দ্বিতীয় টি২০ ম্য়াচে হারলেন রোহিত শর্মা, ফিল্ডিংয়ের সিদ্ধান্ত কায়রন পোলার্ডের

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের (India vs West Indies) দ্বিতীয় টি২০ (T20) ম্য়াচ। প্রথম একদিনের ম্য়াচ জিতে সিরিজে এগিয়ে রয়েছে রোহিত শর্মার (Rohit Sharma) দল। দ্বিতীয় ম্য়াচ জিতলেই সিরিজ জয়ের সুযোগ টিম ইন্ডিয়ার (Team India) সামনে। কায়রন পোলার্ডদের (Kieron Pollard)কাছে আজকের ম্য়াচ ডু অর ডাই।

Asianet News Bangla | Published : Feb 18, 2022 1:26 PM IST / Updated: Feb 18 2022, 07:31 PM IST

একদিনের সিরিজে ৩ ম্য়াচে ওয়েস্ট ইন্ডিজকে (West Indies) হোয়াইট ওয়াশ করার পর টি২০ সিরিজেও (T20 Series) সেই লক্ষ্যে এগেতে প্রস্তুত ভারতীয় ক্রিকেট দল (India Cricket Team)। প্রথম টি২০ (T20) ম্যাচে কায়রন পোলার্ডের (Kieron Pollard) দলকে সহজেই হারানোর পর এবার দ্বিতীয় টি২০ ম্য়াচ জিতে সিরিজ পকেটে পুরতে বদ্ধপরিকর রোহিত শর্মার (Rohit Sharma)দল। প্রথম ম্য়াচে টস ভাগ্য সাথ দিয়েছিল ভারতীয় ক্রিকেট দলের। কিন্তু দ্বিতীয় ম্য়াচে টস ভাগ্য সাথ দিল রোহিত শর্মার। টস জিতে ইডেনে (Eden Gardens) শিশিরের সমস্যার জন্য বোলিংয়ের সিদ্ধান্ত নিতে ভুল করেননি ক্যারেবিয়ান অধিনায়ক। ভারতীয় দল দ্বিতীয় এককদিনের ম্য়াচে কোনও পরিবর্তন করেনি। উইনিং কম্বিনেশন ভাঙতে চাননি টিম ম্য়ানেজমেন্ট। ওয়েস্ট ইন্ডিজ দলে একটি পরিবর্তন হয়েছে। ফ্যাবিয়েন অ্যালেনের জায়গায় দলে ফিরেছেন তারকা অলরাউন্ডার জেসন হোল্ডার।

এদিন ভারতীয় দলের প্রথম একাদশের ব্য়াটিং লাইনআপে রয়েছেন অধিনায়ক রোহিত শর্মা, ইশান কিশান, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব। উইকেট রক্ষক ব্য়াটসম্য়ান হিসেবে খেলছেন ঋষভ পন্থ। দলে অলরাউন্ডার হিসেবে খেলছেন ভেঙ্কটেশ আইয়র। ভারতীয় দলের পেস বোলিং অ্য়াটাকে রয়েছেন দীপক চাহার, হার্শল প্য়াটেল ও ভুবনেশ্বর কুমার। দীপক চাহার ও হার্শল প্য়াটেল প্রয়োজনে ব্য়াট হাতে গুরুত্বপূর্ণ ইনিংস খেলতে সক্ষম। দলের স্পিনার হিসেবে খেলছেন রবি বিষ্ণোই ও যুজবেন্দ্র চাহল। ওয়েস্ট ইন্ডিজ দলের প্রথম একাদশের ব্য়াটিং লাইনআপে রয়েছেন ব্র্যান্ডন কিং, কাইল মেয়ার্স, নিকোলাস পুরান, রভম্যান পাওয়েল। দলের অলরাউন্ডার হিসেবে রয়েছেন কায়রন পোলার্ড, রস্টন চেজ, জেসন হোল্ডার। বোলিং লাইনে রয়েছেন রোমারিও শেপার্ড, ওডিয়ান স্মিথ, সেলডন কটরেল ও আকিল হোসেন।

 

 

ইডেনে রাতের খেলায় শিশির খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সন্ধ্যার দিকে তাও শিশির একটু কম থাকায় বোলারদের বল করতে খানিক সুবিধা হয়। কিন্তু দ্বিতীয় ইনিং শিশিরের পরিমাণ বাড়ে। তখন স্পিনারদের বল গ্রিপ করতে খুব সমস্যা হয়ে থাকে। শিশিরের কারণে উইকেট ব্যাটসম্যানদের পক্ষে সহায়ক হয়ে ওঠে। তাই টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন কায়রন পোলার্ড। প্রথম ম্য়াচে ঠিক একই কাজ করেছিলেন রোহিত শর্মা। টস না জিতলেও প্রথমে ব্য়াট করে বড় স্কোর করাই লক্ষ্য এখন ভারতীয় ক্রিকেট দলের। তবে ভারতীয় বোলাররাও যে শিশির পরিস্থিতিতে বল করতে অভ্যস্ত সেই কথা প্রথম ম্য়াচেরলআগেই জানিয়েছিলেন অধিনায়ক রোহিত শর্মা। 

Read more Articles on
Share this article
click me!