রানে ফিরলেন বিরাট, বিধ্বংসী মেজাজে পন্থ, নিজেদের ইনিংস ও দলের জয় নিয়ে কী বললেন দুই তারকা

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের (India vs West Indies) দ্বিতীয় টি২০ (T20) ম্য়াচ। প্রথমে ব্য়াট করে ১৮৬ রান করল টিম ইন্ডিয়া (Team India)। অর্ধশতরান করল বিরাট কোহলি (Virta Kohli) ও ঋষভ পন্থ (Rishabh Pant)।  রান তাড়া করতে নেমে ৮ রানে ম্য়াচ হারল কায়রন পোলার্ডের (Kieron Pollard)দল।
 

ওয়েস্ট ইন্ডিজের (West Inides) বিরুদ্ধে সীমিত ওভারে অব্যাহত ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) দাপট। একদিনের সিরিজে ক্যারেবিয়ানদের হোয়াইট ওয়াশ করেছিল টিম ইন্ডিয়া (Team India)। এবার টি২০ সিরিজেও এক ম্য়াচ বাকি থাকতেই ট্রফি ঘরে তুলল রোহিত শর্মার (Rohit Sharma) দল। ইডেনে দ্বিতীয় ম্য়াচে কায়রন পোলার্ডের দলকে ৮ রানে হারায় মেন ইন ব্লুরা। প্রথম ম্য়াচে ব্য়াট হাতে রান পায়নি বিরাট কোহলি (Virat Kohli) ও ঋষভ পন্থ (Rishabh Pant)। দ্বিতীয় ম্য়াচে দুই তারকার চওড়া ব্য়াটে ভর করেই বড় স্কোর করে ভারতীয় দল। টানা ব্য়াট হাতে রানের খরার পর এদিন স্বমহিমায় দেখা যায় বিরাট কোহলিকে। ৪১ বলে ৫২ রানের ঝকঝকে ইনিংস খেলেন বিরাট। অপরদিকে ২৮ বলে ৫২ রানের বিধ্বংসী ইনিংস খেলেন ঋষভ পন্থ। ম্য়াচের সেরাও নির্বাচিত হন তিনি।

ম্য়াচের পর সাংবাদিক বৈঠকে ফুরফুরে মেজাজে পাওয়া গেল চলতি সিরিজে ভারপতীয় দলের সহ অধিনায়ককে। নিজের  ইনিংস ও দলের পারফরম্য়ান্স নিয়ে বলতে গিয়ে ঋষভ পন্থ সাংবাদিক বৈঠকে বলেন,এদিন প্রথম থেকেই ব্য়াটে বল টাইম হচ্ছিল। শট খেলার জন্য পিচের কন্ডিশনও ভালো ছিল। দলের জন্য বড় রান করত পেরে ভালো লাগছে। এটা ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়াই আমার লক্ষ্য। বিরাট কোহলিও শ্রেয়স আইয়রও ইনিংসেরও প্রশংসা করেন ঋষভ পন্থ। বোলিংয়ের সময় ম্য়াচের টার্নিং পয়েন্ট হিসেবে  ভুবনেশ্বর কুমারের ১৯ তম ওভারটিকেই বাছেন ভারতীয় উইকেট রক্ষক। এছাড়া ভারতীয় স্পিনাররা যেভাবে বল করেছে তারও ভূয়সী প্রশংসা শোনা যায় ঋষভ পন্থের গলায়।

Latest Videos

ব্য়াটে রান পেয়ে উচ্ছ্বসিত বিরাট কোহলিও। প্রথম ইনিংস শেষে সম্প্রচাকারী চ্য়ানেলের সাক্ষাৎকারে তিনি বলেন,পজেটিভ চিন্তা মাথায় নিয়ে খেলতে নেমেছিলাম। আমার কাছে ব্যাট হাতে ২২ গজে নামা মানেই দলের হয়ে পারফর্ম করার একটা বড় সুযোগ। শেষ পর্যন্ত ব্যাট না করতে পারায় একটু হতাশই হয়েছি। তোমার নিজের 'ইন্সটিংক্ট'কে ব্যাক করাটা খুব জরুরি। বিশ্বাস রাখতে হবে যে তুমি ভুল করবে না। আমি আজ ২২ গজে নামার পর থেকেই পজিটিভ ব্যাটিং করার লক্ষ্যে ছিলাম। তারপরে আমরা বেশ কিছু উইকেট হারাই। আরও বড় ইনিংস খেলতে না পরায় হতাশ। তবে আমার উদ্যোগ নিয়ে আমি খুশি ছিলাম।

প্রসঙ্গত এদিন ম্য়াচে প্রথমে ব্য়াট করে ব্য়াট করে ২০ ওভারে ১৮৬ রান  করে ভারতীয় দল। জোড়া অর্ধশতরান করেন বিরাট কোহলি ও ঋষভ পন্থ । এছাড়াও উল্লেখযোগ্য ইনিংস খেলেন ভেঙ্কটেশ আইয়র। ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন রস্টন চেজ। রান তাড়া করতে নেমে শুরুটা ভালো না হলেও  অনবদ্য ব্য়াটিং করেন দুই ক্য়ারেবিয়ান তারকা নিকোলাস পুরান (Nicholas Pooran) ও রভম্য়ান পাওয়েল (Rovman Powell)। ১০০ রানের পার্টানরশিপ ও জোড়া অর্ধশতরান করে দলকে জয়ের দোরগোড়ায় নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। ১৭৮ রানে থামে ওয়েস্ট ইন্ডিজ দল। 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

ফিরহাদকে কড়া ডোজ দিলেন শুভেন্দু | Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari #shortsfeed
PM Modi Live : কুয়েতে Gulf Spic-এর ভারতীয় কর্মীদের সঙ্গে আড্ডা মোদীর, দেখুন সরাসরি
‘West Bengal-এ জঙ্গিদের সরকারের মুখোশ Mamata Banerjee’ Suvendu Adhikari-র ঝাঁঝালো তোপ মমতাকে
অনলাইনে পুজোর দেওয়ার নামে প্রতারণা! ঘাড় ধরে নিয়ে গেল পুলিশ | Hooghly News Today
কেন চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করেছিল? আসল কারন ফাঁস করলেন Suvendu Adhikari, শুনলে চমকে উঠবেন