সংক্ষিপ্ত

  • ভারতীয় দলে নতুন মুখ আরসিবি ক্রিকেটার শিভম দুবে
  • বিরাট, ডি ভিলিয়ার্সের থেকে অনুপ্রেরণা পেয়েছেন বললেন শিভম
  • ভারতীয় দলে চার বছর পর সুযোগ পেলেন সঞ্জু স্যামসন
  • সঞ্জুকে অভিনন্দন জানালেন প্রাক্তন ভারতীয় ওপেনার গম্ভীর
     

ভারতীয় দলে দীর্ঘ ৪ বছর পর জায়গা করে নিলেন কেরলের ব্য়াটসম্যান সঞ্জু স্যামসন। চলতি মরশুমে ফার্স্ট ক্লাস ক্রিকেটে দ্বিশতরান করার পর এবার সরাসরি ভারতীয় দলে জায়গা করে নিলেন সঞ্জু। আগামী টি২০ সিরিজে বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় দলের হয়ে খেলবেন এই ক্রিকেটার। ঘরোয়া ক্রিকেটে নিয়মিত ভালো পারফর্ম করতে দেখা গিয়েছে সঞ্জুকে। তবে ভারতীয় দলে বেশ বছর জায়গা হয়নি তাঁর। আইপিএলের মঞ্চেও ভালো পারফর্ম করতে দেখা গিয়েছে তাঁকে। তবে এবার সাফল্যের চাবিকাঠি খুলে গেল এই কেরলের ক্রিকেটারের। ২০১৫ সালে শেষ একটি টি২০ ম্যাচ খেলেছিলেন জাতীয় দলের হয়ে। তবে এবার সেই খরা কাটিয়ে জাতীয় দলে ফিরলেন সঞ্জু। অপরদিক, ভারতীয় টি২০ দলের নতুন মুখ শিভম দুবে। মুম্বইয়ের এই উঠতি ক্রিকেটারকে এবার দলে নিলেন নির্বাচকরা। বিরাট কোহলি ও ডি ভিলিয়ার্সের থেকেই নির্ভয়ে লড়াই করা শিখেছেন শিভম, বললেন নিজেই।

আরও পড়ুন, বাংলাদেশের বিরুদ্ধে দল ঘোষণা, সঞ্জু-র প্রত্যাবর্তন হলেও নেই শাহবাজ

অপরদিকে, বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় দলে জায়গা করে নিয়েছেন মুম্বই ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলের শিভম দুবে। সব কিছু হার মানিয়ে ক্রিকেটের মাঠে এসেছিলেন মুম্বইয়ের এই ক্রিকেটার। পয়সার সমস্যা থাকায় ৪ বছর ক্রিকেট মাঠে পা রাখতেন না শিভম। ১৪ বছরের পর ফের ১৮ বছর বয়স থেকে ক্রিকেট শুরু করেছিলেন শিভম। আর তারপর নিজের কাকার সাহায্যে ফের একবার ক্রিকেট মাঠে পা রাখেন শিভম। এবার ভারতীয় দলের সুযোগটা একটা অন্যরকম পাওনা বলে দাবি করেছেন শিভম দুবে। তিনি বলেন, 'এটা বলে বোঝানো সম্ভব নয়। এটা অন্যরকমের একটা পাওনা। আমার বাবা আমাকে ক্রিকেট খেলার জন্য অনেক সাহায্য করেছেন। তবে এক সময় হয়ে ওঠেনি। তারপর আমার কাকার সাহায্যে ১৮ বছর বয়সে ফের ক্রিকেট মাঠে ফিরি। একই সঙ্গে আমার কোচ চন্দ্রকান্ত পণ্ডিত আমাকে সাহায্য করেছেন। ভারতীয় সুযোগ পাওয়াটা একটা অন্যরকম অনুভূতি। ভালো ক্রিকেট খেলার চেষ্টা করব।'

আরও পড়ুন, সৌরভের সঙ্গে বৈঠক কোহলি-রোহিতের, ধোনি নিয়ে বার্তা দিলেন নির্বাচক প্রধান

একই সঙ্গে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি ও আরসিবি দলের ক্রিকেটার দক্ষিণ আফ্রিকার এবিডি ভিলিয়ার্সের থেকে অনেক সাহায্য পেয়েছেন শিভন দুবে এমনটাও বলেন তিনি। শিভম আরও বলেন, 'ভিলিয়ার্স ও কোহলির থেকে আমি ভয় ছাড়া খেলতে শিখেছি। আরসিবি দলের থেকে অনেক কিছু শিখেছি। এত বড় ক্রিকেটারদের পাশে পেয়ে আমি ধন্য।'

 

 

অপরদিকে, ভারতীয় দলে মাত্র একটি ম্যাচ খেললেও আইপিএলে ভালো ক্রিকেট খেলতে দেখা যায় স্যামসনকে। সেই সঙ্গে এবছর বিজয় হাজারের ভালো পারফরম্যান্স ফের একবার ভারতীয় দলের দরজা খুলে দিল স্যামসনের। আর সুযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে তাঁকে অভিনন্দন জানালেন প্রাক্তন ভারতীয় ওপেনার গৌতম গম্ভীর। তিনি টুইট করে লেখেন, 'অনেকদিনের পাওনা জমে আছে। বেশ কয়েক বছর পর ভারতীয় দলে ডাক পেল সঞ্জু স্যামসন। আশা করি আগামী দিনে আরও ভালো কিছু হবে। এগিয়ে যাও আর নিজের সুযোগ কাজে লাগাও সঞ্জু।'