দলে তিন স্পিনার, বিরাট-রোহিতের মাইলস্টোন টেস্টে টস জিতে ব্য়াটিং করছে ভারত

ভারত বনাম শ্রীলঙ্কা (India vs Sri Lanka) টেস্ট সিরিজ (Test Series)। শুক্রবার মোহালিতে (Mohali) মাঠে নামছে রোহিত শর্মা (Rohit Sharma) ও দিমুথ করুণারত্নের (Dimuth Karunaratne) দল। এই ম্য়াচ বিরাট কোহলির (Virat Kohli) টেস্ট কেরিয়ারের শততম টেস্ট। জয় দিয়ে সিরিজ শুরু করা লক্ষ্য টিম ইন্ডিয়া (Team India)।
 

অবশেষে প্রতীক্ষার অবসান মোহোলিতে শুরু হল ভারত বনাম শ্রীলঙ্কার (India vs Sri Lanka) মাইলস্টোন টেস্ট ম্য়াচ। দুটি কারণে এই টেস্ট ম্য়াচ ঐতিহাসিক। একদিকে কেরিয়ারের শততম টেস্ট ম্য়াচ খেলতে নামছেন বিরাট কোহলি (Virat Kohli)। যেই কারণে ইতিমধ্যেই ক্রিকে প্রেমিদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। শততম টেস্ট ম্য়াচ খেলতে নামার আগে শুভেচ্ছার জোয়ারে ভেসেছেন বিরাট কোহলি। সচিন-সৌরভ-দ্রাবিড়-লক্ষ্মণরা শুভেচ্ছা জানিয়েছেন বিরাটকে। অপরদিকে, ভারত অধিনায়ক হিসেবে রোহিত শর্মার (Rohit Sharma)কাছে এই ম্য়াচ স্মরণীয়। কারণ প্রথমবার ভারতীয় টেস্ট দলের (Indian Test Team)অধিনায়কত্ব করবেন রোহিত শর্মা। ফলে বিরাটের শততম টেস্ট ও রোহিতের অধিনায়ক হিসেবে প্রথম টেস্ট ম্য়াচ জয় দিয় আরও স্মরমীয় করে রাখাই লক্ষ্য টিম ইন্ডিয়ার। 

প্রথম টেস্টেই টস ভাগ্য সাথ দিল রোহিত শর্মার। মোহালিতে শ্রীলঙ্কারবিরুদ্ধে টসে জিতে ব্য়াটিমং করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় দল। চতুর্থ ইনিংসে এই পিচ স্পিনাদের স্বর্গরাজ্য  হয়ে ওঠে সেই কারণেই টস জিতে ব্য়াটিংয়ের সিদ্ধান্ত নিতে কোনও দেরি করেননি রোহিত। এই ম্য়াচে অজিঙ্কে রাহানে ও চেতেশ্বর পুজারা না থাকায় ভারতীয় দলের মিডল অর্ডারে সুযোগ পেয়েছেন শ্রেয়স আইয়র ও হনুমা বিহারি। এছাড়া ম্য়াচে তিন স্পিনার নিয়ে খেলছে ভারতীয় দল। রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা ও জয়ন্ত যাদব। দলে দুই পেসার মহম্মদ শামি ও জসপ্রীত বুমরা। এছাড়া রোহিতের সঙ্গে ওপেন করবেন মায়াঙ্ক আগরওয়াল। বিরাট কোহলির খেলবেন নিজের জায়গা চার নম্বরে। উইকেটে রক্ষক ঋষভ পন্থ। 

Latest Videos

 

 

শ্রীলঙ্কা দলের প্রথম একাদশের ব্য়াটিং লাইনআপে রয়েছেন দিমুথ করুণারত্নে, লাহিরু থিরিমানে, পাথুম নিশাঙ্কা, চারিথ আসালঙ্কা। দলে অলরাউন্ডারের ভূমিকায় রয়েছেন ধনঞ্জয়া ডি সিলভা, অ্য়াঞ্জেলো ম্যাথিউস। উইকটে রক্ষক হিসেবে খেলছেন নিরোসান ডিকওয়ালা। শ্রীলঙ্কা দলের বোলিং লাইনআপে রয়েছেন লাসিথ এমবুলদেনিয়া, সুরাঙ্গা লাকমল, বিশ্ব ফার্নান্ডো ও লাহিরু কুমারা।

 

 

মোহালির পিচ রিপোর্ট-
এই মাঠে মোট ১৩টি টেস্ট খেলা হয়েছে। যার মধ্যে ভারত সাতটি জিতেছে, একটিতে হেরেছে এবং পাঁচটি ড্র হয়েছে। মোহালির পিচ প্রাথমিক ওভারগুলিতে পেসারদের সহায়তা দেয়, তবে খেলা চলার সাথে সাথে এটি সামগ্রিকভাবে স্পিনারদের সমর্থন করে। এই মাঠে প্রথম ইনিংসে গড় স্কোর ৩৫৫ রান, যেখানে ৪র্থ ইনিংসের স্কোর মাত্র ১২৯ রান। 

প্রসঙ্গত, টি২০ সিরিজে শ্রীলঙ্কা দলকে ৩-০ ব্যবধানে হারিয়েছে ভারতীয় ক্রিকেট দল। টেস্টেও দুই দলের শক্তির বিচারে অনেকটাই এগিয়ে ভারতীয় দল। তবে মোহালির ক্ষেত্রে পিচও বড় ভূমিকা নিতে পারে। কারণ শেষ ইনিংসে মোহালির পিচ স্পিনারদের স্বর্গরাজ্য হয়ে ওঠে। তবে রোহিত শর্মার দলকেই এগিয়ে রাখছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। 

 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

জঙ্গি গ্রেফতারে কড়া বার্তা মিঠুনের | Mithun Chakraborty #shorts #mithunchakraborty #shortsvideo
Viral Video! আবাসের টাকা ঢুকতেই বাড়ি বাড়ি গিয়ে কাটমানি চাইছেন TMC কর্মী | Murshidabad Latest News
প্রেমের আড়ালে লক্ষাধিক টাকা লুঠ! প্রতারণার নেপথ্যে চাঞ্চল্যকর কাহিনি | South 24 Parganas News Today
ফিরহাদকে কড়া ডোজ দিলেন শুভেন্দু | Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari #shortsfeed
ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today