বিরাট-রোহিতের দিনে পন্থ ম্যাজিক, মোহালিতে প্রথম দিনের শেষে চালকের আসনে ভারত

ভারত বনাম শ্রীলঙ্কা (India vs Sri Lanka) টেস্ট সিরিজ (Test Series)। মোহালিতে (Mohali) মুখোমুখি রোহিত শর্মা (Rohit Sharma) ও দিমুথ করুণারত্নের (Dimuth Karunaratne) দল। দিনের শেষে রোহিত শর্মার দলের স্কোর ৩৫৭ রানে ৬ উইকেট। সর্বোচ্চ স্কোর করলেন ঋষভ পন্থ (Rishabh Pant)

মোহালিতে শ্রীলঙ্কার (India vs Sri Lanka) বিরুদ্ধে দিনের শেষ সেশনে ঋষভ পন্থ (Rishabh Pant) শো। একাই শ্রীলঙ্কার বোলারদের তুলোধনা করলেন ভারতীয় উইকেট রক্ষক ব্য়াটসম্য়ান। যদিও অল্পের জন্য সেঞ্চুরি হাতছাড়া করলেনে পন্থ।। ৯৬ রানের মারকাটারি ইনিংস খেলে প্যাভেলিয়নে ফেরত গেলেন তিনি। পন্থের ঝোড়ো ব্য়াটিং, হনুমা বিহারির (Hanuma Vihari)অর্ধশতরান, বিরাট কোহলির (Virat Kohli) ৪৫ ও রবীন্দ্র জাদের (Ravindra Jadeja)অপরাজিত ৪৫ রানের ইনিংসের সুবাদেই মোহালিতে প্রথম দিনের শেষ চালকের আসনে ভারত। দিনের শেষে রোহিত শর্মার (Rohit Sharma)দলের স্কোর ৩৫৭ রানে ৬ উইকেট। ফলে দ্বিতীয় দিনে রানের পাহাড়ে চড়ার সুযোগ থাকছে টিম ইন্ডিয়ার সামনে।

মোহালিতে টস জিতে ব্য়াটিংয়ের সিদ্ধান্ত নেন রোহিত শর্মা। শুরুটা ভালোই করেছিল দুই ভারতীয় ওপেনার রোহিত শর্মা ও মায়াঙ্ক আগরওয়াল। ৯ ওভারের মধ্যেই অর্ধশতরানের পার্টনারশিপ পূরণ করে ফেলেন রোহিত শর্মা ও মায়াঙ্ক আগরওয়াল। দলের ৫২ রানের মাথায় প্রথম উইকেট পড়ে ভারতেরষ ২৯ রান করে আউট হন রোহিত শর্মা। এরপর হনুমা বিহারি ও মায়াঙ্ক আগরওয়াল  ২৮ রানের পার্টনারশিপ করে। ৮০ রানে দ্বিতীয় উইকেট পড়ে ভারতের। ৩৩ রান করে সাজঘরে ফেরেন মায়াঙ্ক। এরপর নিজের কেরিয়ারের শততম মাইলস্টোন টেস্টে ব্য়াট করতে নামেন বিরাট কোহলি। হনুমা বিহারি ও বিরাট কোহলি  মধ্যাহ্ন বিরতি পর্যন্ত সাবধানী ব্য়াটিং করে আর কোনও উইকেট হারাননি। মধ্যাহ্ন বিরতি পর্যন্ত ভারতীয় দলের স্কোর ছিল ১০৯ রানে ২ উইকেট।  লাঞ্চের পরও বিরাট কোহলি ও হনুমা বিহারি মিলে ধীরে ধীরে ভারতীয় দলের ইনিংস এগিয়ে নিয়ে যান। অর্ধশতরানের পার্টনিরশিপ করেন তারা। নিজের অর্ধশতরান পূরণ করেন হনুমা বিহারি। অপরদিকে, ব্যাক্তিগত ৩৮ রানে পৌছতেই ৮ হাজার টেস্ট রানের মাইলস্টোন স্পর্শ করে ফলেন বিরাট কোহলি। ৯০ রানের পার্টনারশিপ করার পর জুটি ভাঙে বিরাট ও হননুমার। ১৭০ রানে তৃতীয় উইকেট পড়ে ভারতের। ব্যক্তিগত ৪৫ রান করে আউট হন তিনি। পার্টনারশিপ ভাঙতেই ক্রিজে বেশি সময় থাকতে পারনেনি  হনুমা বিহারি। ১৭৫ রানে চতুর্থ উইকেট পড়ে টিম ইন্ডিয়ার। ব্যক্তিগত ৫৮ রান করে বিশ্ব ফার্নান্ডোর  আউট হন হনুমা বিহারী। 

Latest Videos

আরও পড়ুনঃগাভাসকর-সচিনদের সঙ্গে একই আসনে কোহলি, শততম টেস্ট গড়লেন অনন্য রেকর্ড

আরো পড়ুনঃবিরাটের সঙ্গে মিল রয়েছে জাভেদ মিয়াঁদাদের, কোহলির শততম টেস্টে কেন এমন বললেন সুনীল গাভাসকর

আরও পড়ুনঃশততম টেস্টেও এল না প্রতীক্ষিত সেঞ্চুরি, ৪৫-এ প্য়াভেলিয়নে ফিরলেন বিরাট কোহলি

এরপর ইনিংসের রাশ ফের ধরেন উইকেট রক্ষক ব্যাটসম্য়ান ঋষভ পন্থ ও মিডল অর্ডার ব্যাটসম্যান শ্রেয়স আইয়র। চা-বিরতির ভারতের স্কোর ছিল ১৯৯ রানে ৪ উইকেট। শেষ সেশনে ৫৩ রানের পার্টনারশিপ করার পর আউট হন শ্রেয়স। ২২৮ রানে পঞ্চম উইকেট পড়ে ভারতের। ২৭ রান করেন শ্রেয়স। এরপর একদিক থেকে রবীন্দ্র জাদেজা ধরে ব্য়াটিং করলেও আরেক দিক থেকে বিধ্বংসী ব্য়াটিং শুরু করেন ঋষভ পন্থ। নিজের যে আক্রমণাত্মক ব্য়াটিংয়ের জন্য তিনি পরিচিত, তা ফের মোহালির দর্শকদের উপহার দেন। নিজের অর্ধশতরান করার পাশাপাশি জাদেজার সঙ্গে ১০৪ রানের পার্টনারশিপও গড়েন তিনি। সকলেই ধরেই নিয়েছিল মোহালির প্রথম দিন পন্থের ব্য়াটে সেঞ্চুরি আসবে। কিন্তু ব্য়াক্তিগত ৯৬ রানে আউট হন তিনি। ৯টি চার ৪টি ছয়ে সাজানো তার ইনিংস। দিনের শেষে ৪৫ রানে অপরাজিত রয়েছেন রবীন্দ্র জাদেজা, ১০ রানে ক্রিজে রয়েছেন রবিচন্দ্র অশ্বিন। 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury