ক্রিকেটের ভক্ত ছিলেন লতা মঙ্গেশকর, কিংবদন্তীর প্রয়াণে শোক প্রকাশ টিম ইন্ডিয়ার

প্রয়াত লতা মঙ্গেশকর (Lata Mangeshkar)। ৯২ বছর বয়সে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্য়াগ করেন সুরসম্রাজ্ঞী। কিংবদন্তীর প্রয়াণে শোকস্তব্ধ গোটা দেশ। শোক জ্ঞাপন করল ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)।

রবিবার থেকে শুরু হল ভারত বনাম ওয়েস ইন্ডিজের একদিনের সিরিজ। আহমেদাবাদের এই সিরিজ টিম ইন্ডিয়ার ক্ষেত্রে মাইল স্টোন তা আগেই ঘোষণা করা হয়েছিল। কারণ আহমেদাবাদের (Ahmedabad) নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium)টিম ইন্ডিয়ার (Team India) এই ম্য়াচ ভারতীয় ক্রিকেটের (Indian Cricket)ইতিহাসে হাজারতম একদিনের ক্রিকেট ম্য়াচ। এর আগে ভারতীয় দল ৯৯৯টি একদিনের ম্য়াচ খেলেছেষ যার মধ্যে ভারত ৫১৮টি ম্যাচ জিতেছে এবং ৪৩১টি ম্যাচে হারের সম্মুখীন হয়েছে। কিন্তু রবিবার সকালে যখন ভারত-ওয়েস্ট ইন্ডিজের একদিনের সিরিজের শুরুর আগেই এল দুঃসংবাদটা। প্রয়াত হলেন কিংবদন্তী সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর (Lata Mangeshkar)। ‘কোকিলকন্ঠী’-র প্রয়াণে ঐতিহাসিক ম্য়াচে মাঠে নেমেই শোক জ্ঞাপন করল ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)।

লতা মঙ্গেশকরের প্রয়াণের পরই শোক প্রকাশের কার বিসিসিআই তরফে। একইসঙ্গে বিসিসিআই সহ-সভাপতি রাজীব শুক্লা জানিয়েছিলেন আহমেদাবাদে ভারত-ওয়েস্ট ইন্ডিজের একদিনের সিরিজে কালো আর্ম ব্যান্ড করে নামবে ভারতীয় ক্রিকেটাররা। ঘোষণা অনুযায়ী আহমেদাবাদে ভারতীয় ক্রিকেটাররা সকলেই কালো আর্মব্যান্ড পড়ে মাঠে নামে। শুধু কালো আর্মব্যান্ড পড়াই নয়, ‘কোকিলকন্ঠী’র প্রয়াণে শোক পালনে, মাঠে ভারতীয় পতাকাও অর্ধনমিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। বিসিসিআইয়ের তরফে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় লেখা হয়, 'ভারতরত্ন লতা মঙ্গেশকরজির প্রতি শ্রদ্ধা জানাতে ভারতীয় ক্রিকেট দল কালো আর্ম ব্যান্ড পরে মাঠে নেমেছে।  সুরের রানী লতা দিদি ক্রিকেট পছন্দ করতেন, সবসময় খেলাকে সমর্থন করতেন এবং টিম ইন্ডিয়াকে সমর্থন করতেন।' এছাড়াও খেলা শুরুর আগে এক মিনিটের নীরবতা পালন করে ভারতীয় ক্রিকেটাররা।

Latest Videos

 

 

 

 

প্রসঙ্গত, মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ হয় ২৭ দিনের লড়াই। প্রয়াত হন 'সুর সম্রাজ্ঞী' কিংবদন্তী লতা মঙ্গেশকর (Lata Mangeshkar Passes Away)। কোভিডে আক্রান্ত (Coronavirus) হওয়ায় গত ১১ জানুয়ারি তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তাঁকে। নিউমোনিয়াতেও আক্রান্ত ছিলেন নবতিপর শিল্পী। প্রথম থেকেই তাঁকে আইসিইউ-তে রাখা হয়েছিল। ৩০ জানুয়ারি শিল্পীর কোভিড নেগেটিভ রিপোর্ট আসে। মাঝে শারীরিক পরিস্থিতির সামান্য উন্নতিতে আশার আলো দেখেছিলেন  সকলেই। ফের সুস্থ হয়ে উঠবেন  'নাইটঅ্যাঙ্গেল' (Nighangle)সেই কামনাও ছিল ১৩০ কোটির দেশের। কিন্তু শনিবার রাত থেকে ফের অবস্থার অবনতি হতে থাকে লতা মঙ্গেশকরের ( Lata Mangeshkar)। অবশেষে রবিবার ৯২  বছরে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন লতা মঙ্গেশকর। রয়ে গেল তাঁর ৩০ হাজারের বেশি গান। 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari
Suvendu Adhikari Live: এগরায় জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
‘Bangladesh-কে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন Dilip Ghosh | Bangladesh News
'উল্টো ঝুলিয়ে সোজা করব', এগরার জনসভায় এসে কাকে বললেন Suvendu Adhikari ?
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের