সংক্ষিপ্ত

সিরিজে প্রথম দুটি ম্যাচ জিতে ট্রফি জয় নিশ্চিৎ হয়ে গিয়েছে ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team)। সিরিজের তৃতীয় ম্য়াচ জিতে আয়োজকদের হোয়াইট ওয়াশ করাই লক্ষ্য কেএল রাহুলের (KL Rahul) দলের। অপরদিকে সম্মান রক্ষা করার লক্ষ্যে রেগিস চাকাবাভার (Regis Chakabva)দল।
 

প্রথম দুটি ম্য়াচ জিতে ইতিম্যধ্যেই জিম্বাবোয়ের বিরুদ্ধে একদিনের সিরিজ পকেটে পুরে ফেলেছে ভারতীয় ক্রিকেট দল। শেষ ম্যাচ নিয়মরক্ষার হলেও ৩-০ অর্থাৎ হোয়াইট ওয়াশ করার লক্ষ্যে অবিচল কেএল রাহুলের দল। তবে তৃতীয় ম্য়াচে ভারতী দলে একাধিক পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। রিজার্ভ বেঞ্চে থাকা একাধিক তরুণ ক্রিকেটারকে সুযোগ দেওয়া হতে পারে শেষ ম্য়াচে। সেক্ষেত্রে রুতুরাজ গায়কোয়াড়, রাহুল ত্রিপাঠী বাংলার শাহবাজ আহমেদরা প্রথম একাদশে আসতে পারেন। এক ঝলকে  দেখে নিন ভারত বনাম জিম্বাবোয়ের তৃতীয় একদিনের ম্যাচে টিম ইন্ডিয়া সম্ভাব্য একাদশ।

দ্বিতীয় একদিনের ম্যাচে ভারতীয় দলের ব্যাটিং লাইনআপের ওপেনিংয়ে কেএল রাহুলের সঙ্গে সুযোগ পেতে পারেন রুতুরাজ গায়কোয়াড়। সেক্ষেত্রে মিডল অর্ডারে ব্যাট করতে হবে শুবমান গিলকে। এছাড়াও ভারতীয় দলের মিডল অর্ডারে সুযোগ পেতে পারেন রাহুল ত্রিপাঠী। এছাড়া দীপক হুডা, সঞ্জু স্যামসনের মত তরুণ তারকারা তো আছেই। যারা ইনিংস গড়ার পাশাপাশি প্রয়োজনে বিধ্বংসী ব্যাটিং করতে সক্ষম। দলে স্পিনার অলরাউন্ডার হিসেবে অভিষেক হতে পারে শাহবাজ আহমেদের। এছাড়া দ্বিতীয় স্পিনার হিসেবে খেলবেন চায়নাম্যান কুলদীপ যাদব। দলের তিন পেসার হলেন শার্দুল ঠাকুর, দীপক চাহার ও আবেশ খান। 

ভারতীয় দলের সম্ভাব্য একাদশ-
কেএল রাহুল (অধিনায়ক)
রুতুরাজ গায়কোয়ার
শুবমান গিল
রাহুল ত্রিপাঠী
সঞ্জু স্যামসন (উইকেট রক্ষক)
দীপক হুডা
শাহবাজ আহমেদ
শার্দুল ঠাকুর
দীপক চাহার
আবেশ খান
কুলদীপ যাদব

অপরদিকে জিম্বাবোয়ে দলের ব্যাটিং লাইনআপের ওপেনে থাকতে পারে তাকু কাইতানো ও ইনোসেন্ট কাইয়া। দলের মিডিল অর্ডারে খেলতে পারেন উইলিয়ামস সিন, মিল্টন শুম্বা, সিকন্দর রাজা ও অধিনায়ক রেগিস চাকাবাভা। দলে অলরাউন্ডার হিসেবে খেলবেন রায়ান বার্ল। জিম্বাবোয়ে দলে চার বোলার হলেন লিউক জংউই, ব্র্যাডলি ইভানস, ভিক্টর নিয়াউচি ও তানাকা শিভাঙ্গা।

জিম্বাবোয়ে দলের সম্ভাব্য একাদশ-
তাকু কাইতানো
ইনোসেন্ট কাইয়া
সিয়ান উইলিয়ামস
মিল্টন শুম্বা
সিকন্দর রাজা
রেগিস চাকাবভা (অধিনায়ক ও উইকেটকিপার)
রায়ান বার্ল
লিউক জংউই
ব্র্যাডলি ইভান্স
ভিক্টর নিয়াউচি
তানাকা শিবাঙ্গা

প্রসঙ্গত, প্রথম দুটি ম্যাচেই ভারতীয় দল প্রমাণ করে দিয়েছে জিম্বাবোয়ের থেকে কতটা এগিয়ে তারা। তৃতীয় ম্যাচে দলে আরও পরিবর্তন হয়ে তরুণ ক্রিকেটাররা সুযোগ পেতে পারেন। তৃতীয় ম্য়াচেও ভারতকেই ফেভারিট মানছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। তবে শেষ ম্য়াচে অন্তত হাড্ডাহাড্ডি ম্যাচ দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমিরা।

আরও পড়ুনঃহোয়াইট ওয়াশ করতে বদ্ধপরিকর টিম ইন্ডিয়া, সম্মান রক্ষা করতে কী পারবে জিম্বাবোয়ো, জানুন তৃতীয় ম্যাচের প্রেডিকশন

আরও পড়ুনঃটি২০ বিশ্বকাপের আগে টিম ইন্ডিয়াকে সতর্ক বার্তা, কী বললেন প্রাক্তন নির্বাচক