চোটের কারণে নেই কেএল রাহুল, নতুন দায়িত্ব পেলেন ঋষভ পন্থ

১৬ তারিখ থেকে শুরু হতে চলেছে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ (India Vs West Indies) টি২০ সিরিজ (T20 Series)। কলকাতার (Kolkata) ইডেন গার্ডেন্সে (Eden Gardens) হবে ৩ ম্য়াচের সিরিজ। কেএল রাহুলের (KL Rahul) অনুপস্থিতিতে টিম ইন্ডিয়ার (Team India) সহ অধিনায়কের দায়িত্ব সামলাবেন ঋষভ পন্থ (Rishabh Pant)।

ব্য়াট হাতে ফর্মের ওঠা পড়া থাকলেও সময়টা খুব একটা খারাপ যাচ্ছে না ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) তারকা উইকেট রক্ষক ব্য়াটসম্য়ান ঋষভ পন্থের (Rishabh Pant)। ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে টি২০ সিরিজে গুরু দায়িত্ব দেওয়া হল তার কাঁধে। টিম ইন্ডিয়ার (Team India) সহ অধিনায়ক নির্বাচিত করা হল পন্থকে। যদিও তা অন্তলর্তীকালীন। বর্তমানে ভারতীয় দলের পূর্ণ সময়ের সহ অধিনায়ক নির্বাচিত করা হয়েছে কেএল রাহুলকে (KL Rahul)। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি২০ সিরিজে চোটের কারণে ছিটকে গিয়েছেন ভারতীয় তারকা ব্য়াটসম্য়ান। সেই জায়গায় কলকাতার (Kolkata) ইডেন গার্ডেন্সে (Eden Gardens) হতে চলা টি২০ সিরিজে সহ অধিনায়কের দায়িত্ব সামলাবেন ঋষভ পন্থ। ফলে উইকেট রক্ষক ও ব্য়াটিংয়ের পাশাপাশি ক্য়ারেবিয়ানদের বিরুদ্ধে টি২০ সিরিজে বাড়তি দায়িত্ব সামলাতে হবে ঋষভ পন্থকে।

Latest Videos

প্রসঙ্গত, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি২০ সিরিজে ভারতীয় দলের একের পর এক ক্রিকেটার চোটের ধাক্কায় জেরবার। চোটের কারণে সিরিজ থেকে ছিটকে গিয়েছেন কেএল রাহুল। এছাড়াও চোটের কারণে টি২০ সিরিজ থেকে বাদ পড়েছেন দলের অপর তারকা স্পিনার অলরাউন্ডার অক্ষর প্য়াটেল। তাদের দুজনের বদলে ইতিমধ্যেই পরিবর্ত ক্রিকেটারের নাম ঘোষণা করেছে বিসিসিআই। কেএল রাহুলের জায়গায় ভারতীয় টি২০ দলে যোগ দিয়েছেন রুতুরাজ গায়কোয়াড় ও অক্ষর প্য়াটেলের জায়গায় দলে সুযোগ পেয়েছেন দীপক হুডা। এছাড়া সোমবারই চোটের কারণে সিরিজ থেকে ছিটকে গিয়েছেন অপর স্পিনার অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর। গত শুক্রবার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ওয়ানডে ম্য়াচে ফিল্ডিংয়ের সময় স্পিনার অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর বাঁ হাতের পেশীতে চোটের শিকার হন। বিসিসিআইয়ের নির্বাচন কমিটি ওয়াশিংটন সুন্দরের জায়গায় বাঁ-হাতি চায়নাম্য়ান স্পিনার কুলদীপ যাদবের নাম পরিবর্ত হিসেবে ঘোষণা করা হয়েছে। 

আরও পড়ুনঃআইপিএল ২০২২ মেগা নিলামের পর কেমন হল ১০টি দল, দেখে নিন সম্পূর্ণ স্কোয়াড

আরও পড়ুনঃআইপিএল ২০২২ মেগা নিলামে সবথেকে বেশি দামি ক্রিকেটার কারা, চিনে নিন তাদের

আরও পড়ুনঃমিশন টি২০ সিরিজ, সোমবার ইডেনের নৈশালোকে টিম ইন্ডিয়ার অনুশীলন

একদিনের সিরিজে ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে অনবদ্য পারফর্ম করেছে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। ৩-০ ব্যবধানে কায়রন পোলার্ডের (Kieron Pollard) দলকে হারিয়ে হোয়াইট ওয়াশ করেছে রোহিত শর্মার (Rohit Sharma) দল।ইডেন গার্ডেন্সে ৩ ম্য়াচের টি২০ সিরিজে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। ১৬, ১৮ ও ২০ ফেব্রুয়ারি ৩টি টি২০ ম্য়াচে মুখোমুখি হবে দুই দল।  সম্পূর্ণ কোভিড বিধি মেনে আয়োজিত হবে এই ম্য়াচ। ক্রিকেটের নন্দনকাননে পরপর তিনটি ম্য়াচকে ঘিরে ক্রিকেট প্রেমিদের মধ্যে উন্মদনা তুঙ্গে। একদিনের সিরিজে ৩-০ ব্য়বধানে জয়ের পর ভারতীয় দলের লক্ষ্য টি২০ সিরিজেও সেই পারফম্য়ান্স ধরে রাখাই লক্ষ্য ভারতীয় ক্রিকেট দলের। 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari: 'পুলিশ গরু প্রতি ২০০০ টাকা তোলা তোলে' বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর
Live: সাংবাদিক সম্মেলনে শমীক ভট্টাচার্য, কী বললেন তিনি, দেখুন সরাসরি
অসাধ্য সাধন! যথেষ্ট পরিকাঠামো না থাকার সত্ত্বেও ৮০০ গ্রামের শিশুকে বড় করে তুলল বারাসাত মেডিক্যাল
এবার ট্যাব কেলেঙ্কারির শিকার হলো গঙ্গাসাগরের স্কুলের ছাত্রছাত্রীরা! চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায়
‘ওপারে ইউনূস এপারে মমতা দুজনেই এক’ মমতাকে তোপ শুভেন্দুর, দেখুন কী বললেন | Suvendu Adhikari