টেল এন্ডারে পুজা-স্নেহার অসামান্য ব্যাটিং, পাকিস্তানকে বিশ্বকাপ ম্যাচে ২৪৫ রানের টার্গেট দিল ভারত

বিশ্বকাপ ম্যাচে পাকিস্তান-ভারত মুখোমুখি মানেই একটা আলাদা উত্তেজনা। আজ পর্যন্ত ৫০ ওভারের বিশ্বকাপে ভারতকে হারাতে পারেনি পাকিস্তান। তবে ছেলেদের টি-২০ বিশ্বকাপে ২০২১ সালেই ভারতকে হারিয়েছে পাকিস্তান। 
 

টেল এন্ডিং-এ স্নেহা রানা (Sneha Rana) এবং পূজা বাস্ত্রাকরের (Puja Vastrakar)অনবদ্য ব্যাটিং জুটি। যার জেরে মহিলাদের বিশ্বকাপে (ICC Women's World Cup 2022) পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে ৫০ ওভারের শেষে ৭ উইকেট হারিয়ে ২৪৪  রান তুলল ভারত (India)। এর ফলে পাকিস্তানকে এই ম্যাচ জিততে হলে করতে হবে ২৪৫ রান (India Gives 245 Runs Target to Win To Pakistan)। স্নেহা ও পূজার জুটি ভারতের ইনিংসে ১২২ রান যোগ করে। স্নেহা ৪৮ বলে ৫৩ রান করে অপরাজিত থাকেন। আর পূজা খেলার এক্কেবারে শেষ ওভারে মারমুখী হতে গিয়ে পাকিস্তানের ফতিমা সানার (Fatima Sana) বলে বোল্ড হন। কিন্তু ততক্ষণে পূজার ঝোড়ো ব্যাটিং ভারতকে ম্যাচে লড়াই করার মতো জায়গায় নিয়ে চলে এসেছিল। পূজা ৫৯ বলে ৬৭ রান করেন (Puja Vastrakar Scores 67 Runs in 59 Balls)। এই রানে পৌঁছতে পূজা ৮টি বাউন্ডারিও হাকান। আউট হওয়ার সময় দেখা যায় এই ম্যাচে ১১৩.৫৫ স্ট্রাইকরেটে রান করেছেন পূজা। 


এদিন নিউজিল্যান্ডের মাউন্ট মাউনগানোই-এর (Mount Maunganui) মাঠে টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক মিতালি রাজ (Mithali Raaj)। কিন্তু তিন ওভারের পুরো হওয়ার মাথায় ওপেনার শেফালি ভার্মার উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় ভারত। শেফালি শূন্য রান করে প্যাভিলিয়নে ফেরেন। তাঁকে পাকিস্তানের ফাস্ট বোলার ডায়না বেগ বোল্ড করে দেন। 

Latest Videos

এরপর ভারতের ইনিংসকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব খুব ভালোভাবেই পালন করতে থাকেন স্মৃতি মান্ধনা এবং দীপ্তি শর্মা জুটি। যার জন্য ভারত ২২ ওভারের মধ্যেই দলের স্কোরকে ১০০ রানের কাছে নিয়ে যেতে সমর্থ হয়। দীপ্তি শর্মা ৫৭ বলে ৪০ রান করে আউট হন। তাঁকে পাকিস্তানের নাসরা সান্ধু বোল্ড করে দেন। 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live : বাংলাদেশকে ঠুকলেন, মহিষাদলে বিস্ফোরক শুভেন্দু | Bangladesh | Bangla News
ধান আনতে গিয়ে চরম বিপত্তি! নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ট্রাক্টর, দেখুন | Hooghly News Today
জনসংযোগে বেরিয়ে ড্রেনে পরে গেলেন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার, চিড় ধরেছে বা পায়ে
Asianet News Live: তৃণমূলের বিরুদ্ধে ভয়ানক অভিযোগ বিজেপির,কী বলছেন, দেখুন সরাসরি
ব্যবসায় অশান্তি! সম্পর্ক তলানিতে, এমন কাণ্ড ঘটবে কেউ বুঝতেই পারেনি | Hooghly News Today