
২২ গজে ভারত বনাম পাকিস্তান (India vs Pakistan) 'মহারণ'। এই ম্য়াচের উন্মাদনা ও উত্তেজনা যে অন্য যে কোনও ক্রিকেট ম্য়াচের থেকে অনেক গুন বেশি তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। বিশ্বের যে কোনও প্রান্তেই মুখোমুখি হোক দুই চিরপ্রতীদন্দ্বী দেশ সেখানে উন্মাদনা, উত্তেজনা, আগ্রহ কোনও কিছুরই কমতি থাকে না। তা আরও একবার প্রমাণ হল ২০২২ টি২০ বিশ্বকাপ ভারত বনাম পাকিস্তানের টিকিট বিক্রিকে কেন্দ্র করেষ সোমবার থেকে অস্ট্রেলিয়ায় আয়োজিত টি২০ বিশ্বাকাপ ২০২২ (T20 World Cup 2022) -এর অনলাইনে টিকিট বিক্রি শুরু করা হয়। আর সেখানে মুহূর্তের মধ্যে হাওয়ার মত উড়ে গেল মেগা ম্য়াচে সব টিকিট। মাত্র ৫ ঘণ্টার কিছু বেশি সময়ের মধ্য়েই শেষে হয়ে যায় রোহিত শর্মা (Rohit Sharma) বনাম বাবর আজমের (Babar Azam)দলের দ্বৈরথের টিকিট।
২০২২ সালে টি২০ বিশ্বকাপের আয়োজক দেশ অস্ট্রেলিয়া। ২৩ অক্টোবর পাকিস্তানের বিরুদ্ধে ম্য়াচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে হবে এই মেগা ম্য়াচ। এক লক্ষ্য দর্শক আসন সংখ্যা বিশিষ্ট এই মাঠে ভারত-পাক দ্বৈরথ যে আলাদা মাত্রা পাবে তা সকলেরই জানা। বাণিজ্যিক কারণ এবং জনপ্রিয়তার জন্যে এই মাঠেই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের ম্যাচ রেখেছে আইসিসি। সোমবার সকাল সাড়ে ছ’টা থেকে টিকিট বিক্রি শুরু হয়। এগারোটার কিছুক্ষণ পরেই সব শেষ। ৬০ হাজার টিকিট ছাড়া হয়েছিল সাধারণ মানুষের জন্য। সব বিক্রি হয়ে গিয়েছে। টিকিট না পেয়ে হতাশ অনেক ক্রিকেট প্রেমিরা। অনেকেই নাম উইশলিস্ট করে রেখেছেন, যদি কেউ টিকিট বাতিল করে তখন তারা টিকিট পাওয়ার সুযোগ পাবেন।
প্রসঙ্গত, আইসিসির সূচি অনুযায়ী ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team) রয়েছে গ্রুপ বি-তে। গ্রুপে রয়েছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, বি-১, এ-২। ২০২২ সালের টি২০ বিশ্বকাপে প্রথম ম্যাচে টিম ইন্ডিয়া মুখোমুখি হবে চিরপ্রতীদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে। ২০২১ সালেও ঠিক তাই হয়েছিল। টিম ইন্ডিয়া দ্বিতীয় ম্যাচ খেলবে ২৭ অক্টোবর। প্রতিপক্ষ প্রথম রাউন্ড থেকে যোগ্যতা অর্জন করা গ্রুপ এ-র দুই নম্বর দল। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে হবে এই ম্যাচ। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সুপার ১২ রাউন্ডের তৃতীয় ম্য়াচ ভারতীয় দল খেলবে ৩০ অক্টোবর। ২ নভেম্বর ভারত বনাম বাংলাদেশ ম্যাচ হবে অ্যাডিলেড ওভালে। আর ৬ নভেম্বর মেলবোর্নে গ্রুপ-বি-র যোগ্যতা অর্জনকারী শীর্ষে থাকা দলের মুখোমুখি হবে ভারত।