নায়কের প্রত্যাবর্তন,বিরাট-আবেগ ছুঁয়ে গেল গোটা দলকে

পাকিস্তানের বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপে বরবারই ভাল খেলেন বিরাট কোহলি। রবিবার মেলবোর্নেও ব্যতিক্রম হল না। ভারতকে জিতিয়ে মাঠ ছাড়লেন বিরাট।

৭ রানে প্রথম উইকেট পড়ার পর ক্রিজে এসেছিলেন। স্কোরবোর্ডে আর মাত্র ৩ রান যোগ হতে না হতেই ফের উইকেট গেল। দলের ২৬ রানের মাথায় পড়ল তৃতীয় উইকেট। তারপর ৩১ রান হতেই আরও একটি উইকেট পড়ল। পাকিস্তানের বোলাররা তখন ২২ গজে যেন আগুন ছোটাচ্ছেন। গ্যালারিতে ভারতীয় সমর্থকরা হতাশায় মাথায় হাত দিয়ে বসে পড়েছেন। তাহলে কি পরপর দু'বার টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের কাছে হারতে হবে! ভারতীয় দলের অন্তত দু'জন ক্রিকেটার কিন্তু কখনও এই আশঙ্কাকে মনে ঠাঁই দেননি। তাঁদের একজন ক্রিজে এসে উল্টোদিকে পরপর উইকেট পড়তে দেখা বিরাট কোহলি এবং অপরজন চতুর্থ উইকেট পড়ার পর ক্রিজে আসা হার্দিক পান্ডিয়া। এই দুই ক্রিকেটারকেই তো তীব্র সমালোচনার শিকার হতে হয়েছে। বিরাট বেশ কিছুদিন ধরে বড় রান না পাওয়ায় প্রশ্নের মুখে পড়েছেন। অন্যদিকে, হার্দিকের মানসিকতা নিয়ে বারবার কাটাছেঁড়া হয়েছে। কিন্তু যাঁরা প্রতিভাবান, তাঁরা তো সাধারণের থেকে আলাদা হবেনই। বিরাট, হার্দিকও তেমনই। ক্রিজে এসেই বিরাটকে তাতিয়ে দিলেন হার্দিক। তিনি বারবার বলতে থাকলেন, শেষপর্যন্ত টিকে থাকতে পারলে ১৬০ রান তুলে জয় পাওয়া কঠিন হবে না। শুরুতে দুই ব্যাটারই ধৈর্য ধরে খেলছিলেন। উইকেট বাঁচানোই তখন মূল লক্ষ্য ছিল। আস্কিং রেট বেড়ে চললেও তাঁরা স্নায়ুর চাপে ভোগেননি। হাত খুলে মারার জন্য উপযুক্ত মুহূর্তের অপেক্ষায় ছিলেন। ১২ নম্বর ওভারে বল করতে আসেন মহম্মদ নওয়াজ। মার শুরু করার জন্য এই ওভারটাকেই বেছে নেন বিরাট-হার্দিক। তাঁরা এই ওভারে নেন ২০ রান। এই ওভারটাই ম্যাচের রং বদলে দেয়। এরপর আর ভারতের জয় আটকাতে পারেনি পাকিস্তান।


ম্যাচ শেষ হওয়ার পর দেখা যায় অসাধারণ দৃশ্য। দলকে জিতিয়ে ড্রেসিংরুমে ফিরে গিয়েছিলেন বিরাট। তখনও প্যাড খোলেননি। সেই অবস্থাতেই মাঠে ফেরেন। তিনি যখন মাঠে ঢুকছেন, তখন দলের বাকিরা ড্রেসিংরুমের দিকে যাচ্ছেন। বিরাটকে সামনে পেয়ে প্রথমই জড়িয়ে ধরেন কোচ রাহুল দ্রাবিড়। এরপর একে একে অধিনায়ক রোহিত শর্মা, অক্ষর প্যাটেল, ঋষভ পন্থ সহ দলের বাকি সদস্যরা বিরাটকে আলিঙ্গন করে অভিনন্দন জানান। বিরাটকে দেখে গ্যালারি তখন উত্তাল, সবাই আবেগতাড়িত। আসলে সবাই তো চাইছিলেন বিরাট ফর্মে ফিরুন, ফের দেশকে জেতান। নায়কোচিত প্রত্যাবর্তনের জন্য উপযুক্ত মঞ্চকেই বেছে নিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক। ভারত-পাকিস্তান ম্যাচের চেয়ে বড় কিছু তো হয় না। বড় ক্রিকেটাররা তো এসব ম্যাচেই নিজের সেরাটা বের করে আনেন। বিরাট সেটাই করলেন।

Latest Videos

আরও পড়ুন-

ব্যাটে-বলে লড়াই হার্দিকের, বিরাটের মহান ইনিংস, অবিশ্বাস্য জয় ভারতের 

 

এটাই তোমার জীবনের সেরা ইনিংস, বিরাটের প্রশংসায় সচিন 

 

দক্ষতা-অভিজ্ঞতা দিয়ে আনলেন জয়, এটাই সেরা ইনিংস, বললেন বিরাট

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

প্রয়াগে ডুব দিয়ে পবিত্র স্নান সারলেন যোগী আদিত্যনাথ | CM Yogi | Prayagraj | Mahakumbh 2025 |
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury