ব্যর্থ করুণারত্নের শতরানের লড়াই, ২৩৮ রানে দ্বিতীয় টেস্ট জিতল ভারত, সিরিজের ফল ২-০

Published : Mar 14, 2022, 06:02 PM ISTUpdated : Mar 14, 2022, 06:19 PM IST
ব্যর্থ করুণারত্নের শতরানের লড়াই, ২৩৮ রানে দ্বিতীয় টেস্ট জিতল ভারত, সিরিজের ফল ২-০

সংক্ষিপ্ত

বেঙ্গালুরুতে (Bengaluru) ভারত বনাম শ্রীলঙ্কার (India vs Sri Lanka) পিঙ্ক বল টেস্ট (Pink Ball Test) । শ্রীলঙ্কাকে ২৩৮ রানে হারাল রোহিত শর্মার (Rohit Sharma)দল। ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জিতল টিম ইন্ডিয়া (Team India)।   

টি২০ সিরিজে (T2o Series) পর টেস্ট সিরিজেও (Test Series) একতরফাভাবে শ্রীলঙ্কাকে (Sri Lanka) হারাল ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। মোহালিতে (Mohali) প্রথম টেস্ট জয়ের পর বেঙ্গালুরুতে (Bengaluru) দিন-রাতের পিঙ্ক বল টেস্টে (Pin Ball Test)২৩৮ রানের বিশাল ব্যবধানে শ্রীলঙ্কাকে হারিয়ে ২-০ ব্যবধানে সিরিজ জিতল টিম ইন্ডিয়া (Team India)। তৃতীয় দিন জয়ের জন্য ভারতের দরকার ছিল ৯ উইকেট। দ্বিতীয় সেশনের খেলা শেষ হওয়ার আগেই ভারতীয় বোলাররা শ্রীলঙ্কাকে অল আউট করে দেয়। শ্রীলঙ্কার তরফ থেকে অধিনায়ক দিমুথ করুণারত্নে শতরান (Dimuth Karunaratne)করে  অনবদ্য ব্য়াটিং করলেও অপরদিক থেকে নিয়মিত ব্যবধানে উইকেট হারাকে থাকে শ্রীলঙ্কা। করুণারত্নে করেন ১০৭ রান। শেষ পর্যন্ত ৪৪৭ রানের টার্গেট তাড়া করতে নেমে ২০৮ রানে থামে দ্বীপরাষ্ট্রের ইনিংস। ভারতের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন রবিচন্দ্রন অশ্বিন। এই জয়ের ফলে ঘরেল মাটিতে পিঙ্ক বল টেস্ট জয়ের হ্যাটট্রিকও করল টিম ইন্ডিয়া।

 

ম্য়াচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। প্রথম ইনিংসে ২৫২ রানে অল আউট হয়ে যায় ভারতীয় ক্রিকেট দল। দলের হয়ে সর্বোচ্চ ৯২ রানের ইনিংস খেলেন শ্রেয়স আইয়র। এছাড়া অন্য কোনও ব্যাটসম্যান বড় রান করতে ব্যর্থ হন। শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ৩টি করে উইকেট নেন লাসিথ এমবুলদেনিয়া ও প্রবীণ জয়াউইকরামা। প্রথম ইনিংস রান তাড়া করতে নেমে ভারতীয় বোলারদের দাপটের সামনে মাত্র ১০৯ রানে অলআউট হয়ে যায় দিমুথ করুণারত্নের দল। শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ৪৩ রান করেন অ্যাঞ্জেলো ম্যাথুউজ। ভারতের হয়ে বল হাতে আগুন ঝরান জজসপ্রীত বুমরা। একাই ৫টি উইকেট নেন তিনি। ২টি করে উইকেট নেন মহম্মদ শামি ও রবিচন্দ্রন অশ্বিন। একটি উইকেট নেন অক্ষর প্যাটেল। প্রথম ইনিংসে ১৪৩ রানের বিশাল লিড পায় ভারতীয় দল।

 

 

দ্বিতীয় ইনিংসেও ব্যাট করতে নেমে ভারতের ওপরের দিকের ব্য়াটসম্য়ানরা খুব বড় স্কোর করতে ব্যর্থ হন। তবে শুরুটা ভাল করেছিলেন দুই ওপেনার রোহিত শর্মা ও মায়াঙ্ক আগরওয়াল। রোহিত করেন ৪৬ রান, মায়াঙ্ক করেন ২২ রান। ৩৫ রানের ইনিংস খেলেন হনুমা বিহারী। দ্বিতীয় ইনিংসেও বড় রান করতে ব্যর্থ হন বিরাট কোহলি। এরপর ঋষভ পন্থ ৫০ রান ও শ্রেয়স আইয়র ৬৭ রানের ইনিংস খেলেন। শেষের দিকে জাদেজা ২২ ও মহম্মদ শামি ১৬ রান করেন। সব মিলিয়ে দ্বিতীয় ইনিংসে ৩০৩ রানে ৯ উইকেটে ইনিংস ডিক্লেয়ার করে ভারত। 

আরও পড়ুনঃঅধিনায়কত্বের অনুভব থেকে আইপিএলে কী বোলিং করবেন, জবাব দিলেন হার্দিক পান্ডিয়া

আরও পড়ুনঃবিরাট কোহলির 'জীবনে' রয়েছে আরও এক নারী, যে রূপে টেক্কা দিতে পারে অনুষ্কাকে

৪৪৭ রানে টার্গেট তাড়া করতে নেমে খাতা না খুলেই প্যাভেলিয়নে ফেরত যান লাহিরু থিরিমানে। বুমরার শিকার হন তিনি। দ্বিতীয় দিনের শেষে দিমুথ করুণারত্নে ১০ ও কুশল মেন্ডিস ১৬ রানে অপরাজিত ছিলেন। শ্রীলঙ্কার স্কোর ছিল ২৮ রানে উইকেট। তৃতীয় দিনে দিমুথ করুণারত্নে ও কুশল মেন্ডিস ৯৭ রানের পার্টনারশিপ করেন। নিজের অর্ধশতরান পূরণ করেন কুশলল মেন্ডিস। কিন্তু ৫৪ রান করে আউট হন তিনি। এরপর একদিক থেকে দিমুথ করুণারত্নে অধিনায়কোচিত ইনিংস খেললেও অপরদিক থেকে নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে শ্রীলঙ্কা। দিমুথ করুণারত্নে শতরান করলেও অপরদিকে থেকে আর কেউ রান করতে পারেননি। শেষ পর্যন্ত ২০৮ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। অশ্বিন ৪টি,বুমরা ৩টি, অক্ষর প্যাটেল ২টি ও জাদেজা ১টি উইকেট নেন। 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

India vs South Africa 2nd T20: এক ওভারে ৭টি ওয়াইড? আর্শদীপের উপর রেগে আগুন গম্ভীর
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: টি-২০ ম্যাচে ফের ব্যর্থ, কতদিন শুবমান গিলকে বয়ে বেড়াবে দল?