IND VS SA TEST: সেঞ্চুরিয়ন টেস্ট জয়ের পর টিম ইন্ডিয়ার তুমুল নাচ,দেখুন ভাইরাল ভিডিও

ভারত বনাম দক্ষিণ আফ্রিকার (India vs South Africa) প্রথম টেস্ট। ডিন এলগারের (Dean Elger)দলকে ১১৩ রানে হারিয়েছে বিরাট কোহলির (Virat Kohli) দল। ম্য়াচের পর ভাইরাল (Viral) ভারতীয় দলের (Indian Team)সেলিব্রেশনের ভিডিও।

সেঞ্চুরিয়নে (Centurion) ভারত বনাম দক্ষিণ আফ্রিকার (South Africa) প্রথম টেস্টে ঐতিহাসিক জয় পেয়েছে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। ম্যাচে  ১১৩ রানে ডিন এলগারেরর  (Dean Elger) দলকে হারিয়ে ৩ ম্য়াচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গিয়েছে বিরাট কোহলির (Virat Kohli) দল। সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার দুর্গ ভাঙার পাশাপাশি প্রথম এশীয় দল হিসেবে ওই মাঠে টেস্ট জয়ের রেকর্ড গড়েছে টিম ইন্ডিয়া (Team India)। ক্রিসমাস ও নতুন বছরকে স্বাগত জানানোর প্রাক্কালে সমর্থকদের জয়ও উপহার দিয়েছে ভারতীয় দল। একইসঙ্গে বছরেরে শেষ ম্য়াচে জয়,তারউপর বর্ষবরণের উৎসব সব কিছু মিলে আনন্দ উল্লাসে মাতলেন ভারতীয় ক্রিকেটাররা। দক্ষিণ আফ্রিকার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ের পর হোটেলে ফিরে ভারতীয় ক্রিকেটারদের বিজয় উল্লাসের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল (Viral) সোশ্যাল মিডিয়ায় (Social Media)। 

বিদেশের মাটিতে টেস্ট সিরিজ জয় বা বড় ম্যাচ জিতলে ঢাক-ঢোল, আতসবাজি দিয়ে বিজয় উল্লাস ও দলকে স্বাগত জানানো এখন রীতিতে পরিণত হয়েছে। এবারও তার ব্যতিক্রম হয়নি। সোশ্যাল মিডিয়ায় ভারতীয় তারকা অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন একটি ভিডিও শেয়ার করেছেন যেখানে দেখা যাচ্ছে, বৃহস্পতিবার ম্যাচ জেতার পরে হোটেলে ভারতীয় দলকে বিশেষ ভাবে স্বাগত জানান কর্মীরা। সকলেই প্রস্তুত ছিলেন বাজি ও বাজনা নিয়ে। সেই উৎসবে গা ভাসান  কোহলিরা। হোটেল স্টাফদেরও লনে নাচতে দেখা যায় ক্রিকেটারদের সঙ্গে।
বাজনার তালে নাচতে দেখা যায় রবিচন্দ্রন অশ্বিন,মহম্মদ সিরাজ, চেতেশ্বর পুজারাদের। বিশেষ করে সর্বদা গরুগম্ভীর থাকা পুজারার নাচ অবাক করেছে সকলকেই। অন্যান্য ক্রিকেটাররা যারা ভিডিও করছিলেন তাদের সঙ্গে মজাও করতে দেখা যায় অশ্বিন-সিরাজদের। যেই ভিডিও মুহূর্তে ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়।

Latest Videos

 

 

প্রসঙ্গত, সেঞ্চুরিয়ন টেস্টে টস জিতে ব্য়াটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতী টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহলি। ওপেনিং করতে নেমে দুরন্ত শুরু করেন  দুই ওপেনার কেএল রাহুল।অর্ধশতরান করেন মায়াঙ্ক আগরওয়াল। শতরানের অনবদ্য ইনিংস খেলেন কেএল রাহুলও। প্রথম ইনিংসে ৩২৭ রান করে ভারতীয় দল। ৬ উইকেট নেন লুঙ্গি এনগিডি। জবাবে  দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে ১৯৭ রানে অলআউট হয়ে যায়। সর্বোচ্চ ৫২ রান করেন টেম্বা বাভুমা। ৫ উইকেট নেন মহম্মদ শামি। প্রথম ইনিংসে ১৩০ রানের লিড নেয় টিম ইন্ডিয়া। দ্বিতীয় ইনিমসে ভারতীয় দল অলআউট হয়ে যায় ১৭৪ রানে। সর্বোচ্চ ৩৪ রান করেন ঋষভ পন্থ। প্রোটিয়াদের হয়ে ৪টি করে উইকেট নেন রাবাডা,জানসেন ও ২টি উইকেট দেন এনগিডি। প্রথম ইনিংসের লিড নিয়ে দক্ষিণ আফ্রিকাকে ৩০৫ রানের টার্গেট দেয় ভারত। জবাবে ১৯১ রানে অলআউট হয়ে যায় প্রোটিয়া ব্রিগেড। ১১৩ রানে ম্য়াচ জেতে ভারত।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live: এগরায় জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের
‘Bangladesh-কে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন Dilip Ghosh | Bangladesh News
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari
Narendra Modi : 'কুয়েত যেন মিনি হিন্দুস্তান', কুয়েত সফরে এসে কেন বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?