১৬০ পয়েন্ট নিয়ে শীর্ষে ভারতীয় দল, পেসারদের দরাজ সার্টিফিকেট দিচ্ছেন বিরাট

Published : Oct 06, 2019, 05:59 PM IST
১৬০ পয়েন্ট নিয়ে শীর্ষে ভারতীয় দল, পেসারদের দরাজ সার্টিফিকেট দিচ্ছেন বিরাট

সংক্ষিপ্ত

টিম ইন্ডিয়ার পেসারদের দরাজ সার্টিফিকেট অধিনায়কের বিরাট বলছেন সবটাই ক্রিকেটারদের মানসিকতার পরিচয় দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ৪০ পয়েন্ট পেল ভারত ১৬০ পয়েন্ট নিয়ে শীর্ষে বিরাটের দল

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হওয়ার পর থেকে তিনটি টেস্ট খেললো ভারতীয় দল। তিনটিতেই জয়। ক্যারেবিয়ান সফরে গিয়ে ২-০ তে সিরিজ জয়ের পর এবার ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে ২০৩ রানে জয়। বিশাখাপত্তনমে প্রোটিয়াসদের হারিয়ে আরও ৪০ পয়েন্ট পেল বিরাটের দল। মোট ১৬০ পয়েন্ট নিয়ে সবার ওপরে টিম ইন্ডিয়া। দ্বিতীয় স্থানে থাকা নিউজিল্যান্ডের থেকে ১০০ পয়েন্ট এগিয়ে ভারতীয় দল। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ জিততে পারলে আরও অনেক এগিয়ে যাওয়ার সুযোগ পাবে ভারতীয় দল। 

আরও পড়ুন - এক টেস্টে সব থেকে বেশি ছয়, আরও অনেক রেকর্ড বিশাখাপত্তনম টেস্টে

 

বিশাখাপত্তনমে প্রোটিয়াসদের হারিয়ে বিরাট কোহলির গলায় দলের পেস বোলারদের কথা। যে উইকেটে স্পিনারদের আধিপত্য সেই উইকেটে পাঁচ উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার ইনিংসের কোমরটাই ভেঙে দিলেন মহম্মদ সামি। ম্যাচ শেষে ভারত অধিনায়ক বলছেন, ‘সবটাই দলের পেসারদের সঠিক মানসিকতার জন্য। পেসাররা যদি ভাবে সব কাজটা স্পিনাররা করবে, তাহলে তারা দলে নিজেদের জায়গা দাবি করতে পারে না। পেসারদের ছোট ছোট স্পেলে ব্যবহার করা হয়, যাতে ওরা নিজেদের একশো শতাংশ দিতে পারে। আর তাই দেখতে পাবেন সামি, ইশান্ত,বুমরা, উমেশরা ভাল পারফর্ম করছে। এই সাফল্য প্রতিকূল পরিস্থিতিতে নিজেদের মেলে ধরার ইচ্ছে।’ 

আরও পড়ুন - শেষ দিন জাদেজা সামি যুগলবন্দি, প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকাকে হেলায় হারাল টিম ইন্ডিয়া

অন্যদিকে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফা ডুপ্লেসির লগাতেও ভারতীয় পেসার মহম্মদ সামির প্রশংসা। বলছেন, ‘আমরা লড়াই করেছি, কিন্তু দ্বিতীয় ইনিংসটা খুবই কঠিন ছিল। আজ সকাল পর্যন্ত আমরা লড়াই করেছি।’ একই সঙ্গে বলছেন টেস্ট ম্যাচের পঞ্চম দিনে এসে বল রিভার্স করতে পরেছেন মহম্মদ সামি। এটাই টেস্ট ক্রিকেট।  ১০ তারিখ থেকে তিন টেস্টের সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হচ্ছে পুণেতে। প্রথম টেস্ট জিতে অনেকটা ভাল জায়গায় দাঁড়িয়ে ভারতীয় দল। প্রোটিয়াসদের কাছে এবার সিরিজ বাঁচানোর লড়াই। 

আরও পড়ুন - লন্ডনে সফল অস্ত্রপচার হার্দিকের, মাঠে ফিরতে লাগবে প্রায় পাঁচ মাস

PREV
click me!

Recommended Stories

IND vs SA 4th T20: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চতুর্থ টি-২০ ম্যাচে বাদ শুভমান গিল? দলে আসতে পারে তিনটি পরিবর্তন
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ২০২৫: অভিজ্ঞানের অপরাজিত দ্বিশতরান, মালয়েশিয়াকে উড়িয়ে দিল ভারত