
ওয়েস্ট ইন্ডিজকে (West Indies) হোয়াইট ওয়াশ করার পর শুরু হল টিম ইন্ডিয়ার (Team India) মিশন শ্রীলঙ্কা (Sri Lanka)। ৩ ম্য়াচের টি২০ সিরিজের প্রথম ম্য়াচে লখনউতে প্রথম ম্য়াচে মুখোমুখি হতে চলেছে রোহিত শর্মা (Rohit Sharma) ও দাসুন সানাকার (Dasun Shanaka) দল। এই সিরিজে বিরাট কোহলি, কেএল রাহুল, ঋষভ পন্থরা নেই। পাশাপাশি চোটের কারণে দল থেকে ছিটকে গিয়েছেন দাপক চাহার, সূর্যকুমার যাদবরা।তারপরও সিরিজে ভারতীয় দল আত্মবিশ্বাসী হলেও লড়াইটা আগের থেকে একটু কঠিন হবে বলেই মনে করছেন ক্রিকে বিশেষজ্ঞরা। তবে জয় দিয়ে সিরিজ শুরুর করতে মরিয়া রোহিত ব্রিগেড। লড়াই দিতে প্রস্তুত লঙ্কান লায়ন্সরা।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ দুটি টি২০ ম্য়াচেও টস ভাগ্য সাথ দেয়নি রোহিত শর্মার। শ্রীলঙ্কার বিরুদ্ধেও সিরিজের প্রথম ম্য়াচে একই চিত্র। প্রথম ম্য়াচে টস জিতলেন লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক। দলে একাধিক স্পিনার থাকায় সন্দার দিকে বোলারদের সুবিধার জন্য এবং রাতের দিকে ব্য়াটিং করার সময় যাতে ব্য়াটসম্যানরা সুবিধা পায় তাই এমন সিদ্ধান্ত নিয়েছেন দাশুন সানাকা। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টি২০ ম্য়াচে ভারতীয় দলে একাধিক পরিবর্তন হয়েছে। দলে সুযোগ পেয়েছেন সঞ্জু স্যামসন, দীপক হুডা। এছাড়া দলে কামব্য়াক করেছেন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। পেস বোলিং লাইনআপে ফিরেছেন জসপ্রীত বুমরা। দলের সহ অধিনায়কও তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ ম্য়াচে বিশ্রাম নেওয়ার পর দলে ফিরেছেন ভুবনেশ্বর কুমার।
শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টি২০ ম্য়াচে ভারতীয় দলের প্রথম একাদশের ব্য়াটিং লাইনআপে রয়েছেন রোহিত শর্মা, ইশান কিশান, সঞ্জু স্যামসন, শ্রেয়স আইয়র। দলের অল রাউন্ডারের ভূমিকায় খেলছেন রবীন্দ্র জদেজা, ভেঙ্কটেশ আইয়র, দীপক হুডা। দলের বোলিং লাইনআপে রয়েছেন হার্শল প্য়াটেল, জসপ্রীত বুমরা, ভুবনেশ্বর কুমার, যুজবেন্দ্র চাহল। অপরদিকে শ্রীলঙ্কা দলের প্রথম একাদশে রয়েছেন পাথুম নিশাঙ্কা, কামিল মিশারা, চারিথ আসালাঙ্কা, জানিথ লিয়াঙ্গে, দীনেশ চান্দিমল, দাসুন শানাকা, চামিকা করুণারত্নে, দুশমান্তা চামিরা, জেফিরি ভ্য়ান্ডারসে, প্রবীণ জয়াউইকরামা, লাহিরু কুমারা।
প্রসঙ্গত, দুই দলেই রয়েছে বেশ কিছু সমস্যা। কিন্তু শেষ সিরিজে যেখানে ভারত হোয়াইট ওয়াশ করেছে ওয়েস্ট ইন্ডিজকে, সেখানে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ হেরে ভারতে এসেছে শ্রীলঙ্কা। ফলে আত্মবিশ্বাসের দিক থেকে অনেকটাই এগিয়ে টিম ইন্ডিয়া। দলে একাধিক ক্রিকেটার না থাকলেও শ্রীলঙ্কার থেকে শক্তির বিচারে এগিয়ে রাখতেই হচ্ছ টিম ইন্ডিয়া। আর ঘরের মাঠে ভারতকে হারানো যথেষ্ট কটিন। সব মিলিয়ে ক্রিকেট বিশেষজ্ঞদের মতে প্রথম টি২০ ম্য়াচে অনেকটাই এগিয়ে রোহিত শর্মার দল।