দীপক চাহারের পর এবার আরসিবি তারকা, আইপিএলের আকাশে বাতাসে এখন শুধুই প্রেম

প্রেমিকা জয়া ভরদ্বাজকে (Jaya Bharadbaj) স্টেডিয়ামে বিয়ের প্রস্তাব দিয়েছেন দীপক চাহার (Deepak Chahar)। সেই ভিডিও ভাইরাল (Viral) নেট দুনিয়ায়। এবার সেই রেশ কাটতে না কাটতেই আইপিএল ২০২১ (IPL 2021) দেখল আরও এক প্রেম। এবার নেট দুনিয়ায় ভাইরাল আরসিবি (RCB)তারকা ও তার স্ত্রী।

ম্যাচ শেষে গ্যালারিতে গিয়ে  হাঁটু গেড়ে বসে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সিএসকে ক্রিকেটার  দীপক চাহার (Deepak Chahar)। প্রকাশ্যে এমন প্রস্তাব পেয়ে হ্যাঁ না বলে থাকতে পারনেনি চাহারের প্রেমিকা জয়া ভরদ্বাজ (Jaya Bharadbaj)। তবে শুধু দীপক চাহার ও জয়া ভরদ্বাজ নয়, মরুদেশে আইপিএল ২০২১-এর (IPL 2021) দ্বিতীয় পর্ব দেখল আরও এক 'প্রেমের কাহিনি'। যেখানে রোমান্সও ভরপুর। বলা চলে গানের তালে একসঙ্গে কোমড় দুলিয়ে নেট দুনিয়ার মন জয় করে নিলেন আরসিবি (RCB) তারকা এবি ডিভিলিয়ার্স (AB De Villiers)ও তার স্ত্রাী ড্যানিয়েল।

Latest Videos

দীপক চাহারের প্রেম নিবেদনের দিনই এবি ডিভিলিয়ার্সের স্ত্রী সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে ড্যানিয়েলের সঙ্গে চুটিয়ে ডান্স করছেন প্রোটিয়া তারকা। ডান্সের প্রতিটি স্টেপ, ডিভিলিয়ার্সের ড্যানিয়েলকে আলিঙ্গন, একে অপরের  মধ্যে হারিয়ে যাওয়া বারবার প্রমাণ করে দিয়েছে তাদের মধ্যে এখনও কতটা প্রেম ও রোমান্স রয়েছে। ভিডিওটি শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় কমেন্টও করেছেন ড্যানিয়েল। সেই কমেন্ট থেকে সকলেই বুঝচে পেরেছেন মিস্টার ৩৬০ ডিগ্রির সঙ্গে তার সম্পর্কের রসায়ন কতটা ভালো। কমেন্টে তিনি লেখেন,'৮০ বছর বয়সেও তোমার সঙ্গে এই ভাবে নাচার জন্য মুখিয়ে আছি। হয়তো তখন একটু আসতে নাচতে হবে।'

 

 

ড্যানিয়েলের শেয়ার করা এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে বেশি সময় নেয়নি। মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর তারকা ও তার স্ত্রীয়ের ডান্স। কমেন্ট করছেন অপর আরসিবি তারকা যুজবেন্দ্র চাহলের স্ত্রী ধনশ্রী ভার্মা।কমেন্টে তিনি লিখেছেন,'আমার ফেভারিট'। সঙ্গে দুটি লাভ ও ৪টি আগুন চিহ্নের ইমোজিও শেয়ার করেছেন চাহল পত্নী। এছাড়াও ডিভিলিার্স ও ড্যানিয়েলের নাচ দেখে মুগ্ধ গোটা নেট দুনিয়া ও ক্রিকেট বিশ্ব। ফলে একদিকে দীপক চাহার- জয়া ভরদ্বাজ, অপরদিকে ডিভিলিয়ার্স-ড্যানিয়েল। আইপিএলের আকাশে বাতাসে এখন শুধু প্রেম।

প্রসঙ্গত, এবার আইপিএলে প্লে অফের জন্য কোালিফাই করে গিয়েছে আরসিবি। তবে মরুদেশে আইপিএল ২০২১-এর দ্বিতীয় পর্বে নিজের সেরা ফর্মে নেই এবি ডিভিলিয়ার্স। তবে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে আরসিবি হারলেও, এবিডির ১৩ বলে ১৯ রানের ইনিংস প্লে অফের আগে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছে। যা কিছুটা স্বস্তি দিয়েছে আরসিবি টিম ম্যানেজমেন্ট। এখনও পর্যন্ত এবারের আইপিএলে   ১৩টি ম্যাচ খেলে ২৭৬ রান করেছেন ডিভিলিয়ার্স। প্লে অফে নিজের চেনা ছন্দে ফিরে দলকে প্রথম আইপিএল ট্রফি এনে দেওয়াই লক্ষ্য প্রোটিয়া তারকার।

Share this article
click me!

Latest Videos

জঙ্গি গ্রেফতারে কড়া বার্তা মিঠুনের | Mithun Chakraborty #shorts #mithunchakraborty #shortsvideo
চমকে উঠবেন! কৃষ্ণনগর পক্সো আদালতের বড় সাজা ঘোষণা | Nadia Latest News
'যেসব মুসলমানরা হিন্দুদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তাঁদেরই পূর্বপুরুষেরা হিন্দু ছিল' বিস্ফোরক অর্জুন
অসমে অ্যাকশন শুরু! খপাখপ শয়তান জঙ্গিগুলোকে ধরল পুলিশ | Murshidabad Latest News | Bangla News
West Bengal-এ জঙ্গিযোগ নিয়ে Mamata Banerjee-কে চরম তুলোধোনা Agnimitra Paul-এর! দেখুন কী বললেন