ফের টসে হার বিরাটের, চতুর্থ টেস্টে ব্যাটিং করছে ইংল্যান্ড

  • ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের শেষ ম্য়াচ
  • সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে টিম ইন্ডিয়া
  • টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত ইংল্যান্ডের
  • সিরিজে সমতা ফেরানো লক্ষ্য জো রুটের দলের
     

Sudip Paul | Published : Mar 4, 2021 4:20 AM IST

আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে শুরু হয়ে গেল ভারত বনাম ইংল্যান্ডের চার ম্যাচের টেস্ট সিরিজের শেষ ম্যাচ। চতুর্থ টেস্টে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ড দলের অধিনায়ক জো রুট। সিরিজে প্রথম ম্যাচ জিতে এগিয়ে গিয়েছিল ব্রিটিশ লায়ন্সরা। তারপর দুরন্তভাবে কামব্যাক করে টিম ইন্ডিয়া। পরপর দুটি টেস্ট জিতে বর্তমানে ২-১ ব্যবধানে এগিয়ে বিরাট কোহলির দল। স্পিন সহায়ক উইকেটে প্রথমে ব্য়াট করার অ্যডভান্টেজ ইংল্যান্ড নিতে পারে কিনা সেটাই দেখার।

ইংল্যান্ড দলের প্রথম একাদশে ব্যাটিং লাইনআপে জায়গা পেয়েছেন জ্যাক ক্রাউলি, ডোম সিবলি, জনি বেয়ারস্টো, জো রুট, বেন স্টোকস, অলি পোপ। উইকেট রক্ষক বেন ফোকস। এছাড়া বোলিং লাইনআপে রয়েছেন ডন লরেন্স, ডোম বেস, জ্যাক লিচ ও জোমস অ্যান্ডারসন। ভারতী দলের প্রথম একাদশে একটি মাত্র পরিবর্তন হয়েছে। উমেশ যাদবের জায়গায় দলে জায়গা পেয়েছেন মহম্মদ সিরাজ।  দলে রয়েছেন, রোহিত শর্মা, শুভমান গিল, চেতেশ্বর পুজারা, বিরাট কোহলি, অজিঙ্কে রাহানে, ঋষভ পন্থ, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, ইশান্ত শর্মা।

এই ম্যাচ ভারতের কাছে খুবই গুরুত্বপূর্ণ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌছতে হলে এই ম্য়াচ অন্ত ড্র করতে হবে ভারতীয় দলকে। যদিও ড্র নিয়ে ভাবতে নারাজ টিম ইন্ডিয়া। জিতে সিরিজ ৩-১ ব্যবধানে জেতা ও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের টিকিট পাকা করাই লক্ষ্য বিরাট ব্রিগেডের। যদিও স্পিন সয়াহক উইকেটে প্রথমে টস হারায় একটু হলেও চাপ বেড়েছে ভারতীয় দলের। হাড্ডাহাড্ডি ম্যাচ দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমিরা।
 

Share this article
click me!