মহিলা বিশ্বকাপে সেমিতে ওঠার আশা জিইয়ে রাখল ভারত, বাংলাদেশকে হারাল ১১০ রানে

সংক্ষিপ্ত

মহিলা বিশ্বকাপ ২০২২ (ICC Womens World Cup 2022) -এ  ভারত বনাম বাংলাদেশে (India vs Bangalades) ম্যাচ। সেমি ফাইনালে (Semii Final) আশা জিইয়ে রাখতে হলে এই ম্য়াচ ডু অর ডাই (Do Or Die) ম্যাচে জয় পেল  মিতালি রাজের (Mithali Raj)দল। প্রথমে ব্যাট করে ২২৯ রান করল ভারত। জবাবে ১১৯ রানে শেষ বাংলাদেশের ইনিংস।

প্রথমে ব্য়াট করে খুব বেশি রান করতে না পারলেও বল হাতে কামাল দেখাল ভারতীয় মহিলা দল (Indian Womens Cricket Team)। প্রতিবেশী বাংলাদেশকে হেলায় হারিয়ে মহিলা বিশ্বকাপ ২০২২ (Womens World Cup 2022) -এর সেমি ফাইনালে যাওয়ার আশা জিইয়ে রাখল মহিলা টিম ইন্ডিয়া (Team India)। এদিন প্রথমে ব্যাট করে ২২৯ রান করে মিতালি রাজের (Mithali Raj) দল। যস্তিকা ভাটিয়া (Yastika Bhatia) দলের হয়ে সর্বোচ্চ ৫০ রানের ইনিংস খেলেন। এছাড়াও ৩২ রান করেন শেফালি ভার্মা, ৩০ রানের ইনিংস খেলেন স্মৃতি মন্ধনা ও পুজা ভাস্ত্রাকার।  জবাবে রান তাড়া করতে নেমে ভারতীয় বোলারদের দাপটের সামনে মাত্র ১১৯ রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ মহিলা দল। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩২ রানের ইনিংস খেলেন সালমা খাতুন। ভারতীয় বোলারদের মধ্যে সর্বোচ্চ ৪টি উইকেট নেন স্নেহ রানা।  ১১০ রানে জয় পায় ভারতীয় মহিলা দল। 

এদিন টসে জিতে ব্য়াটিংয়ের সিদ্ধৈান্ত নেনে ভারত অধিনায়ক মিতালি রাজ। ইনিংসের শুরুটা ভালোই করেছিল দুই ওপেনিং ব্য়াটসম্য়ান স্মৃতি মন্ধনা ও শেফালি ভার্মা। একসময় মনে হচ্ছিল এদিনের ম্য়াচে হয়তো বড় স্কোরে পৌছবে মহিলা টিম ইন্ডিয়া।  প্রথম উইকেটে ৭৪ রানের পার্টনারশিপ করেন মন্ধনা-ভার্মা জুটি। কিন্তু তারপরই প্রথম উইকেট পড়ে ভারতের। ব্যক্তিগত ৩০ রান করে আউট হন স্মৃতি মন্ধনা। একই স্কোরে আরও পরপর দুটি উইকেট হারায় ভারতীয় মহিলা দল। ৪২ রান রান করে আউট হন শেফালি ভার্মা। ব্য়াট হাতে ফের ব্যর্থ হন অধিনায়ক মিতালি রাজ। খাতা না খুলেই সাজঘরে ফেরত যান তিনি।  ৭৪ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারতীয় ব্য়াটিং লাইনআপ। এরপর একদিকে থেকে যস্তিকা ভাটিয়া ইনিংস ধরে রাখে ভারতীয় দলের। একটু ধীর গতিতে হলেও চালাতে থাকেন স্কোর বোর্ড। অর্ধশতরানও পূরণ করেন তিনি। কিন্তু অপর দিক থেকে আর কোনও ভারতীয় ব্যাটসম্যান বড় স্কোর করতে সক্ষম হননি। ১৪ রান করেন হরমনপ্রীত কউর, ২৬ রান করেন রিচা ঘোষ, পুজা ভাস্ত্রাকার করেন ৩০, স্নেহ রানা করেন ২৪ রান। শেষ পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ২২৯ রান করে উইমেন্স টিম ইন্ডিয়া। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নেন রিতু মনি।

Latest Videos

 

 

রান তাড়া করতে নেমে শুরু থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে বাংলাদেশ মহিলা দল। সালমা খাতুনের ৩২ রানের ইনিংস ও লতা মণ্ডলের ২৪ রানের ইনিংস ছাড়া ছাড়া আর কোনও বাংলাদেশি ব্য়াটসম্য়ান ২০ রানের গণ্ডি পার করতে পারেনি। শেষ পর্যন্ত ১১৯  রানে অল আউট হয়ে যায় ওপার বাংলার দল। ভারতের হয়ে সর্বোচ্চ ৪টি উইকেট নেন স্নেহ রানা ও ২টি করে উইকেট নেন ঝুলন গোস্বামী ও পুজা ভাস্ত্রাকার। একটি করে উইকেট নেন রাজেশ্বরী গায়কোয়াড় ও পুণম যাদব। ১১০ রানে ম্য়াচ জিতে লিগ টেবিলে তৃতীয় স্থান ধরে রাখল ভারতীয় মহিলা দল। গ্রুপের শেষ ম্য়াচ ২৭-শে মার্চ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। ওই ম্য়াচে ভারতের কাছে মাস্ট উইন।
 

Share this article
click me!

Latest Videos

Dilip Ghosh: ‘এই ডাকাত মুখ্যমন্ত্রী থাকলে সবাইকে পালাতে হবে!’ দিলীপ ঘোষের বিস্ফোরক হুঁশিয়ারি
'বেশি ভাঁওতাবাজি না করে মিরর ইমেজ প্রকাশ করুন', মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বললেন চাকরিহারারা