হঠাৎ ধোনি ভক্ত শাস্ত্রী, মাহির সমলোচকদের একহাত নিলেন ভারতীয় কোচ

  • ধোনির সমলোচকদের বিরুদ্ধে এবার মুখ খুললেন কোচ শাস্ত্রী
  • ধোনির অবসর ধোনি নিজেই ঠির করবে সেই অধিকার মাহির আছে, বলছেন রবি
  • ভারতের হয়ে টি২০ বিশ্বকাপ খেলতে পারেন মহি ইঙ্গিত শাস্ত্রী
  • সভাপতি সৌরভকে অভিনন্দন জানালেন ভারতীয় দলের কোচ
Anirban Sinha Roy | Published : Oct 26, 2019 7:41 AM IST

ভারতের বিশ্বকাপ জয়ী ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন মহেন্দ্র সিং ধোনি। ভারতীয় দলের হয়ে বেশি ভাগ প্রতিযোগিতাই চ্যাম্পিয়ন হয়েছেন তিনি। এবার সেই ধোনিকে নিয়েই মুখ খুললেন ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রী। ভারতীয় দলে সময় ফুরিয়ে এসেছে ধোনি এমন মন্তব্য করেছেন ক্রিকেট মহলের অনেকেই। তবে সেই কথাকে এবার গুরুত্বহীন বলছেন ভারতীয় কোচ শাস্ত্রী। ১৫ বছর ক্রিকেট খেলার পর ধোনির অবসর নিয়ে সিদ্ধান্তটা নিজেই নেবেন ধোনি, এমনটাই মত রবির। একই সঙ্গে ধোনিকে নিয়ে বেফাস কথা বলা মানুষদেরও একহাত নিয়েছেন শাস্ত্রী। একই সঙ্গে টি২০ বিশ্বকাপের মঞ্চে দেখা যাবে ধোনিকে এমনটাও ইঙ্গিত দিয়েছেন ভারতীয় দলের কোচ।

আরও পড়ুন, ভারতের টি-২০ দলে দুই ধুন্ধুমার ব্যাটসম্যান, স্যামসন-শিভম-রা কি পারবেন প্রত্যাশা পূরণ করতে

Latest Videos

ধোনির বিষয় নিয়ে ভারতীয় কোচ বলেন,' ভারতীয় ক্রিকেটে ধোনি একজন অন্যতম ব্যক্তিত্ব। ভারতের হয়ে ১৫ বছর ক্রিকেট খেলছে। তারপরও যদি কেউ ওকে নিয়ে বেশ কথা বলতে আসে। তখন ব্যাপারটা খুব অবাক লাগে। যাঁরা নিজের জুতোর ফিতে বাঁধতে পারেন না তাঁরা আবার ধোনিকে নিয়ে এত কথা বলছেন কি করে বুঝতে পারি না। ধোনির যখন ইচ্ছা তখন অবসর নেবে। সেটার অধিকার ধোনিরা আছে। ভারতীয় ক্রিকেটে এই অধিকার রয়েছে মাহির। তাই এই বিষয় নিয়ে আর জল ঘোলার প্রয়োজন নেই বলে আমার মনে হয়।'

আরও পড়ুন, কবে ফিরবেন বুমরা, জানা যেতে পারে দীপাবলির পর

পাশাপাশি ভারতীয় ক্রিকেট দল নিয়েও মুখ খোলেন রবি শাস্ত্রী। আগামী দুই বছর ভারতীয় ক্রিকেট দল টেস্ট ক্রিকেটের পাশাপাশি টি২০ ক্রিকেটেও ফোকাস করবে বলে জানিয়ে দিয়েছেন শাস্ত্রী। আগামী বছর টি২০ বিশ্বকাপ জেতাকেই একমাত্র পাখির চোখ করছেন বিরাটরা এমনটা ইঙ্গিত দেন রবি। অপরদিকে, টি২০ বিশ্বকাপে ভারতীয় দলে খেলতে দেখা যাবে মাহিকে এমনটাও ইঙ্গিত দিয়ে রাখলেন ভারতীয় দলের কোচ। কোহলিদের দলের হালচাল নিয়ে শাস্ত্রী বলেন, 'পরের দুই বছর ভারতীয়ে দল টি২০ ক্রিকেটের ওপর ফোকাস করবে। টেস্ট চ্যাম্পিয়নশিপকে মাথায় রেখে টেস্ট ক্রিকেট ও টি২০ দুই নিয়েই ভাববে ভারতীয় দল। একই সঙ্গে ক্রিকেটারদের সুযোগ দিয়ে দেখে নেওয়া হচ্ছে কে কেমন। তবে আগামী সব দিক দেখেই দল নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।'

আরও পড়ুন, ভারত অধিনায়ক সৌরভই হবেন দক্ষ প্রশাসক, সাক্ষীর অপেক্ষায় ক্রিকেট বিশ্ব

একই সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিসিসিআই প্রেসিডন্ট হওয়া নিয়েও মুখ খোলেন শাস্ত্রী। সৌরভের সভাপতি পদ পাওয়ায় খুশি হয়েছেন শাস্ত্রী। সব বিতর্কের অবসান ঘটিয়ে নিজে মুখেই এমনটা বলেন রবি। তিনি বলেন, 'সৌরভ বোর্ড সভাপতি হয়েছে। সেটা নিয়ে বেশ খুশি আমি। আশা করি ও খুব ভালো কাজ করবে। আগামী দিনে বোর্ডকে আরও এগিয়ে নিয়ে যাবে।'

Share this article
click me!

Latest Videos

'জঙ্গিরা ধরা তো পড়ছে, তাহলে আর চিন্তার কি আছে?' হাসতে হাসতে উত্তর রচনার | Rachna Banerjee News
Suvendu Adhikari Live : বিধানসভার বাইরে বিস্ফোরক শুভেন্দু অধিকারী, সরাসরি | Bangla News
'মমতা পশ্চিমবঙ্গে ১ কোটি রোহিঙ্গা ঢুকিয়েছে', বিস্ফোরক মন্তব্য Suvendu Adhikari-র
'তৃণমূলের শান্তির ছেলেরা প্রমাণ লোপাট করেছে' | Suvendu Adhikari | #shorts #suvenduadhikari #rgkar
এ যেন লুকোচুরি খেলা! ক্ষণে ক্ষণে স্থান পরিবর্তন, এখনও অধরা বাঘিনী যমুনা | Jhargram Tiger News