ফের হাফ সেঞ্চুরি বিরাটের, ফর্মে ফিরলেন রোহিত, বড় স্কোর ভারতের

Published : Oct 27, 2022, 02:14 PM ISTUpdated : Oct 27, 2022, 02:22 PM IST
ফের হাফ সেঞ্চুরি বিরাটের, ফর্মে ফিরলেন রোহিত, বড় স্কোর ভারতের

সংক্ষিপ্ত

এবারের টি-২০ বিশ্বকাপের প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে বড় রান না পেলেও, নেদারল্যান্ডসের বিরুদ্ধে অর্ধশতরান করলেন অধিনায়ক রোহিত শর্মা। ফের ব্যর্থ ওপেনার কে এল রাহুল।

টি-২০ বিশ্বকাপে বিরাট কোহলির অসাধারণ ফর্ম অব্যাহত। পরপর দুই ম্যাচে দলের প্রয়োজনের মুহূর্তে রান পেলেন তিনি। পাকিস্তানের বিরুদ্ধে কঠিন পরিস্থিতি থেকে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছিলেন। বৃহস্পতিবার নেদারল্যান্ডসের বিরুদ্ধেও কে এল রাহুল দ্রুত আউট হয়ে যাওয়ার পর ৩ নম্বরে ব্যাট করতে নেমে অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে মিলে দলকে ভাল জায়গায় পৌঁছে দিলেন বিরাট। প্রথমে রোহিত ও তারপর সূর্যকুমার যাদবের সঙ্গে জুটি গড়ে দলকে বড় স্কোরে পৌঁছে দিলেন বিরাট। নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ১৭৯ রান করল ভারত। ওপেনার কে এল রাহুল ফের ব্যর্থ। তিনি করেন মাত্র ৯ রান। অপর ওপেনার রোহিত ৩৯ বলে ৫৩ রান করেন। বিরাট ৬২ ও সূর্যকুমার ৫১ রানে অপরাজিত থাকেন। নেদারল্যান্ডসের কোনও বোলারই বিরাট, রোহিত ও সূর্যকুমারকে বিব্রত করতে পারেননি। তাঁরা সাবলীলভাবে ব্যাটিং করেন। কিন্তু রাহুলের অফফর্ম ভারতের টিম ম্যানেজমেন্টকে চিন্তায় রাখছে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্সের পর সাময়িক বিরতি রোহিত-কোহলির, এবার নজর ঘরোয়া ক্রিকেটে
পলাশ মুচ্ছলের সঙ্গে বিয়ে ভেঙে গিয়েছে! অবশেষে নীরবতা ভাঙলেন স্মৃতি মান্ধানা