দ্বিতীয় ম্য়াচেই সিরিজ জয় লক্ষ্য টিম ইন্ডিয়ার, ঘুড়ে দাঁড়াতে কী পারবে ইংল্যান্ড, জানুন ম্যাচ প্রেডিকশন

বৃহস্পতিবার  ভারত বনাম ইংল্যান্ডের একদিনের সিরিজের (India vs England ODI Series) দ্বিতীয় ম্যাচ।  লর্ডসে মুখোমুখি হতে চলছে দুই দল। প্রথম ম্যাচ জিতে সিরিজে এগিয়ে রয়েছে রোহিত শর্মা (Rohit Sharma) দল। সমতা ফেরাতে মরিয়া জস বাটলারের (Jos Buttler)দল। 
 

টি২০ সিরিজ জয়ের পরই ভারত অধিনায়ক রোহিত শর্মা জানিয়ে দিয়েছিলেন তার দল একদিনের সিরিজেও আগ্রাসী ক্রিকেট খেলবেন। কিন্তু ব্যাটে-বলে যে ভারতীয় ক্রিকেট দল এতটাও আগ্রাসন দেখাবেন তা হয়তো ভ্রুণাক্ষরেও বুঝতে পারেনি ইংল্যান্ড। প্রথম একদিনের ম্য়াচে ওভালে যেভাবে প্রথম ১১০ রানে অলআউট করে দেওয়া ও পরে ১০ উইকেটে ম্য়াচ জিতে নিয়েছে রোহিত শর্মার দল, তাতে দ্বিতীয় একদিনের ম্যাচে জস বাটলারের দলের কাছে ঘুড়ে দাঁড়ানোটা অনেক বড় চ্যালেঞ্জ। ১৪ জুলাই বৃহস্পতিবার সিরিজের দ্বিতীয় ওকদিনের ম্য়াচে ক্রিকেটের মক্কা লর্ডসে মুখোমুখি হতে চলেছে ভারত ও ইল্য়ান্ড। একদিকে টি২০ সিরিজের ধারা ধরে রেখে দ্বিতীয় ম্য়াচেই সিরিজ জিতে নিতে চাইছে টিম ইন্ডিয়া, অপরদিকে পাল্টা প্রত্যাঘাত করতে তৈরি হচ্ছে ব্রিটিশ লায়ন্সরা। সব মিলিয়ে এত তরফা নয়, হাড্ডাহাড্ডি ম্যাচ দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমিরা। 

আত্মবিশ্বাসী টিম ইন্ডিয়া-
প্রথম একদিনের ম্যাচে ব্যাট-বলে অনবদ্য পারফরম্য়ান্স করার পর লর্ডসে দ্বিতীয় ম্য়াচে নামার আগে ফুরফুরে মেজাজে টিম ইন্ডিয়া। তবে প্রথম ম্যাচে ব্রিটিশদের দুর্মুষ করলেও, দল আত্মবিশ্বাসী থাকলেও, জস বাটলারের দলকে কোনওভাবেই হাল্কা নিতে নারাজ ভারতীয় টিম ম্যানেজমেন্ট। তবে দলের পেস অ্যাটাকে জসপ্রীত বুমরা, মহম্মদ শামি, প্রসিদ্ধ কৃষ্ণারা যে ফর্মে রয়েছে তাতে অনেকটা চিন্তামুক্ত কোচ রাহুল দ্রাবিড়। অপরদিকে ব্য়াটিং লাইনআপে রোহিত শর্মা ও শিখর ধওয়ান যেভাবে দায়িত্ব  নিয়ে প্রথম ম্যাচে ব্য়াট করেছে তা সত্যিই তুলনাহীন। দলের অন্যান্য ব্যাটসম্য়ানরাও সুযোগ পেলে নিজেদের সেরাটা উজার করে দেওয়ার জন্য মুখিয়ে রয়েছে। সব মিলিয়ে লর্ডসেই সিরিড জিততে বদ্ধপরিকর টিম ইন্ডিয়া।

Latest Videos

ঘুড়ে দাঁড়ানোর লক্ষ্যে ইংল্য়ান্ড-
প্রথম একদিনের ম্যাচে লজ্জার হারের পর দেশেই সমালোচিত হচ্ছে ইংল্যান্ড দল। প্রাক্তন ক্রিকেটার থেকে ব্রিটিশ মিডিয়া সকলেই সমালোচনা করেছে জস বাটলারের দলের পারফরম্য়ান্সের। এমন পরিস্থিতিতে একদিনের বিরতিতে দ্বিতীয় ম্য়াচ খেলতে নামাটাও খুব কঠিন। কারণ  ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপ প্রথম একদিনের ম্যাচে ধরাশায়ী হয়েছে। পাশাপাশি যে উইকেটে ভারতীয় পেসাররা আগুন ঝরিয়েছে সেই উইকেটে নির্বিষ বোলিং করেছে ইংল্যান্ড  বোলাররা। সেই সকল ভুল একদিনের মধ্যে শোধরানো সত্যিই মুশকিল। তবে দলের অভিজ্ঞ ক্রিকেটারদের উপর ভরসা রেখেই দ্বিতীয় ম্য়াচ জয়ের রণনীতি সাজাচ্ছে ব্রিটিশ লায়ন্সরা। 

ম্য়াচ প্রেডিকশন-
খাতায় কলমে ভারত বনাম ইংল্যান্ডের দুই দলের শক্তির খুব একটা তফাৎ নেই।  কিন্তু প্রথম ম্য়াচে যেভাবে জয় পেয়েছে টিম ইন্ডিয়া তাতে আত্মবিশ্বাস তুঙ্গে রয়েছে। লর্ডসে ইংল্যান্ডকে হারানো কঠিন হলেও ক্রিকেট বিশেষজ্ঞরা এগিয়ে রাখছেন রোহিত শর্মার দলকেই। 

আরও পড়ুনঃবুমরা ছাড়া আর কোন ভারতীয় বোলাররা একটি ওডিআইতে নিয়েছেন ৬টি উইকেট, দেখুন প্রথম ১০-এর তালিকা

আরও পড়ুনঃশুধু বুমরা নয়, ওভালে 'ব্রিটিশ বধ' করে কোন কোন রেকর্ড গড়ল ভারতীয় দল, দেখে নিন এক ঝলকে

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

TMC ছেড়ে কেন BJP-তে শুভেন্দু! আজ নিজেই বলে দিলেন সব | Suvendu Adhikari | Bangla News
'আমি বলছি, আমার নাম করে লিখে রাখুন' ঝাঁঝিয়ে উঠে যা বললেন শুভেন্দু | Suvendu Adhikari
Bangladesh-এ হিন্দুনেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার, মুক্তির দাবিতে Md Yunus-কে হুঁশিয়ারি শুভেন্দুর
বাপ রে! ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে ডাকাতি! আতঙ্কের ছায়া গোটা এলাকায় | Salt Lake Theft News Today
'উপনির্বাচনে জিতে আরও অত্যাচার বাড়াবে TMC' উদ্বেগ প্রকাশ Adhir Ranjan Chowdhury-র