Ind vs Eng T20- ব্রিটিশদের চুনকাম করার লক্ষ্যে টিম ইন্ডিয়া, সম্মান রক্ষা কী করতে পাবে ইংল্যান্ড

ভারত বনাম ইংল্য়ান্ডের টি২০ সিরিজ (India vs England T20 Series)। প্রথম দুটি ম্যাচ দিতে সিরিজ পকেটে রোহিত শর্মার (Rohit Sharma) দলের। তৃতী  জস বাটলারের (Jos Buttler)দলের কাছে সম্মান রক্ষার । 
 

এজবাস্টন টেস্টে হারের জবাব টি২০ সিরিজে দিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট দল। প্রথম টি২০-তে ৫০ ও দ্বিতীয় টি২০ ম্য়াচে ৪৯ রানে জিতে ইতমধ্যেই সিরিজ জয় হয়ে গিয়েছে টিম ইন্ডিয়ার। ৩ ম্য়াচের সিরিজে  ২-০ ব্যবধানে এগিয়ে রোহিত শর্মার দল। রবিবার সিরিজের তৃতীয় ম্য়াচে জস বাটলারের দলের বিরুদ্ধে নামার আগে অনেক বেশি আক্মবিশ্বাসী  ভারতীয় দল। তৃতীয় রিজার্ভ বেঞ্চের বেশি কিছু প্লেয়ারকে খেলাোর সম্ভাবনা রয়েছে। তবে ৩-০ ব্যবধানে হোয়াইট ওয়াশ করার লক্ষ্য নিয়ে নামতে চলেছে ভারত।  অপরদিকে, সিরিজের শেষে ম্যাচে ঘুড়ে দাঁড়াতে ও সম্মান রক্ষা করতে মরিয়া ব্রিটিশ লায়ন্সরা। সিরিজ হাতছাড়া হলেও, শেষ ম্য়াচ জিতে হাসি মুখেই সিরিজ শেষ করাই লক্ষ্য  ইংল্য়ান্ড দলের। 

৩-০ করাই লক্ষ্য টিম ইন্ডিয়ার-
শনি ও রবিবার পরপর দুদিন ম্য়াচ।  তারমধ্যে শনিবার দ্বিতীয় টি২০ ম্য়াচ জিতে সিরিজ জয় হয়ে যাওয়ায় ম্যাাচ শেষেই তৃতীয় ম্যাচে একাধিক পরির্তনের ইঙ্গিত দিয়েছিলেন রোহিত শর্মা। ভারত অধিনায়ক বলেছিলেন,'যে ক্রিকেটাররা বেঞ্চে বসে রয়েছে, অবশ্যই তাদের সুযোগ দিতে চাই'।  ফলে বেশ কিছু পরিবর্তন হওয়াটা প্রায় নিশ্চিৎ। তবে দলের প্রধান শক্তি ও ব্য়ালান্স নষ্ট করতে নারাজ ভারতীয় কোচ রাহুল দ্রাবিড়ও অধিনায়ক রোহিত শর্মা। আরও একবার সুযোগ পেতে পারেন দীপক হুডা, উমরান মালিক, রবি বিষ্ণোইরা। তবে বিরাট কোহলি, সূর্যকুমার যাদব যারা বড় রান পাননি তারা দলে থাকবেন তৃতীয় টি২০ ম্যাচও। অধিনায়ক রোহিত শর্মাও বিশ্রাম নেবেন না বলেই খবর। ইংল্য়ান্ডের বিরুদ্ধে তৃতীয় ম্যাচের আগে আত্মবিশ্বাসী গোটা ভারতীয় দল।

Latest Videos

সম্মান রক্ষার ম্যাচ জিততে মরিয়া ইংল্যান্ড-
টেস্ট ম্যাচ জয়ের পর হুঙ্কার দিয়েছিলেন ইংল্য়ান্ডের সীমিত ওভারের দলের অধিনায়ক জস বাটলার। বলেছিলেন টেস্ট দলের ধারা বজায় রাখবে তার দলও। কিন্তু প্রথম দুই ম্য়াচেই তার ভাবনা কতটা ভুল তা প্রমাণ করে দিয়েছে টিম ইন্ডিয়া। সিরিজ হাতছাড়া হলেও শেষ ম্য়াচ যেনতেন প্রকারে জয় চাইছে ও হোয়াইট ওয়াশ হওয়ার হাত থেকে বাঁচতে চাইছে ইংল্যান্ড দল। তবে ব্যাটিং লাইনআপে একমাত্র মঈন আলি ছাড়া জেসন রয়, জস বাটলার, ডেভিড মালান, লিয়াম লিভিংস্টোনদের চেনা ছন্দে না থাকা চিন্তায় রেখেছে ব্রিটিশ টিম ম্যানেজমেন্টকে। তবে বোলিং লাইনে ক্রিস জর্ডান ও রিচার্ড গ্লেসনেপ ফর্ম ভরসা দিচ্ছে দলকে। তৃতীয়  ম্যাচের নামা আগে অনুশীলনে ভুল-ত্রুটি শুধরে নেওয়ার চেষ্টা করেছে ইংল্য়ান্ড। তৃতীয় ম্যাচে সেরাটা দিতে মুখিয়ে জস বাটলারের দল।

ম্যাচ প্রেডিকশন-
ভারতীয় দল প্রথম দুটি ম্যাচে ইংল্যান্ড দলকে ব্যাটিং-বোলিং সব বিভাগেই মাত দিয়েছ। সিরিজ ২-০ থাকায় আত্মবিশ্বাসও তুঙ্গে রয়েছে রোহিত শর্মার দলের। ফলে আজকেরর ম্য়াচেও টিম ইন্ডিয়াকেই এগিয়ে রাখছে ক্রিকেট বিশেষজ্ঞরা।

আরও পড়ুনঃফের ভারতীয় ক্রিকেট দলের 'অন্দরে' এমএস ধোনি, ব্য়াপারটা কী

আরও পড়ুনঃসব জল্পনার অবসান, নিজের কেরিয়ারের দ্বিতীয় ইনিংস শুরু করলেন ঋদ্ধিমান সাহা

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today
‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar
New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল
‘West Bengal-এ জঙ্গিদের সরকারের মুখোশ Mamata Banerjee’ Suvendu Adhikari-র ঝাঁঝালো তোপ মমতাকে
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের