ইডেনে নৈশালোকে অনুশীলন ক্য়ারেবিয়ান দলের, টি২০ সিরিজে ঘুড়ে দাঁড়াতে মরিয়া পোলার্ডরা

Published : Feb 14, 2022, 12:29 AM IST
ইডেনে নৈশালোকে অনুশীলন ক্য়ারেবিয়ান দলের, টি২০ সিরিজে ঘুড়ে দাঁড়াতে মরিয়া পোলার্ডরা

সংক্ষিপ্ত

১৬ তারিখ থেকে শুরু হতে চলেছে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ (India Vs West Indies) টি২০ সিরিজ (T20 Series)। কলকাতার (Kolkata) ইডেন গার্ডেন্সে (Eden Gardens) হবে ৩ ম্য়াচের সিরিজ। তার আগে রবিবার ইডেনের নৈশালোকে অনুশীলন সারল ওয়েস্ট ইন্ডিজ দল (West Indies team)।  

একদিনের সিরিজে ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে অনবদ্য পারফর্ম করেছে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। ৩-০ ব্যবধানে কায়রন পোলার্ডের (Kieron Pollard) দলকে হারিয়ে হোয়াইট ওয়াশ করেছে রোহিত শর্মার (Rohit Sharma) দল। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আয়োজিত হয়েছিল একদিনের সিরিজের সব ম্য়াচ। এবার পালা টি২০ সিরিজের (T20 Series)। কলকাতার (Kolkata) ইডেন গার্জেন্সে (Eden Gardens) হবে টি২০ সিরিজ।  ক্রিকেট সবথেকে ছোট ও রোমাঞ্চকর ফর্ম্য়াটে খেলার জন্য ইতি মধ্যে 'সিটি অফ জয়'-তে পৌছে গিয়েছে ওয়েস্ট ইন্ডিজ দল। কলকাতায়া পৌছে একদিন বিশ্রাম নেয় ক্যারেবিয়ানরা। তারপর রবিবারই অনুশীলনে নেমে পড় কায়রন পোলার্ড, আলজারি জোসেফরা।  রবিবাসরীয় সন্ধায় ইডেনের ফ্লাডলাইটে অনুশীলন সারল ওয়েস্ট ইন্ডিজ দল। 

রবিরা ইডেনে অনুশীলনে একদিবের সিরিজে নিজেদের যাবতীয় ভুল ত্রুটি শুধরে নেওয়ার চেষ্টা করে ওয়েস্ট ইন্ডিজ দল। বিশেষ করে একদিনের সিরিজে পুরো ডাহা ফেল করে ক্য়ারেবিয়ান ব্য়াটিং লাইনআপ। ৩ ম্য়াচের একটিতেও ২০০ রানের গণ্ডি টপকাতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। টি২০ ক্রিকেটে কায়রন পোলার্ডের দল ভয়ঙ্কর হলেও ভারতের মাটিতে একদিনের সিরিজে যেভাবে মুখ থুবড়ে পড়েছে ক্য়ারেবিয়ান ব্য়াটিং লাইনআপ তা চিন্তায় রেখেছে টিম ম্য়ানেজমেন্টকে। তাই এদিন অনুশীলনে ব্য়াটিংয়ে বিশেষ জোর দিতে দেখা যায় অতিথি দেশকে। এদিন অনুশীলনে মনোযোগ সহকারে ব্য়াটিং করতে দেখা যায় সাই হোপ, নিকোলাস পুরান, ড্য়ারেন ব্রাভো, ব্র্যান্ডন কিং, কায়রন পোলার্ডদের। বোলিংয়েও ঘাম ঝড়াতে দেখা আলজারি জোসেফ, রোমারিও শেফার্ড, আকিল হোসেনদের।

ইডেন গার্ডেন্সে ৩ ম্য়াচের টি২০ সিরিজে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। ১৬, ১৮ ও ২০ ফেব্রুয়ারি ৩টি টি২০ ম্য়াচে মুখোমুখি হবে দুই দল।  সম্পূর্ণ কোভিড বিধি মেনে আয়োজিত হবে এই ম্য়াচ। ক্রিকেটের নন্দনকাননে পরপর তিনটি ম্য়াচকে ঘিরে ক্রিকেট প্রেমিদের মধ্যে উন্মদনা তুঙ্গে। একদিনের সিরিজে ৩-০ ব্য়বধানে জয়ের পর ভারতীয় দলের লক্ষ্য টি২০ সিরিজেও সেই পারফম্য়ান্স ধরে রাখাই লক্ষ্য ভারতীয় ক্রিকেট দলের। টি২০ সিরিজে ভারতীয় দলের প্রথম একাদশে একাধিক পরিবর্তনও হতে পারে। ইতিমধ্যেই ক্য়ারেবিয়ানদের বিরুদ্ধে টি২০ সিরিজে কেএল রাহুলকে বিশ্রাম দেওয়া হয়েছে। এছাড়াও দলে সুযোগ পেয়েছে একাধিক তরুণ তারকা। ইডেনে ভারতীয় দলের জয় দেখার পাশাপাশি বিরাট কোহলির ব্য়াটে রান দেখার অপেক্ষায় বিরাট ভক্তরা।

PREV
click me!

Recommended Stories

India vs South Africa T20: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি২০ সিরিজ শুরু কবে, খেলা দেখবেন কোথায়?
IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্সের পর সাময়িক বিরতি রোহিত-কোহলির, এবার নজর ঘরোয়া ক্রিকেটে