সংক্ষিপ্ত

শততম টেস্ট (100th Test) ম্য়াচ উলক্ষ্যে বিরাট কোহলিকে (Virat Kohli) শুভেচ্ছা জানিয়েছেন সুনীল গাভাসকর (Sunil Gavaskar)। বিসিসিআইয়ের (BCCI) শেয়ার করা ভিডিও বিরাটকে প্রাক্তন পাকিস্তান অধিনায়ক জাভেদ মিয়াঁদাদের (Javed Miandad)সঙ্গে তুলনা করেছেন তিনি। 
 

মোহালিতে (Mohali) নিজের কেরিয়ারের শততম টেস্ট ম্য়াচ খেলছেন বিরাট কোহলি  (Virat Kohli)। শ্রীলঙ্কার বিরুদ্ধে কেরিয়ারের মাইলস্টোন টেস্ট বিরাটকে ঘিরে ক্রিকেট প্রেমিদের মধ্যে উন্মদনা ও উচ্ছ্বাস তুঙ্গে। মোহালিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে শততম টেস্টে নামার আগে বিরাট কোহলিকে স্মারক শততম টেস্টের টুপি তুলে দেন ভারতীয় কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid)।  শততম টেস্টের আগে বিরাট কোহলি বিসিসিআইকে দেওয়া সাক্ষাৎকারে নিজের অভিজ্ঞতার কথা জানিয়েছেন বিরাট কোহলি। প্রাক্তন ভারত অধিনায়ককে শুভেচ্ছা সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায়, ভিভিএস লক্ষ্মণ, রাহুল দ্রাবিড়, সুনীল গাভাসকর সহ একাধিক প্রাক্তন ও বর্তমান ভারতীয় ক্রিকেটাররা। সুনীল গাভাসকর (Sunil Gavaskar)নিজের শুভেচ্ছা বার্তায় কোহলির প্রশংসা করার পাশাপাশি  প্রাক্তন পাকিস্তান অধিনায়ক জাভেদ মিয়াঁদাদের (Javed Miandad) সঙ্গে বিরাটের মিল কথা সেই কথাও তুলে ধরেন।

বিসিসিআইয়ের তরফ থকে শেয়ার করা হয় বিরাট কোহলিকে দেওয়া সুনীল গাভাসকরের শুভেচ্ছা বার্তা। সেখানে বিরাট সম্পর্কে বলতে গিয়ে সানি বলেন,'বিরাট কোহলি এমন একজন ব্য়াটসম্য়ান যিনি পেস বোলারদের স্লেজিং করতে অর্থাৎ উত্তেজিত করতে পছন্দ করেন। যা খুব একটা অন্য়ান্য ক্রিকেটাররা করেন না। বিরাট কোহলি এই বিষয়টি উপভোগ করেন এবং নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেন। ' সুনীল গাভাসকরের ২০১১ সালে বিরাট কোহির প্রথম টেস্টের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে বলেন, ওয়েস্ট ইন্ডিজের বিরদ্ধে প্রথম টেস্টেই বিরাট নিজের আগ্রাসনের পরিচয় দিয়েছিলেন। প্রতিপক্ষে যেখানে ফিডেল এডওয়ার্ডসের মত পেসার বল করছেন। তাকে ভয় না পেয়ে উত্তেজিত করেন বিরাট। এডওয়ার্ডের একের পর এক বাউন্সার যখন ধেয়ে আসছিল বিরাটের দিকে, তখন বিরাট চোখে চোখ রেখে এডওয়ার্ডসের দিকে কিস ছুড়ে দেন বলে জানান সুনীল গাভাসকর। পেস বোলারদের স্লেজিং করার ক্ষেত্রে বিরাট কোহলির সঙ্গে জাভেদ মিয়াঁদাদের মিল পান বলে জানান সুনীল গাভাসকর। কারণ প্রাক্তন পাক অধিনায়কও পেস বোলারদের উত্তেজিত করতেন বলে জানান সানি। কিন্তু ব্যাটসম্য়ানদের এমন  চারিত্রিক  বৈশিষ্টকে বিরল বলে জানান সুনীল গাভাসকর। এছাড়াও সুনীল গাভাসকর বিরাট কোহলির প্রশংসা করে জানান, ভারতের হয়ে টেস্ট ম্য়াচ খেলাটাই বড় প্রাপ্তি। কিন্তু সেটা যদি ১০০ টেস্ট ম্য়াচ হয় তাহলে সেখান থেকেই প্রমাণিত আপনি দেশের হয়ে কতটা সফল। বিরাট কোহলি তিন ফর্মাটের ক্রিকেটেই ভারতের হয়ে যেই পারফরম্যান্স করেছেন তা এক কথায় অনবদ্য। 

প্রসঙ্গত শততম টেস্টে  বিরাট কোহলির কাছে সেঞ্চুরি দেখার প্রতীক্ষায় ছিলেন ক্রিকেট প্রেমিরা। কিন্তু ৪৫ রানেই থামেন বিরাট কোহলি। এমবুলদেনিয়া বলে বোল্ড হন তিনি। ৫টি চারে সাজানো তার এই ইনিংস। বড় রান করতে ব্যর্থ হলেও শততম টেস্ট ম্য়াচে কিন্তু অনন্য রেকর্ড গড়েন বিরাট কোহলি। ব্যক্তিগত ৩৮ রানে পৌছতেই টেস্ট কেরিয়ারে ব্যক্তিগত ৮ হাজার রানের মাইলস্টোন স্পর্শ করেন বিরাট। ভারতীয় ব্য়াটসম্যানদের মধ্যে সচিন তেন্ডুলকর, সুনীল গাভাসকর, রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষ্মণ, বীরেন্দ্র সেওয়াগের পর এই নজির গড়েন বিরাট কোহলি। সকলেই মাঠে দাঁড়িয়ে তাকে হাততালি দিয়ে শুভেচ্ছা জানান দর্শকরা। হাততালি দিতে দেখা যায় বিরাট কোহলির স্ত্রী অনুষ্কা শর্মাকেও। প্রথম ইনিংসে না হলেও এবার দ্বিতীয় ইনিংসে বিরাট কোহোলির কাছে বড় ইনিংস দেখার প্রতীক্ষায় রইল ক্রিকেট প্রেমিরা।