অমিতাভ সহ বচ্চন পরিবারের দ্রুত আরোগ্য কামনা ভারতীয় ক্রিকেটারদের

  • করোনা ভাইরাসে আক্রান্ত বিগ বি অমিতাভ বচ্চন
  • মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন অভিষেক বচ্চনও
  • গোটা দেশ জুড়ে চলছে বচ্চন পরিবারের সুস্থতা কামনা
  • বচ্চন পরিবারের দ্রুত আরোগ্য কামনা ভারতীয় ক্রিকেটারদের
     

শনিবার রাতের একটি ট্যুইট ঘুম কেড়ে নিয়েছিল গোটা দেশবাসীর। ট্যুইট করে করোনা আক্রান্ত হওয়ার খবর দেশবাসীকে জানিয়েছিলেন বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চন। তারপরেই ট্যুইট করে করোনা পজেটিভ হওয়ার খবর দিয়েছিলেন অভিষেক বচ্চনও। অমিতাভ বচ্চনের করোনা আক্রান্ত হওয়ার খবর নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে। বর্তমানে মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিগ বি। তার অবস্থা স্থিতিশীল। স্বাভাবিক রয়েছে পরিবারের অন্যান্য করোনা আক্রান্ত সদস্যরাও। শনিবার রাত থেকেই অমিতাভ বচ্চনের আরোগ্য কামনা করে একের পর এক টুইট আসছে। অগণিত অনুরাগী তো বটেই, গ্ল্যামার দুনিয়ার তারকা থেকে ক্রীড়াবিদ, রাজনীতিবিদ- প্রত্যেকেই এমন খবরে চিন্তা প্রকাশ করেছেন। দিকে দিকে শুরু হয়েছে পুজো-অর্চনাও। একইসঙ্গে অমিতাভ বচ্চনের দ্রুত আরোগ্য কামনা করেছেন সকলে। ভারতীয় ক্রিকেটাররাও বচ্চন পরিবারের দ্রুত আরোগ্য কামনা করেছেন।

আরও পড়ুনঃঅস্ট্রেলিয়ায় শুধু নিজে ভাল খেললে হবে না,দলকেও জেতাতে হবে, কোহলিকে বার্তা সৌরভের

Latest Videos

আরও পড়ুনঃএলবিডব্লুর ক্ষেত্রে আইসিসির 'আম্পায়ার্স কল' নিয়মের পরিবর্তন চান সচিন

শনিবার রাতে অমিতাভ বচ্চনের করোনা আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসার পরই ট্যুইটারে বার্তা দেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর। 'নিজের যত্ন নেবেন অমিতজি। আপানার সুস্বাস্থ্য ও দ্রুত আরোগ্য কামনা করি।' এরপরই অভিষেক বচ্চনের করোনা আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসার পর ফের আরও একটি ট্যুইট করেন সচিন তেন্ডুলকর। লেখেন,'নিজেকে শক্ত কক বন্ধু। তুমি ও তোমার পরিবারের দ্রুত আরোগ্য কামনা করি।

 

অমিতাভ বচ্চন ও অভিষেক বচ্চনের দ্রুত আরোগ্য কামনা করে সোশ্যাল মিডিয়ায় বার্তা দেন ভারতীয় দলের ওপেনার শিখর। সোশ্যাল মিডিয়ায় শিখর লেখেন, 'সিনিয়র বচ্চন ও জুনিয়র বচ্চনের প্রার্থনা ও শুভকামনা রইল। আশা করি আপনারা খুব দ্রুত সুস্থ হয়ে উঠবেন।' 

 

 

বিগ বি-র সুস্থতা চেয়ে সোশ্যাল মিডিয়ায় বার্তা দেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণও। তিনি ট্যুইটার বার্তায় লেখেন, খুব দ্রুত সুস্থ হয়ে উঠুন অমিতজি। আপানর দ্রুত আরোগ্য কামনা করি।

 

 

বলিউড শাহেনশার আরোগ্য কামনা করে ট্যুইটারে বার্তা দিয়েছেন প্রাক্তন তারকা ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিংও। তিনি লিখেছেন,'আপনার দ্রুত আরোগ্য কামনা করি বচ্চন স্যার। সারা দেশের প্রার্থনা ও শুভকামনা আপনার সঙ্গে রয়েছে। আপনি সর্বদা একজন যোদ্ধা ছিলেন এবং এটি আপনার ইচ্ছা শক্তি এবং স্থিতিস্থাপকতার সাথে দেখতে পাবেন। আশা করি আপনি খুব শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন।'

 

 

ট্যুইটারে বার্তার মাধ্যমে অমিতাভ বচ্চনের দ্রুত আরোগ্য কামনা করেছেন ভারতীয় ক্রিকেটার সুরেশ রায়না। তিনি লিখেছেন,'আপনি পর্দায় ও বাস্তব জীবনে অনেক লড়াই করেছেন এবং জিতেছেন। আমাদের একমাত্র জীবন্ত কিংবদন্তীর জন্য শুভকামনা। এই যুদ্ধেও আপনি জয়লাভ করবেন। শীঘ্রই সুস্থ হয়ে উঠুন। আপনার দীর্ঘ, সুখী এবং স্বাস্থ্যকর জীবন কামনা করি।'

 

 

অমিতাভ বচ্চন ও অভিষেক বচ্চনের দ্রুত সুস্থতা কামনা করে বার্তা দিয়েছেন ভারতীয় পেসার মহম্মদ শামিও। তিনি লিখেছেন, আপনারা দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরে আসবেন, আমি এবং ভারতের প্রতিটি নাগরিক আপনাদের সঙ্গে রয়েছেন।

 

 

Share this article
click me!

Latest Videos

হিন্দু হওয়ার অপরাধে প্রধান শিক্ষককে বাধ্য করা হল পদত্যাগ করতে, গর্জে উঠে যা বললেন Suvendu Adhikari
Suvendu Adhikari Live: সল্টলেকে সংবাদমাধ্যমের মুখোমুখি শুভেন্দু অধিকারী, দেখুন সরাসরি
Kolaghat-এ Mamata Banerjee-কে তীব্র আক্রমণ Suvendu Adhikari-র! দেখুন কী বললেন শুভেন্দু
Mamata banerjee-কে সরাসরি চ্যালেঞ্জ Suvendu Adhikari-র! ২৬-এ হবে আসল খেলা | Suvendu Adhikari News
‘Trinamool-র ভীত হচ্ছে চোর ডাকাত’ Mamata Banerjee-কে সরাসরি তোপ Agnimitra Paul-এর | Agnimitra Paul