

তৃতীয় দিনে ২৮ রানে ১ উইকেট উইকেট থেকে খেলা শুরু করে শ্রীলঙ্কা। দ্বিতীয় দিনে শূন্য রানেই প্রথম উইকেট পড়েছিল দ্বীপ রাষ্ট্রের। তৃতীয় দিনে শুরুটা ভালোই করেছিল শ্রীলঙ্কার অধিনায়ক দিমুথ করুণারত্নে ও কুশল মেন্ডিস। দুজন মিলে ধীরে ধীরে এগিয়ে নিয়ে যেতে থাকে শ্রীলঙ্কার স্কোর বোর্ড। দ্রুত গতিতে রান করেন কুশল মেন্ডিস। নিজের অর্ধশতরানও পূরণ করেন তিনি ৯৭ রানের পার্টনারশিপ করার পর দ্বিতীয় উইকেট পড়ে শ্রীলঙ্কার। ৫৪ রান করে রবিচন্দ্রন অশ্বিনের শিকার হন কুশল মেন্ডিস। তৃতীয ও চতুর্থ উইকেটের জন্য বেশি সময় অপেক্ষা করতে হয়নি ভারতীয় বোলারদের। ৯৮ রানে তৃতীয় উইকেট পড়ে শ্রীলঙ্কার। ১ রান করে রবীন্দ্র জাদেজার বলে বোল্ড হন তিনি। ১০৫ রানে চতুর্থ উইকেট পড়ে লঙ্কা বাহিনীর। ৪ রান করে রবিচন্দ্রন অশ্বিনের বলে আউট হন ধনঞ্জয়া ডি সিলভা। 

Latest Videos

অপরদিক থেকে নিজের ইনিংস চালিয়ে যান অধিনায়ক দিমুথ করুণারত্নে। ঠান্ডা মাথায় একাই টানতে থাকেন গোটা দলকে। ৪৪৭ রানের পাহাড় প্রমাণ টার্গেট চেজ করা কার্যত অসম্ভব হলেও, হাল  ছাড়তে নারাজ লঙ্কান সেনাপতি। সাধ্যমত চেষ্টা করতে থাকেন তিনি। নিজের অর্ধশতরানও পূরণ করে ফেলেন তিনি। বেশ কিছু চোখ ধাধানো শট উপহার দেন করুণারত্নে। যেই উইকেট সব ব্য়াটসম্যানদের সমস্যা পড়তে দেখা গিয়েছে সেখানে তিনি সাবলীলভাবে ইনিংস এগিয়ে নিয়ে যান। চা বিরতির আগে পর্যন্ত তাকে কিছুটা সঙ্গ দেন নিরশান ডিকওয়ালা। চা বিরতি পর্যন্ত আর কোনও উইকেট হারায়নি শ্রীলঙ্কা। ৬৭ রান করে ক্রিজে অপরাজিত রয়েছেন দিমুথ করুণাকত্নে ও ১০ রান করে অপরাজিত ডিকওয়ালা।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Mamata Banerjee Live: নবান্নে সাংবাদিক সম্মেলনে মমতা, দেখুন সরাসরি
Bangla News : সুকান্তকে বাধা, বেলডাঙা নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি | Asianet News Bangla
বাগদায় ফের চলল বুলডোজার! হাইকোর্টের নির্দেশে ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হল ৬টি দোকান | Bagdah News
দেরিতে আসায় অঙ্গনওয়াড়ি কর্মীকে কড়া ধমক MLA অসিত মজুমদারের, দেখুন ভিডিও
Mamata Banerjee : 'মোদী বাংলার কৃষকদের একটা পয়সাও দেয় না' বিতর্কিত মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের