IPL 2021,Qualifier 2, DC vs KKR - মহাষ্টমীর মহাযুদ্ধে নাইটদের মুখোমুখি বেলাইন রাজধানী এক্সপ্রেস

বুধবার, আইপিএল ২০২১-এর দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)-এবং কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। পরপর দুই ম্যাচ হেরে প্রায় বেলাইন দিল্লি, আর একেবারে সঠিক সময়ে দক্ষতার শীর্ষে উঠছে কেকেআর। 

বুধবার, মহাষ্টমীর দিনে আরও এক মহাযুদ্ধ কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) সামনে। আইপিএল ২০২১-এর দ্বিতীয় কোয়ালিফায়ারে দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)-এর মুখোমুখি হচ্ছে নাইটরা। গত মরসুমে ফাইনালে ওঠার পরও দিল্লির প্রথম আইপিএল ট্রফি জেতা হয়নি। অন্যদিকে, আইপিএল ২০২১-এর সংযুক্ত আরব আমিরশাহি পর্বে দুর্দান্ত ছন্দে রয়েছে কেকেআর। এদিন যারাই পরাজিত হবে, তাদেরই দৌড় এবারের মতো শেষ হয়ে যাবে, অন্যদল যাবে ফাইনালে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)-এর মোকাবিলা করতে।

বর্তমান ফর্ম

Latest Videos

ডিসি লিগ পর্ব শেষ করেছিল পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে। কিন্তু গত রবিবার দুবাইয়ে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে থাকা সিএসকের বিরুদ্ধে প্রথম কোয়ালিফায়ারে পরাজিত হয়েছে তারা। তার আগে আরসিবির বিরুদ্ধে লিগের শেষ ম্যাচেও একেবারে শেষ বলে হারতে হয়েছিল তাদের। 

দিল্লির খেলায় যখন দম ফুরিয়ে আসার ইঙ্গিত দেখা যাচ্ছে, তখন একেবারে সঠিক সময়ে পিকে উঠছে কেকেআর। লিগ টেবিলে কলকাতার দল শেষ করেছিল চতুর্থ স্থানে। তবে সোমবার দুবাইয়ে, পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে শেষ করা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ার খেলার যোগ্যতা অর্জন করেছে নাইটরা। শুধু তাই নয়, গত দুই ম্যাচেই একেবারে দাপট দেখিয়ে জিতেছে কেকেআর। 

দল গঠন

চলতি মরসুমের সব থেকে ভারসাম্যপূর্ণ দল দিল্লি ক্যাপিটালস। প্রতিটি বিভাগে আন্তর্জাতিক তারকা এবং তরুণ ভারতীয় প্রতিভা সমানভাবে ছড়িয়ে আছেন। চেন্নাইয়ের বিরুদ্ধে পরাজিত হলেও, সেই ম্যাচে ওপেনার পৃথ্বী শ, ঋষভ পন্থ এবং হেতমায়ার, খুব ভাল ব্যাট করেছিলেন। বল হাতে নখিয়া, রাবাডা, আবেশ খান, ভাল ফর্মে আছেন। দিল্লি দলে আরও ভারসাম্য এনেছে অলরাউন্ডার টম কুরানের অন্তর্ভুক্তি।

দীর্ঘদিন ধরেই কেকেআর দলের মূল শক্তি বোলিং। লকি ফার্গুসনের সঙ্গে প্রসিদ্ধ কৃষ্ণ বা শিবম মাভির জোরে বোলিং বিভাগ, আর তারসঙ্গে সুনীল নারাইন, বরুণ চক্রবর্তীর রহস্য স্পিন, প্রতিপক্ষের দুঃস্বপ্ন। তবে আমিরশাহিতে আসার পর থেকে শুবমান গিল, ভেঙ্কটেশ আইয়ার, রাহুল ত্রিপাঠী এবং নীতীশ রানার টপ অর্ডার দারুণ ফর্মে রয়েছে। যে কারণে অধিনায়ক ইয়ন মর্গানের অফ ফর্ম কিংবা আন্দ্রে রাসেলের প্রথম ওকাদশে না থাকাটাও কোনও প্রভাব ফেলছে না। নিজের ভূমিকা ভালভাবে পালন করছেন দীনেশ কার্তিকও। 

চোট-আঘাত 

দিল্লি ক্যাপিটালস দলে দীর্ঘদিন ধরেই চোটের জন্য নেই মার্কাস স্টইনিস। এদিনের ম্যাচের আগে তিনি খেলার মতো জায়গায় চলে আসবেন, এমনটা ভাবার কোনও কারণ নেই। 

অন্যদিকে, কেকেআর দলে আন্দ্রে রাসেল এবং প্রসিদ্ধ কৃষ্ণও ছোটখাটো চোটের সঙ্গে লড়াই করছেন। তাঁরা ম্যাচ ফিট হয়ে গেলে কেকেআর প্রথম একাদশে বদল আনে কিনা, সেটাই দেখার।

দ্বৈরথের পরিংসংখ্যান

এখনও পর্যন্ত ২৯টি ম্যাচে মুখোমুখি হয়েছে কেকেআর ও দিল্লি ক্যাপিটালস। কলকাতা জিতেছে ১৫টিতে। দিল্লি ১৩টিতে। সংযুক্ত আরব আমিরাশাহিতে চারটি ম্যাচ হয়েছে দুই দলের মধ্যে। দুই দলই দুটি করে ম্যাচে জয়ী হয়েছে। অন্যদিকে, শারজায় দুটি খেলা হয়েছে, দুই দলই জিতেছে একটি করে ম্যাচে। 

আবহাওয়া এবং পিচ রিপোর্ট

শারজার আবহাওয়া স্বাভাবিকভাবেই উষ্ণ হবে। ৩৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে তাপমাত্রা, এমনটাই আশা করা হচ্ছে। আর বাতাসের আর্দ্রতা থাকবে ৩৬ শতাংশ। শারজার পিচ এখনও অবধি বেশ মন্থর বলেই দেখা গিয়েছে। কাজেই ব্যাটারদের স্ট্রোক প্লে-র সমস্যা হবে। তবে, বাউন্ডারির দৈর্ঘ কম হওয়ায়, মিস টাইমড শটও ছয় হয়ে যেতে পারে। 

দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ

দিল্লি ক্যাপিটালস: শিখর ধাওয়ান, পৃথ্বী শ, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ (অধিনায়ক এবং উইকেটরক্ষক), মার্কাস স্টইনিস, শিমরন হেতমায়ার, অক্ষর প্যাটেল, কাগিসো রাবাদা, রবিচন্দ্রন অশ্বিন, আবেশ খান এবং আনরিখ নখিয়া। 

কলকাতা নাইট রাইডার্স: শুভমান গিল, ভেঙ্কটেশ আইয়ার, নীতিশ রানা, দীনেশ কার্তিক (উইকেটরক্ষক), ইয়ন মরগান (অধিনায়ক), রাহুল ত্রিপাঠি, সুনীল নারাইন, শিবম মাভি, সাকিব আল হাসান / আন্দ্রে রাসেল , লকি ফার্গুসন এবং বরুণ চক্রবর্তী।

Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury