আইপিএলে অভিষেক বাংলার ইশান পোড়েলের, সঞ্জু স্যামসনের শিকার করলেন 'চন্দননগর এক্সপ্রেস'

আইপিএলে পঞ্জাব কিংসের হয়ে অভিষেক হল বাংলার ফাস্ট বোলার ইশান পোড়েলের। অভিষেক ম্য়াচেই সঞ্জু স্যামসনকে আউট করলেন তিনি। মোট ৪ ওভার ৩৯ রান দিয়ে নিলেন ১ উইকেট।
 

বাংলা দলের হয়ে ঘরয়া ক্রিকেট আগেই নজর কেড়েছিলেন তরুণ পেসার ইশান পোড়েল (Ishan Porel)। প্রথম শ্রেণির ক্রিকেটে ২২ ম্য়াচ রয়েছে ৬১ উইকেট। ২০১৯-২০ মরসুমে বাংলা দলের রঞ্জি ট্রফির (Ranji Trophy) ফাইনালে ওঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন 'চন্দননগর এক্সপ্রেস' ইশান পোড়েল। সেই সুবাদেই আইপিএলে (IPL 2021) পঞ্জাব কিংস (Punjab Kings) দলে সুযোগ পান। দীর্ঘ দিন ধরে প্রথম এগারোয় সুযোগ পাওয়ার প্রতীক্ষায় ছিল বাংলার ঘরের ছেল। অবশেষে মরুদেশে আইপিএলের দ্বিতীয় পর্বে হল স্বপ্নপূরণ।

Latest Videos

আইপিএল ২০২-এর দ্বিতীয় পর্বে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে পঞ্জাব কিংস ও রাজস্থান রয়্যালস। অনুশীলনে কোচ অনিল কুম্বলে (Anil Kumble) সহ অন্যান্য কোচিং স্টাফদের নজর কেড়েছিলেন। সেই ম্যাচেই প্রথম একাদশে সুযোগ পেলেন ইশান পোড়েল। তবে এত বড়া মাপের প্রতিযোগিতায় বল হাতে প্রথম ২ ওভার খুব একটা ভালো যায়নি ইশানের। খরচ করে বসেন ২৫ রান। কিন্তু দ্বিতীয় স্পেলে ছন্দে ফেরেন ইশান। দ্বিতীয় স্পেলের ২ ওভারে মাত্র ১৪ রান দিয়ে তুলে নেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসনের উইকেট।

গোটা স্পেলে মোট ৪ ওভারে ৩৯ রান দিয়ে ১টি উইকেট পান ইশান। রান একটি বেশি খরচ করলেও, অভিষেক ম্য়াচে সঞ্জু স্যামসনের মত বড় উইকেট পেয়ে খুশি বাংলার পেসার। প্রথম ম্যাচের অভিজ্ঞতা ভবিষ্যতেও কাজেও লাগবে। আগামি দিনে সুযোগ পেলে আরও ভালো বোলিং করে দলকে সাফল্য এনে দেওয়াই লক্ষ্য় ইশান পোড়েলের। আইপিএলের মত প্রতিযোগিতায় অভিষেক ও উইকেট পাওয়ায় খুশি চন্দনগরে ইশান পোড়েলের পরিবার।  

Share this article
click me!

Latest Videos

'কত বড় সাহস! পুলিশ বাড়ি বাড়ি গিয়ে বলেছে ভোট দিতে যাবে না' এ কী অভিযোগ করলেন শুভেন্দু
Live: সাংবাদিক সম্মেলনে শমীক ভট্টাচার্য, কী বললেন তিনি, দেখুন সরাসরি
'ভাইপোর চাকর পুলিশ কেন বিজেপি পোলিং এজেন্টদের গ্রেফতার করল?' গর্জে উঠে প্রশ্ন তুললেন শুভেন্দু
বাজার থেকে ফেরার পথেই ঘটলো অঘটন! আতঙ্কের ছায়া শান্তিপুরে, দেখুন | Nadia News Today
অসাধ্য সাধন! যথেষ্ট পরিকাঠামো না থাকার সত্ত্বেও ৮০০ গ্রামের শিশুকে বড় করে তুলল বারাসাত মেডিক্যাল