আইপিএলে অভিষেক বাংলার ইশান পোড়েলের, সঞ্জু স্যামসনের শিকার করলেন 'চন্দননগর এক্সপ্রেস'

Published : Sep 21, 2021, 10:48 PM ISTUpdated : Sep 22, 2021, 04:02 PM IST
আইপিএলে অভিষেক বাংলার ইশান পোড়েলের, সঞ্জু স্যামসনের শিকার করলেন 'চন্দননগর এক্সপ্রেস'

সংক্ষিপ্ত

আইপিএলে পঞ্জাব কিংসের হয়ে অভিষেক হল বাংলার ফাস্ট বোলার ইশান পোড়েলের। অভিষেক ম্য়াচেই সঞ্জু স্যামসনকে আউট করলেন তিনি। মোট ৪ ওভার ৩৯ রান দিয়ে নিলেন ১ উইকেট।  

বাংলা দলের হয়ে ঘরয়া ক্রিকেট আগেই নজর কেড়েছিলেন তরুণ পেসার ইশান পোড়েল (Ishan Porel)। প্রথম শ্রেণির ক্রিকেটে ২২ ম্য়াচ রয়েছে ৬১ উইকেট। ২০১৯-২০ মরসুমে বাংলা দলের রঞ্জি ট্রফির (Ranji Trophy) ফাইনালে ওঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন 'চন্দননগর এক্সপ্রেস' ইশান পোড়েল। সেই সুবাদেই আইপিএলে (IPL 2021) পঞ্জাব কিংস (Punjab Kings) দলে সুযোগ পান। দীর্ঘ দিন ধরে প্রথম এগারোয় সুযোগ পাওয়ার প্রতীক্ষায় ছিল বাংলার ঘরের ছেল। অবশেষে মরুদেশে আইপিএলের দ্বিতীয় পর্বে হল স্বপ্নপূরণ।

আইপিএল ২০২-এর দ্বিতীয় পর্বে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে পঞ্জাব কিংস ও রাজস্থান রয়্যালস। অনুশীলনে কোচ অনিল কুম্বলে (Anil Kumble) সহ অন্যান্য কোচিং স্টাফদের নজর কেড়েছিলেন। সেই ম্যাচেই প্রথম একাদশে সুযোগ পেলেন ইশান পোড়েল। তবে এত বড়া মাপের প্রতিযোগিতায় বল হাতে প্রথম ২ ওভার খুব একটা ভালো যায়নি ইশানের। খরচ করে বসেন ২৫ রান। কিন্তু দ্বিতীয় স্পেলে ছন্দে ফেরেন ইশান। দ্বিতীয় স্পেলের ২ ওভারে মাত্র ১৪ রান দিয়ে তুলে নেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসনের উইকেট।

গোটা স্পেলে মোট ৪ ওভারে ৩৯ রান দিয়ে ১টি উইকেট পান ইশান। রান একটি বেশি খরচ করলেও, অভিষেক ম্য়াচে সঞ্জু স্যামসনের মত বড় উইকেট পেয়ে খুশি বাংলার পেসার। প্রথম ম্যাচের অভিজ্ঞতা ভবিষ্যতেও কাজেও লাগবে। আগামি দিনে সুযোগ পেলে আরও ভালো বোলিং করে দলকে সাফল্য এনে দেওয়াই লক্ষ্য় ইশান পোড়েলের। আইপিএলের মত প্রতিযোগিতায় অভিষেক ও উইকেট পাওয়ায় খুশি চন্দনগরে ইশান পোড়েলের পরিবার।  

PREV
click me!

Recommended Stories

IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে বিশ্বরেকর্ড গড়লেন রোহিত, সচিন-লারাদের পাশে নাম লেখালেন হিটম্যান
India vs South Africa T20: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ওপেন করবেন শুভমান গিল?