আজ থেকে শুরু ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের (India vs West Indies) টি২০ সিরিজ (T20 Series)। ৫ ম্যাচে সিরিজে মুখোমুখি দুই দল। জয় দিয়ে শুরু করতে মরিয়া রোহিত শর্মা (Rohit Sharma) ও নিকোলাস পুরানের (Nicholas Pooran) টিম।
একদিনের সিরিজে দ্বিতীয় সারির দল নিয়েও ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করেছে ভারতীয় ক্রিকেট দল। এবার পালা টি২০ সিরিজের। একদিনের সিরিজে শিখর ধওয়ানের নেতৃত্বে খেলেছিল ভারতীয় দল। দল থেকে বিশ্রাম দেওয়া হয়েছিল একাধিক তারকা ক্রিকেটারকে। তববে টি২০ সিরিজে দলে ফিরেছেন রোহিত শর্মা। তিনিই নেতৃত্ব দেবেন। সঙ্গে দলে ফিরেছেন হার্দিক পান্ডিয়া, ঋষভ পন্থ, ভুবনেশ্বর কুমারের মত তারকারা। পূর্ণ শক্তির দল নিয়েই ক্যারেবিয়ানদের বিরুদ্ধে টি২০ সিরিজে নামতে চলেছে টিম ইন্ডিয়া। অপরদিকে, একদিনের সিরিজে লজ্জার হার ভুলে টি২০ সিরিজে নতুনভাবে শুরু করতে চাইছে নিকোলাস পুরানের দলে। শক্তি বাড়াতে দীর্ঘ দিন পর দলে ফেরানো হয়েছে শিমরন হেটমায়ারের মত তারকাকেও। ফলে টি২০ সিরিজে হাড্ডাহাড্ডি ম্যাচ দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমিরা।
আত্মবিশ্বাসী টিম ইন্ডিয়া-
টি২০ বিশ্বকাপের আগে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৫ ম্য়াচের টি২০ সিরিজকে যে যথেষ্ট গুরুত্ব নিয়ে দেখছে ভারতীয় দল সেই কথা আগেই জানিয়ে দেওয়া হয়েছিল। বিশ্বকাপের চূড়ান্ত দল গড়ার জন্য যে এই সিররিজগুলির পারফরম্য়ান্সের উপর নজর দেওয়া হবে ক্রিকেটারদের তা ইংল্যান্ড সফরেই বলেছিলেন কোচ রাহুল দ্রাবিড়। বিরাট কোহলি বিশ্রাম ও কেএল রাহুল কোভিডের কারণে বাইরে থাকা ছাড়া পূর্ণ শক্তির দল নিয়ে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে নামে টিম ইন্ডিয়া। টি২০ ক্রিকেটে কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে ওয়েস্ট ইন্ডিজ দল তা ভালো করেই জানেন রোহিত শর্মা। তাই ম্যাচের আগে অনুশীলনে সকলেই নিজেদের সেরাটা দিয়েছেন। জয় দিয়ে টি২০ সিরিজ শুরুর করার বিষয়ে আত্মবিশ্বাসী টিম ইন্ডিয়া।
ঘুড়ে দাঁড়াতে মরিযা ক্যারিবিয়ানরা-
একদিনের সিরিজে ঘরের মাঠে চুনকাম হওয়ার লজ্জা মেনে নিতে হয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। টি২০ সিরিজে যেনতেন প্রকারে জয় ফিরতে চাইছে ক্যারিবিয়ানরা। লড়াই কঠিন হলেও অনুশীলেন যাবতীয় ভুল ত্রুটি শুধরে নেওয়ার চেষ্টা করেছেন ওয়েস্ট ইন্ডিদ ক্রিকেটাররা। যে ১৬ জনের দল ঘোষণা হয়েছে তাতে শিমরন হেটমায়ারের কামব্য়াকের পাশাপাশি দল নির্বাচনে অলরাউন্ডারদের গুরুত্ব দিয়েছেন ক্যারিবিয়ান নির্বাচকরা। হেটমেয়ারের পাশাপাশি দলে রাখা হয়েছে জেসন হোল্ডারকেও। ভারত এবং বাংলাদেশের বিরুদ্ধে এক দিনের সিরিজ হারার পর শক্তিশালী দল গঠনের উপর জোর দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের নির্বাচকরা। দলে রাখা হয়েছে ওবেড ম্যাকয়, কিমো পল, ডমিনিক ড্রাকসের মতো অলরাউন্ডারদের। এছাড়া অন্য়ান্য ক্রিকেটাররাও প্রস্তুত সেরাটা দেওয়ার জন্য। সব মিলিয়ে টি২০ সিরিজে ঘুড়ে দাঁড়াতে মরিয়া ওয়েস্ট ইন্ডিজ।
ম্যাচ প্রেডিকশন-
ভারত ও ওয়েস্ট ইন্ডিজ দলের বর্তমান যা পরিস্থিতি তাতে ব্যাটি-বোলিং বিভাগেু শক্তি ও গভীরতার বিচার করলে অনেকটাই এগিয়ে টিম ইন্ডিয়া। রোহিত, হার্দিক, ঋষভ, ভুবিরা ফেরা টিম ইন্ডিয়া আরও শক্তিশালী হয়েছে। তাই প্রথম টি২০ ম্যাচে ভারতকেই এগিয়ে রাখছেন ক্রিকেট বিশেষেজ্ঞরা।
আরও পড়ুনঃকেমন হল কমনওয়েলথ গেমসের উদ্বোধনী অনুষ্ঠান, দেখুন সেরা ১০টি ছবি
আরও পড়ুনঃভারতীয় ক্রিকেট দলে সবথেকে শিক্ষিত ক্রিকেটার কে, জেনে নিন এই ক্রিকেটারের কাহিনি