গ্রাউন্ডসম্যানদের ভুলে ভিজে পিচ, ভারত-শ্রীলঙ্কা প্রথম টি-২০ ম্য়াচ বাতিল

  • ২০ ওভারের না হলেও ঠিক হয়েছিল ম্য়াচ হবে ৫ ওভারের
  • গ্রাউন্ডসম্যানদের অসাবধানতার জন্য বাতিল হয়ে গেল ম্য়াচ
  •  কভার সরানোর সময় পিচে পড়ে গেল জল
  • শেষে আউটফিল্ড শুকিয়ে গেলেও পিচ ভিজে থাকায় ম্যাচ বাতিল


২০ ওভারের না হলেও ঠিক হয়েছিল ম্য়াচ হবে ৫ ওভারের। কিন্তু গ্রাউন্ডসম্যানদের অসাবধানতার জন্য বাতিল হয়ে গেল ভারত-শ্রীলঙ্কা প্রথম টি-২০ ম্য়াচ।

রবিবার প্রথম থেকেই বৃষ্টির জন্য ম্যাচ বাতিল হওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে। টসের পরেই গুয়াহাটিতে প্রবল বৃষ্টি শুরু হওয়ায় ভারত-শ্রীলঙ্কা প্রথম টি২০ শুরু করা যায়নি। দু'বার মাঠ ঘুরে দেখেও ম্য়াচের ঝুঁকি নেননি আম্পায়াররা। এক সময় ২০ ওভারের না হলেও ১০ বা ৫ ওভারে ম্যাচ খেলানোর কথা ভাবেন আম্পায়াররা। কিন্তু ততবারই আবার বৃষ্টি প্রবল বেগে শুরু হয়।

Latest Videos

৯টার সময় মাঠ পরিদর্শন করেও খেলা শুরু করা যায়নি। আবার ৯.৩০-এ মাঠ পরিদর্শন করার পরই সিদ্ধান্ত নেওয়া হয় ম্যাচ বাতিলের। যদি ৯.৪৫-এ খেলা শুরু করা যেত তা হলে ৫-৫ ওভারের খেলা হতো। কিন্তু সেটাএও সম্ভব হয়নি। শেষে হতাশা নিয়েই ফিরতে হয়েছে দর্শকদের। জানা গেছে, সময় অসাবধানতাবশত পিচের উপর বাড়তি জল গড়িয়ে পড়ায় ৫ ওভারের ম্য়াচও করা যায়নি।

এদিন বৃষ্টি থামলে পিচের উপর থেকে কভার তোলার সময় ভুল করে বসেন মাঠের কর্মীরা। কভার থেকে জল গড়িয়ে পড়ে পিচে। আউটফিল্ড শুকনো করা গেলেও শেষ পর্যন্ত পিচ ভিজে স্পটগুলিকে শুকনো করা যায়নি৷ যার জেরেই হতাশ হতে হয়েছে দর্শকদের। শেষে নিজে এসে পিচের খবর নেন বিরাট কোহলি। কিন্তু পিচের কিছু ভিজে স্পট হতাস করে তাঁকে। শেষে প্য়াভিলিয়নে ফিরে যান  তিনিও। সোশ্য়াল মিডিয়ায় টুইট করে কমেন্টেটর হর্ষ ভোগলে লিখেছেন, আশা করি এই ঘটনা আর ঘটবে না।

Share this article
click me!

Latest Videos

উপনির্বাচনে হার! কি বললেন শুভেন্দু! দেখুন #shorts #suvenduadhikari
তার ছুঁতেই ঘটলো বিপত্তি! আতঙ্কে কাঁপছে Bangaon-র বাসিন্দারা! দেখুন | North 24 Parganas News Today
রুগী মৃত্যু কে কেন্দ্র করে Doctor ও Nurse-দের উপর আক্রমণ, শুনুন সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা
ছয় Bidhan Sabha কেন্দ্রের ছটিতেই এগিয়ে TMC, আবির খেলায় মাতলেন গঙ্গাসাগরের তৃণমূল কর্মীসমর্থকরা
গান্ধীমূর্তিতে শ্রদ্ধা নিবেদন থেকে Guyana সংসদে ভাষণ, এক ঝলকে দেখুন প্রধানমন্ত্রীর (Modi) গায়ানা সফর