জোহানেসবার্গে (Johannesburg) ভারত বনাম দক্ষিণ আফ্রিকার (India vs South Africa) দ্বিতীয় টেস্ট। প্রথম ইনিংসে ২০২ রানে অলআউট টিম ইন্ডিয়া (Team India)। দ্বিতীয় দিনে লাঞ্চের আগে ৩ উইকেট হারাল ডিন এলগারের (Dean Elgar) দল।
জমে উঠেছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার (India vs South Africa) দ্বিতীয় টেস্ট। ভারতের প্রথম ইনিংসে ২০২ রানের জবাবে জোহানেসবার্গে (Johannesburg) দ্বিতীয় দিনের শুরুটা ভালোই করেছিল দক্ষিণ আফ্রিকা। অধিনায়ক ডিন এলগার (Dean Elgar) ও কেগান পিটারসেনের (Keegan Petersen) পার্চনারশিপ একটা সময় পর্যন্ত ভারতীয় দলের কাছে চিন্তার কারণ হয়ে উঠেছিল। দুজনে মিলে ৭৪ রানের পার্টনারশিপ গড়ে লড় রানের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি দলকে। নিজের অর্ধশতরান পূরণ করেন পিটারসেন। কিন্তু সেই পার্টনারশিপ ভাঙেন শার্দুল ঠাকুর (Shardul Thaakur)। শুধু তাই নয় ম্যাচে লাঞ্চের আগে একাই তিন উইকেট নিয়ে ভারতীয় দলকে ম্য়াচে ফেরান ঠাকুর। ফের একবার ভারতীয় দলের হয়ে 'ঠাকুরের' ভূমিকা পালন করেন শার্দুল। মধ্যাহ্ন বিরতি পর্যন্ত দক্ষিণ আফ্রিকার স্কোর ১০২ রানে ৪ উইকেট। ভারতীয় দলের থেকে এখনও ১০০ রান পিছিয়ে রয়েছে প্রোটিয়ারা।
দ্বিতীয় দিনে ৩৫ রানে ১ উইকেট থেকে খেলা শুরু করেছিল দক্ষিণ আফ্রিকা। প্রথম দিন আইডেন মার্করামকে প্যাভেলিয়নে ফেরত পাঠিয়েছিলেন মহম্মদ শামি। ১৪ রানে প্রথম উইকেট পড়েছিল প্রোটিয়াদের। দ্বিতীয় দিনের শুরু থেকেই খুব ধৈর্য সহকারে দলের ইনিংস এগিয়ে নিয়ে যাচ্ছিলেন ডিন এলগার ও কেগান পিটারসেন। প্রোটিয়া অধিনায়ক রক্ষণাত্মক ব্যাটিং করলেও, অপরদিক থেকে স্কোরবোর্ড চালিয়ে যান পিটারসেন। নিজেদের অর্ধশতরানের পার্রটনারশিপও পূরণ করনে দুজনে। দ্বিতীয় উইকেটে যেভাবে ইনিংস এগিয়ে নিয়ে যাচ্ছিন এলগার ও পিটারসেন তাতে কপালে চিন্তার ভাঁজ ক্রমশ চওড়া হচ্ছিব কেএল রাহুলের। বেশ কিছু অনবদ্য শটও খেলেন দুই প্রোটিয়া ব্য়াটসম্যান। নিজের অর্ধশতরানও পূরণ করেন কেগান পিটারসেন।
এলগার ও পিটারেন জুটি যখন মাথা ব্য়াথার কারণ হয়ে দেখা দিচ্ছিল ভারতীয় দলের কাছে তখনও ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হন শার্দুল ঠাকুর। ৭৪ রানেরপার্টনারশিপ করার পর ভাঙে জুটি। ৮৮ রানে দ্বিতীয় উইকেট পড়ে দক্ষিণ আফ্রিকার। শার্দুলের বলে ২৮ রানে করে আউট হন এলগার। একবার পার্টনারশিপ ভাঙতেই পরের দুটি উইকেট পেতে বেশি প্রতীক্ষা করতে হয়নি ভারতকে। দলের ১০১ রানে তৃতীয় উইকেট পড়ে দক্ষিণ আফ্রিকার। ব্যক্তিগত ৬২ রান করে শার্দুল ঠাকুরের দ্বিতীয় শিকার হন কেগান পিটারসেন। ১০৪ রানে চতুর্থ উইকেট পড়ে আয়োজক দেশের। মাত্র ১ রান করার পরই ভ্যান ডার ডুসেনকে প্যাভেলিয়নের রাস্তা দেখান শার্দুল ঠাকুর। পরপর তিন উইকেট হারিয়ে চাপে দক্ষিণ আফ্রিকা।লাঞ্চের পর নতুন উদ্যম নিয়ে শুরু করবে ভারতীয় দল।