শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ জয়ের সঙ্গে এমন রেকর্ড গড়ল টিম ইন্ডিয়া, যা নেই কোনও দেশের

বেঙ্গালুরুতে (Bengaluru) ভারত বনাম শ্রীলঙ্কার (India vs Sri Lanka) পিঙ্ক বল টেস্ট (Pink Ball Test) । শ্রীলঙ্কাকে ২৩৮ রানে হারাল রোহিত শর্মার (Rohit Sharma)দল। ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জিতল টিম ইন্ডিয়া (Team India)। এই জয়ের সঙ্গে অনন্য নজিরও গড়ল টিম ইন্ডিয়া (Team India)।
 

টি২০ সিররিজে (T20 Series) পর টেস্ট সিরিজেও (Test Series) শ্রীলঙ্কাকে (Sri Lanka) হোয়াইট ওয়াশ করল ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket News) । ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জিতল রোহিত শর্মার (Rohit Sharma)দল। প্রথম টেস্টে মোহালিতে এক ইনিংস ও ২২ রানে জয় পেয়েছিল ভারতীয় দল। এরপর সোমবার বেঙ্গালুরুতে দিন-রাতের পিঙ্ক বল টেস্টে দিমুথ করুণারত্নের দলকে ২৩৮ রানে হারাল টিম ইন্ডিয়া (Team India)। গোটা সিরিজ জুড়ে নিজেদের একাধিপত্ব বজায় রেখেছে ভারতীয় দল। তবে শ্রীলঙ্কার বিরুদ্ধে শুধু সিরিজ জয় নয়, রেকর্ড বুকেও নাম তুলে ফেলল ভারতীয় ক্রিকেট দল। এমন রেকর্ড গড়ল যা নেই ক্রিকট ইতিহাসে কোনও দলের।  ঘরের মাঠে টানা ১৫টি টেস্ট সিরিজ জয়ের নজির গড়ল ভারত। ২০১৩ থেকে ছুটছে টিম ইন্ডিয়ার এই বিজয় রথ যা এখনও অব্যাহত।

এমএস ধোনির নেতৃত্বে শেষবার ঘরের মাঠে টেস্ট সিরিজ হেরেছিল ভারত। ২০১৩ সালে ভারত সফরে এসেছিল ইংল্যান্ড দল। সেবার ২-১ ব্যবধানে সিরিজ জিতেছিল ইংল্য়ান্ড। অস্ট্রেলিয়া ঘরের মাঠে টানা ১০টি টেস্ট সিরিজ জয়ের নজির গড়েছিল দু'বার। প্রথমবার ১৯৯৪ সালের নভেম্বর থেকে ২০০০-র নভেম্বর। দ্বিতীয়বার জুলাই ২০০৪ থেকে ২০০৮-র নভেম্বর। ১৯৭৬ সালের মার্চ থেকে ১৯৮৬-র ফ্রেব্রুয়ারি পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ ঘরের মাঠে টানা ৮টি টেস্ট সিরিজ জেতে। ২০০৯ থেকে ২০১২ পর্যন্ত গ্রেম স্মিথের ক্যাপ্টেনসিতে দক্ষিণ আফ্রিকা ঘরের মাঠে সাতটি টেস্ট সিরিজ জিতেছিল। তবে ভারতীয় দল এদের সকলকে পেছনে ফেলে অনেকটাই এগিয়ে গিয়েছে। ১৫টি টেস্ট জয়ের নজির নেই কারও। 

Latest Videos

আরও পড়ুনঃব্যর্থ করুণারত্নের শতরানের লড়াই, ২৩৮ রানে দ্বিতীয় টেস্ট জিতল ভারত, সিরিজের ফল ২-০

আরও পড়ুনঃ২০১১ ও ২০২২ আইপিএলের মধ্যে রয়েছে একাধিক মিল, জানলে অবাক হবেন আপনিও

প্রসঙ্গত, বেঙ্গালুরু টেস্টেম্য়াচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। প্রথম ইনিংসে ২৫২ রানে অল আউট হয়ে যায় ভারতীয় ক্রিকেট দল। দলের হয়ে সর্বোচ্চ ৯২ রানের ইনিংস খেলেন শ্রেয়স আইয়র। শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ৩টি করে উইকেট নেন লাসিথ এমবুলদেনিয়া ও প্রবীণ জয়াউইকরামা। প্রথম ইনিংস রান তাড়া করতে নেমে ভারতীয় বোলারদের দাপটের সামনে মাত্র ১০৯ রানে অলআউট হয়ে যায় দিমুথ করুণারত্নের দল। শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ৪৩ রান করেন অ্যাঞ্জেলো ম্যাথুউজ। ভারতের হয়ে বল হাতে আগুন ঝরান জজসপ্রীত বুমরা। একাই ৫টি উইকেট নেন তিনি। প্রথম ইনিংসে ১৪৩ রানের বিশাল লিড পায় ভারতীয় দল। দ্বিতীয় ইনিংসে ৩০৩ রানে উইকেটে ডিক্লেয়ার করে ভারত। অর্ধশতরান করেন ঋষভ পন্থ ও শ্রেয়স আইয়র। ৪৪৭ রানের টার্গেট তাড়া করতে নেমে ২০৮ রানে অল আউট হয়ে যায় শ্রীলঙ্কা। শতরান করেন শ্রীলঙ্কার অধিনায়ক দিমুথ করুণারত্নে। সবথেকে বেশি ৪টি উইকেট নেন অশ্বিন। 
 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

প্রয়াগে ডুব দিয়ে পবিত্র স্নান সারলেন যোগী আদিত্যনাথ | CM Yogi | Prayagraj | Mahakumbh 2025 |
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury