চেন্নাইতে শুরু হল ভারত বনাম ইংল্যান্ডের ৪ টেস্ট ম্য়াচের সিরিজের প্রথম ম্যাচ। কিন্তু শুরুতেই একটু ধাক্কা খেতে হল ভারতীয় দলকে। কারণ চেন্নাইয়ের স্পিন সহায়ক উইকেটে টস জিততে পারেনি ভারতীয় দল। টসে জিতে স্বাভাবিকভাবেই ব্য়াটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক জো রুট। স্পিন সহায়ক উইকেটে জোরা স্পিনার নিয়ে নেমেছে ব্রিটিশ লায়ন্সরা। দলে রয়েছে অফ স্পিনার ডম বেস ও লেফ্ট আর্ম লেগ স্পিনার জ্যাক লিচ।
ভারতীয় দলের প্রথম একাদশে রয়েছে রোহিত শর্মা, শুভমান গিল, চেতেশ্বর পুজারা, বিরাট কোহলি, অজিঙ্কে রাহানে, ঋষভ পন্থ, ওয়াশিংটন সুন্দর, রবি অশ্বিন, জসপ্রীত বুমরা, ইশান্ত শর্মা, শাহবাজ নাদিম। তিন স্পিনার নিয়ে মাঠে নেমেছে ভারতীয় দলও। ওয়াশিংটন সুন্দর, রবি অশ্বিনের পাশাপাশি ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে অভিষেক হল বাঁ-হাতি লেগ স্পিনার শাহবাজ নাদিম। তবে টস হারায় শেষ ইনিংসে ব্যাট করা নিয়ে একটু চাপে টিম ইন্ডিয়া।
ভারত -ইংল্যান্ড ম্যাচ দিয়ে অবশেষে ঘটল প্রতীক্ষার অবসান। এক বছরেরও বেশি সময় পর ভারতের মাটিতে ফিরল আন্তর্জাতিক ক্রিকেট। করো মহামারীর কারণে ঘরের মাঠে বিরাট-রোহিত-বুমরাদের খেলা দখা থেকে বঞ্চিত হচ্ছিলেন ভারতীয় দর্শকরা। দর্শকশূন্য মাঠে খেলা হলেও, দেশের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট ফেরায় খুশি ভারতীয় ক্রিকেট প্রেমিরা।