অস্ট্রেলিয়ার ভারতীয় দলের জার্সিতে ফিরছে ৯২-এর স্মৃতি, রেট্রো লুকে ২২ গজ মাতাবে টিম ইন্ডিয়া

  • ২৭ নভেম্বর থেকে শুরু হচ্ছে ভারতের অস্ট্রেলিয়া সফর
  • প্রথমে টি২০ ও ওয়ান ডি সিরিজে মুখোমুখি হবে দুই দল
  • সীমিত ওভারের সিরিজে নতুন জার্সিতে খেলবে টিম ইন্ডিয়া
  • বিরাটদের নতুন জার্সি ঘিরে ফ্যানেদের মধ্যে বাড়ছে কৌতুহল
     

আসন্ন অস্ট্রেলিয়া সফরে নতুন জার্সিতে দেখা মেন ইন ব্লুদের। কোহলি, ধওয়ান, হার্দিকদের জার্সিতে ফিরতে চলেছে অতীতের টিম ইন্ডিয়ার স্মৃতি। ১৯৯২ সালের ক্রিকেট বিশ্বকাপে যে জার্সি পড়েছিলেন তৎকালীন সচিন তেন্ডুলকর, মহম্মদ আজহারউদ্দিনরা, কপিল দেব, রবি শাস্ত্রীরা সেই ধাচেই  ও কালার কম্বিনেশনে তৈরি হচ্ছে ভারতীয় দলের নতুন জার্সি। আকাশি নীল রংয়ের পরিবর্তে নতুন জার্সিতে থাকছে নীলের অন্য শেড। কাঁধের কাছে সবুজ, লাল ও সাদা রংয়ের তিনটি দাগও থাকছে।

সম্প্রতি পরিবর্তন হয়েছে ভারতীয় দলের কিট স্পনসর। এর আগে বিরাট-রোহিতদের কিট স্পনসর ছিল বিখ্যাত খেলার সরঞ্জাম প্রস্তুতকারক কোম্পানি নাইকি। কিন্তু বিভিন্ন কারণে স্পনসরশিপ থেকে সর যায় নাইকি কর্তৃপক্ষ। তারপর থেকেই খোঁজ শুরু হয়েছিল নতুন কিট স্পনসরের। তারপরই নাইকির পরিবর্তে ভারতীয় ক্রিকেট দলের নতুন কিট স্পনসর হয় ফ্যান্টাসি গেমিই সাইট এমপিএল। আর নতুন কিট স্পনসরই ভারতীয় জার্সিতে নিয়ে আসছে এই পরিবর্তন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিন ও টি২০ সিরিজে এই নতুন জার্সিতে দেখা যাবে টিম ইন্ডিয়াকে।

Latest Videos

জার্সির রং পরিবর্তন ভারতীয় দলের কাছে নতুন নয়। ২০১৯ সালের ক্রিকেট বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে কমলা রঙের জার্সিতে খেলেছিল বিরাট কোহলি অ্যান্ড ব্রিগেড। যদিও ম্যাচটি হারতে হয়েছিল ভারতকে। তারপর থেকে এখনও পর্যন্ত ওই জার্সি পরে খেলতে হয়নি কারোরষ কিন্তু এবার আসন্ন এস্ট্রেলিয়া সফরে ভারতীয় দলের জার্সির রং পরিবর্তন নিয়ে তৈরি হয়েছে  জল্পনা। তবে এই জার্সি পরিবর্তন লাকি না আনলাকি হয় তার উত্তর দেবে ভবিষ্যৎ।

Share this article
click me!

Latest Videos

'ভোট নেই, আমরাও আর নেই, তুমি আমার, আমি তোমার' মুসলিমদের বড় বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari
'ভারতের নতুন কাশ্মীর পশ্চিমবঙ্গ, আমরা কী শান্তিতে থাকতে পারব?' আশঙ্কা প্রকাশ Agnimitra-র
'BJP ক্ষমতায় এলে ৩ লাখের ঘর বানিয়ে দেব' বিরাট প্রতিশ্রুতি শুভেন্দুর | Suvendu Adhikari Sandeshkhali
#shorts মমতাকে পুরো ধুয়ে দিলেন শুভেন্দু | Suvendu Adhikari #shortsvideo #shortsfeed #shortsviral
মুজিবর রহমানের কোন চিহ্ন রাখতে চায় না MD Yunus, বুলডোজার দিয়ে ভাঙা হল ম্যুরাল চিত্র