- Home
- Sports
- Cricket
- ওভালে বুমরার আগুনে স্পেলে রেকর্ডের ছড়াছড়ি, জেনে নিন কোন কোন রেকর্ড গড়লেন বুম বুম
ওভালে বুমরার আগুনে স্পেলে রেকর্ডের ছড়াছড়ি, জেনে নিন কোন কোন রেকর্ড গড়লেন বুম বুম
- FB
- TW
- Linkdin
একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে এতদিন জসপ্রীত বুমরার সেরা বোলিং ফিগার ছিল ২০১৭ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ২৭ রান দিয়ে ৫ উইকেট। ১২ জুলাই ইংল্যান্ডেক বিরুদ্ধে ওভালে ১৯ রান দিয়ে ৬ উইকেট নিয়ে নিজেরি কেরিয়ারের সেরা পারফরম্যান্স করলেন।
ইংল্যান্ডের বিরুদ্ধে এক দিনের ক্রিকেটে জীবনের সেরা বোলিং করলেন যশপ্রীত বুমরা। শুধু নিজের নয় ভারতীয়দের মধ্যেও ইংল্যান্ডের মধ্যে সেরার সেরা হয়ে উঠলেন বুমবুম। বুমরার ১৯ রানে ৬ উইকেট ইংল্য়ান্ডের বিরুদ্ধে ভারতীয় বোলারদের সেরা পারফরম্যান্স একদিনের ক্রিকেটে।
মাত্র ১৯ রানে ৬ উইকেট নেওয়ার সুবাদে বুমরা বিশেষ নজির গড়লেন। তিনিই হলেন তৃতীয় ভারতীয় পেস বোলার যিনি বিদেশে এই রেকর্ড গড়লেন। এই তালিকার শীর্ষে রয়েছেন স্টুয়ার্ট বিনি। ২০১৪ সালে তিনি বাংলাদেশের বিরুদ্ধে মাত্র ৪ রানে ৬ উইকেট নিয়েছিলেন। দুই নম্বরে রয়েছেন অনিল কুম্বলে। ১৯৯৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হিরো কাপের ফাইনালে তিনি নিয়েছিলেন ১২ রানে ৬ উইকেট।
মঙ্গলবারের ম্যাচের প্রথম ১০ ওভারের মধ্যেই ৪টি উইকেট তুলে নিলেন বুমরা। ২০০২ সালের পর তৃতীয় ভারতীয় হিসাবে এই কৃতিত্ব দেখালেন তিনি। ম্যাচের প্রথম ১০ ওভারে বুমরার চার শিকার হলেন জেসন রয়, জো রুট, জনি বেয়ারস্টো এবং লিয়াম লিভিংস্টোন।
২০০৩ সালে জোহানেসবার্গে শ্রীলঙ্কার বিরুদ্ধে জাভাগল শ্রীনাথ ম্যাচের প্রথম ১০ ওভারেই ৪ উইকেট নেন। দ্বিতীয় বোলার হিসাবে ভুবনেশ্বর কুমার শ্রীলঙ্কার বিরুদ্ধে ২০১৩ সালে পোর্ট অব স্পেনে এই কৃতিত্ব অর্জন করেন তিনি। এই তালিকায় নাম লেখালেন বুমরা।
বুমরার দাপটে ইংল্যান্ডের ইনিংস শেষ হয়ে যায় ১১০ রানে। ভারতের বিরুদ্ধে এক দিনের ক্রিকেটে এটাই ইংল্যান্ডের সব থেকে কম রানের ইনিংস। এর আগে ২০০৬ সালে জয়পুরে ১২৫ রানে অল আউট হয়ে যায় ইংল্যান্ড। এত দিন পর্যন্ত সেটাই ছিল ভারতের বিরুদ্ধে তাদের সর্বনিম্ন রানের ইনিংস।
বুমরা এ দিন আগুনে বোলিং করে পিছনে ফেলে দিয়েছেন ভারতের প্রাক্তন পেসার আশিস নেহেরাকে। ২০০৩ বিশ্বকাপে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন ভারতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য বাঁহাতি পেসার নেহেরার বোলিংয়ে সে দিন নাভিশ্বাস উঠেছিল ইংল্যান্ড ব্যাটারদের। ২৩ রান দিয়ে সেদিন ৬ উইকেট নিয়েছিলেন নেহেরা। যা এতদিন পর্যন্ত ছিল রেকর্ড। যা মঙ্গলবার ওভালে ভেঙে দিলেন বুমরা।
জসপ্রীত বুমরা হলেন প্রথম ভারতীয় পেস বোলার যিনি ওভালের বাইশ গজে ছয় উইকেট নেওয়ার নজির গড়লেন। মূলত বুমরার দাপটেই ২৫.২ ওভারে ১১০ রান তুলে গুটিয়ে যায় ইংল্যান্ড। ওভালে বুমরার বোলিং মুগ্ধ করেছে গোটা ক্রিকেট বিশ্বকে।