১৬ তারিখ থেকে শুরু হতে চলেছে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ (India Vs West Indies) টি২০ সিরিজ (T20 Series)। কলকাতার (Kolkata) ইডেন গার্ডেন্সে (Eden Gardens) হবে ৩ ম্য়াচের সিরিজ। টি২০ সিরিজ শুরুর আগে দলের নানা দিক নিয়ে মুখ খুললেন রোহিত শর্মা (Rohit Sharma)।
বুধবার থেকে শুরু হচ্ছে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের টি২০ সিরিজ। কলকাতার ইডেন গার্ডেন্সে আগামি ১৬, ১৮ ও ২০ ফেব্রুয়ারি ৩টি টি২০ খেলবে রোহিত শর্মা ও কায়রন পোলার্ডের দল। ইডেন বরাবরই পয়া মাঠ বর্তমান ভারত অধিনায়ক রোহিত শর্মার জন্য। ভারতীয় দলের ক্ষেত্রেও ইডেন অনেক সুখ স্মৃতির সঙ্গী। সেখানেই ভারতীয় দলের পূর্ণ সময়ের অধিনায়ক হিসেবে নিজের কেরিয়ারের দ্বিতীয় টি২০ সিরিজে নামববেম 'হিটম্য়ান'। ক্য়ারেবিয়ানদের বিরুদ্ধে টি২০ সিরিজের প্রথম ম্য়াচে দলের রণনীতি, কুলচা জটি, ইডেনের শিশির সমস্যা থেকে দলে চোট সমস্যা সবকিছু নিয়েই সাংবাদিক বৈঠকে জবাব দিলেন রোহিত শর্মা।
আইপিএল নিলামের পরপরই এই সিরিজ হওয়ায় সর্বত্র আইপিএল নিয়েই আলোচনা চলছে। তাই দলের ক্রিকেটারদের সাফ বার্তা দিয়ে রোহিত বলেছেন,'এখন আইপিএল নয়, জাতীয় দলের খেলায় মোননিবেশ করতে হবে। আইপিএল আমরা ২ মাস খেলি আর আন্তর্জাতিক ক্রিকেট ১০ মাস। ফলে জাতীয় দলের খেলায় দলকে ফোকাস থাকতে বলেছি ও প্রতিপক্ষের উপরে মনোনিবেশ করতে বলেছি।' একিসঙ্গে ইডেনের জিউ ফ্য়াক্টর নিয়ে বলতে গিয়ে রোহিত বলেন,'ক্রিকেটাররা ঘরোয়া ক্রিকেট, আইপিএল ও জাতীয় ক্রিকেটে ডিউতে খেলেছে। ভারতীয় ক্রিকেটাররা ডিউতে খেলতে অভ্যস্ত হয়ে গিয়েছে। তাই এই বিষয় নিয়ে খুব একটা ভাবার কিছু নেই। পরিকল্পনামাফিক খেলতে হবে।'
সাংবাদিক বৈঠকে রোহিত শর্মা সবথেকে বেশি কথা বলেন কুলচা জুটিকে নিয়ে। ওয়াশিংটন সুন্দরের চোটের কারণে দলে ফিরেছেন কুলদীপ যাদব। আগে থেকেই দলে রয়েছেন চাহলও। ফলে এই জুটি অতীতে অনেক সাফল্য এনে দিয়েছে ভারতীয় দলকে। সেই বিষয় বলতে গিয়ে গিয়ে রোহিত শর্মা বলেন, আগে একসঙ্গে তারা খুব ভালো পারফর্ম করেছে। বর্তমানে ক্রিকেটে ছোট ফর্ম্যাটে বোলিংয়ের পাশাপাশি যারা ব্য়াটিং করতে পারেন তাদের সুযোগ দেওয়া হচ্ছে। কিন্তু এটা মাথায় রাখতে হবে কুলচা আমাদের সম্পদ। সেরা উইকেট টেকিং অপশন তারা। মিডল ওভারে এসে যেভাবে উইকেট নেয় তা প্রশাংসার। অধিনায়ক চাইবে তারা বোলিংয়ে এসে ফ্লাইট দেবে ও উইকেট নেব। যা তারা অতীতে করে এসেছে। চাহল ছন্দে রয়েছে। কুলদীপ চোটের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে ছিল। তবে নেটে ওকে ভালো দেখাচ্ছে। এবং ওকে কিছুটা সময় দিতে হবে।কারণ দুই রিস্ট স্পিনার ফর্মে থাকলে তা প্রতিপক্ষের কাছে ত্রাস।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি২০ সিরিজে ভারতীয় দলের একের পর এক ক্রিকেটার চোটের ধাক্কায় জেরবার। চোটের কারণে সিরিজ থেকে ছিটকে গিয়েছেন কেএল রাহুল, অক্ষর প্য়াটেল, ওয়াশিংটন সুন্দর। তাদের বদলি হিসেবে দলে যোগ দিয়েছেন রুতুরাজ গায়কোয়াড়, দীপক হুডা ও বাঁ-হাতি চায়নাম্য়ান স্পিনার কুলদীপ যাদব। দলে চোট প্রসঙ্গে রোহিত বলেন, ওয়াশিংটন সুন্দরের যাওয়াটা খুব একটা ফ্যাক্টর হবে না, এটা দুর্ভাগ্যজনক, কিন্তু চোট আঘাত প্লেয়ারের জীবনের অঙ্গ। আশা করি ও সুস্থ হয়ে ফের দলে ফিরে আসবে। তবে যাই সমস্য়া থাক টিম ইন্ডিয়া যে টি২০ সিরিজ জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী সেই কথা জানিয়েছেন রোহিত।