
একদিনের সিরিজে ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে অনবদ্য পারফর্ম করেছে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। ৩-০ ব্যবধানে কায়রন পোলার্ডের (Kieron Pollard) দলকে হারিয়ে হোয়াইট ওয়াশ করেছে রোহিত শর্মার (Rohit Sharma) দল। ইডেন গার্ডেন্সে ৩ ম্য়াচের টি২০ সিরিজে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ (India vs West Indies)। ১৬, ১৮ ও ২০ ফেব্রুয়ারি ৩টি টি২০ ম্য়াচে মুখোমুখি হবে দুই দল। সম্পূর্ণ কোভিড বিধি মেনে আয়োজিত হবে এই ম্য়াচ। ক্রিকেটের নন্দনকাননে পরপর তিনটি ম্য়াচকে ঘিরে ক্রিকেট প্রেমিদের মধ্যে উন্মদনা তুঙ্গে। ইতিমধ্যেউ ইডেনে অনুশীলন সেরেছে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ দুই দল। একদিকে যেমন টি২০ সিরিজে ঘুড়ে দাঁড়াতে মরিয়া ক্য়ারেবিয়ানরা। অপরদিকে, একদিনের সিরিজে ৩-০ ব্য়বধানে জয়ের পর টি২০ সিরিজেও সেই পারফম্য়ান্স ধরে রাখাই লক্ষ্য ভারতীয় ক্রিকেট দলের।
আত্মবিশ্বাসী টিম ইন্ডিয়া-
টি২০ সিরিজের আগে কিন্তু চোট সমস্যায় জেরবার ভারতীয় ক্রিকেট দল। চোটের কারণে সিরিজ থেকে ছিটকে গিয়েছেন কেএল রাহুল, অক্ষর প্য়াটেল, ওয়াশিংটন সুন্দর। তাদের বদলি হিসেবে দলে যোগ দিয়েছেন রুতুরাজ গায়কোয়াড়, দীপক হুডা ও বাঁ-হাতি চায়নাম্য়ান স্পিনার কুলদীপ যাদব। তাই অনুশীলনে প্রথমে ফিটনেস ট্রেনিংয়ের উপর জোর দিয়েছেন কোচ রাহুল দ্রাবিড়। পুরো দলকে একসহঙ্গে ইডেনে ওয়ার্মআপ করতে দেখা গিয়েছো। ব্য়াটিং অনুশীলনেও জোর দিতে দেখা যায় বিরাট কোহলি, শ্রেয়স আইয়রদের। একদিনের সিরিজে ব্য়াটে রানের খরা ভুলে টি২০ সিরিজে রানে ফিরতে মরিয়া বিরাট কোহলি। পাশাপাশি টি২০ সিরিজের প্রথম ম্য়াচে দীর্ঘ দিন পর ফের দেখা যেতে পারে কুলচা জুটিকে। প্রথম একাদশে সুযোগ পাওয়ার সম্ভাবনা প্রবল। তাই নেটে তাকে বাড়তি ঘাম ঝড়াতে দেখা গিয়েছে ছন্দে ফেরার জন্য। প্রথম টি২০ ম্য়াচে ভারতীয় দলেও দেখা যেতে পারে একাধিক পরিবর্তন। সব মিলিয়ে পরিস্থিত যাই থাক জয় দিয়ে টি২০ সিরিজ শুরু করা বিষয়ে আত্মবিশ্বাস তুঙ্গে টিম ইন্ডিয়ার।
টি২০ তে ফর্মে ফিরতে মরিয়া ওয়েস্ট ইন্ডিজ-
একদিনের সিরিজের সিরিজে ব্যর্থতা ভুলে টি২০ সিরিজে জয়ে ফিরতে মরিয়া ওয়েস্ট ইন্ডিজ দল। রবিবার নৈশালোকে অনুশীলনের পাশাপাশি সোমবারও অনুশীলন সারল কায়রন পোলার্ডরা। অনুশীলনে নিজেদের যাবতীয় ভুল ত্রুটি শুধরে নেওয়ার চেষ্টা করে ওয়েস্ট ইন্ডিজ দল। বিশেষ করে একদিনের সিরিজে পুরো ডাহা ফেল করে ক্য়ারেবিয়ান ব্য়াটিং লাইনআপ। ৩ ম্য়াচের একটিতেও ২০০ রানের গণ্ডি টপকাতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। টি২০ ক্রিকেটে কায়রন পোলার্ডের দল ভয়ঙ্কর হলেও ভারতের মাটিতে একদিনের সিরিজে যেভাবে মুখ থুবড়ে পড়েছে ক্য়ারেবিয়ান ব্য়াটিং লাইনআপ তা চিন্তায় রেখেছে টিম ম্য়ানেজমেন্টকে। তাই এদিন অনুশীলনে ব্য়াটিংয়ে বিশেষ জোর দিতে দেখা যায় অতিথি দেশকে। এদিন অনুশীলনে মনোযোগ সহকারে ব্য়াটিং করতে দেখা যায় সাই হোপ, নিকোলাস পুরান, ড্য়ারেন ব্রাভো, ব্র্যান্ডন কিং, কায়রন পোলার্ডদের। বোলিংয়েও ঘাম ঝড়াতে দেখা আলজারি জোসেফ, রোমারিও শেফার্ড, আকিল হোসেনদের।
ম্য়াচ প্রেডিকশন-
একদিনের সিরিজে যেভাবে ওয়েস্ট ইন্ডিজ দলকে একতরফাভাবে হারিয়েছে ভারতীয় দল তাতে টি২০ সিরিজে টিম ইন্ডিয়া যে অনেকটা এগিয়ে শুরু করবে সেবিষয়ে কোনও সন্দেহ নেই। ভারতীয় দলে চোটের কারণে একাধিক ক্রিকেটার বাইরে থাকলেও ব্য়াটিং-বোলিং সব বিভাগেই কায়রন পোলার্ডের দলেরল থেকে এগিয়ে রোহিত শর্মার দল। তাই টিম ইন্ডিয়াকেই প্রথম ম্য়াচে ফেভারিট মানছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।