IND VS SA TEST: সেঞ্চুরিয়নে বাধা বৃষ্টি, ভেস্তে গেল প্রথম সেশনের খেলা

সেঞ্চুরিয়নে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্ট। বৃষ্টির জন্য শুরু করা গেল না দ্বিতীয় দিনের খেলা। ৩টের সময় মাঠ পরিদর্শন করবেন আম্পায়ররা। প্রথম দিনের শেষে ভারতের স্কোর ২৭২ রানে ৩ উইকেট। 

স্থানীয় হাওয়া অফিসের পূর্বাভাস আগেই দিয়েছেল। সেই মতই সেঞ্চুরিয়েনে (Centurion)  ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (India vs South Africa) সিরিজের প্রথম টেস্টের দ্বিতী দিনের খেলা নির্ধাতির সময়ে শুরু করা গেল না। ফলে প্রথম সেশনের খেলা ভেস্তে যায়। সোমবার সকাল থেকেই আকাশের মুখ ভার। সকাল থেকে বৃষ্টি চলেছে সেঞ্চুরিয়নে। লাগাতার বৃষ্টির ফলে মাঠের আউট  ফিল্ডে জল জমতেও দেখা যায়। তবে পিচ ভালোভাবে ঢাকা রয়েছে।  ফলে বৃষ্টি  কমলে মাঠের ড্রেনেজ ব্যবস্থা উন্নত হওয়ায় খেলা শুরু করতে বেশি সময় লাগার কথা নয়। শেষ পাওয়া খবর অনুযায়ী বৃষ্টি থেমেছে সেঞ্চুরিয়নে। তবে  মাঠ এখনও ভিজে রয়েছে। সুপার সপার মাঠ থেকে জল তুলে ফেলার কাজে ব্যস্ত রয়েছে। ভারতীয় সময় দুপুর ৩টেয় মাঠ পরিদর্শন করবেন আম্পায়াররা। পিচ ও মাঠের পরিস্থিতি খতিয়ে দেখে পরবর্তী সিদ্ধান্ত জানাবেন আম্পায়াররা। আধ ঘণ্টা এগিয়ে ৩টের সময়েই নেওয়া হবে লাঞ্চের বিরতি।

 

Latest Videos

 

স্থানীয় আবহাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী, প্রথম দিন বৃষ্টির কোনও সম্ভাবনা না থাকলেও, দ্বিতীয় দিন সোমবার সকালে থেকেই আকাশ মেঘাচ্ছন্ন থাকবে বলে জানানো হয়েছিল। প্রথম সেশন চলাকালীন বৃষ্টি হতে পারে সেই কথাও বলা হয়েছিল। তবে পরের দিকে আকাশ কিছুটা পরিষ্কার হবে ও বৃষ্টি কমবে,মাঝে হালকা বৃষ্টি হতে পারে। তবে খেলা পুরো বিঘ্নিত হবে না। তৃতীয় দিন অর্থাৎ বুধবারও প্রথম সেশনে বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা তারপরও আকাশ মেঘাচ্ছন্ন থাকবে বলে জানানো হয়েছে হাওয়া অফিসের তরফে। দ্বিতীয় ও তৃতীয় দিন প্রথম সেশনের খেলা বৃষ্টির থাকলেও,চতুর্থ ও পঞ্চম দিন আকাশ সম্পূর্ণ পরিষ্কার থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। কিন্তু সেঞ্চুরিয়নে দ্বিতীয় ও তৃতীয় দিন এমন পরিবেশ থাকলে ব্য়াটসম্য়ানদের বদ্ধভূমি হয়ে উঠবে। বোলাররা অনেক বেশি সুইং ,পেস ও বাউন্স পাবে। ফলে বোলারদের স্বর্গরাজ্য হয়ে উঠবে। 

 

 

প্রসঙ্গত, বক্সিং ডে টেস্টে টসে জিতে ব্য়াটিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli)। ওপেনিং করতে নেমে দুরন্ত শুরু করেন দুই ব্যাটসম্য়ান কেএল রাহুল ও (KL Rahul) মায়াঙ্ক আগরওয়াল (Mayanak Agarwal)। প্রথম উইকেটে শতরানের পার্টনারশিপও করেন তারা। অর্ধশতরান করেন মায়াঙ্ক আগরওয়াল। ব্যক্তিগত ৬০ রানে আউট হন মায়াঙ্ক। ব্য়াট হাতে  ব্যর্থ হন চেতেশ্বর পুজারা। শূন্য রান করে আউট হন তিনি। অপরদিকে নিজের ইনিংস চালিয়ে যান রাহুল। তাকে ৩৫ রান করে সঙ্গত দেন বিরাট কোহলি। বিরাট আউট হওয়ার পর রাহুলের সঙ্গে ইনিংস এগিয়ে নিয়ে যায় রাহানে। নিদের অর্ধশকরান ও শতরানও পূরণ করেন কেএল রাহুল। প্রথম দিনের শেষে ভারতের স্কোর ছিল ২৭২ রানে ৩ উইকেট। ১২২ রানে অপরাজিত রয়েছেন কেএল রাহুল ও ৪০ রানে অপরাজিত রয়েছেন অজিঙ্কে রাহানে। 
 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Malda-র রাস্তায় সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচি! সচেতনার বার্তা র‍্যালির মাধ্যমে
RG Kar Case Update Today : চাইলেন না চরম শাস্তি! মোক্ষম চাল দিলো অভয়ার পরিবার | Calcutta High Court
এবার আগুনের গ্রাসে অন্য এলাকা! পুড়ছে স্যান দিয়েগো কাউন্টির একাধিক অংশ San Diego fire | Wildfires
Suvendu on Kartik Maharaj : কেন পদ্মশ্রী পাচ্ছেন কার্তিক মহারাজ? খোলসা করে সবটাই বললেন শুভেন্দু
Suvendu on Trump : ডোনাল্ড ট্রাম্পের প্রশংসায় পঞ্চমুখ শুভেন্দু অধিকারী, কারন জানলে অবাক হবেন