IPL 2021 - মুঠো বাগিয়ে এগিয়ে গেলেন রোহিত, ভয় পেয়ে গেলেন ঋতিকা , দেখুন ভিডিও

আইপিএল ২০২১ (IPL 2021) - মুঠি বাগিয়ে বউ-এর দিকে এগিয়ে গেলেন রোহিত শর্মা (Rohit Sharma)। ভয় পেয়ে গেলেন ঋতিকা সাজদে (Ritika Sajdeh), কী ঘটল দেখুন।
 

আইপিএল ২০২১ (IPL 2021) আইপিএল মরসুমে ট্রফি জেতার দৌড়ে অনেক পিছিয়ে পড়েছে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। তবে তাদের অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) এখনও তাঁর দলের ছেলেদের অনুপ্রাণিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি বলেছেন, হাল না ছেড়ে পয়েন্ট টেবিলে যতটা সম্ভব উপরে শেষ করার চেষ্টা করতে হবে। আর এই কথা বলে রোহিত, স্ত্রী ঋতিকা সাজদের (Ritika Sajdeh) সঙ্গে বানানো একটি ভিডিও আপলোড করেছেন ইনস্টাগ্রামে। যা নেটিজেনদের দারুণ মনে ধরেছে, ক্রমে ভাইরাল হচ্ছে সেটি।

আইপিএল ২০২১ (IPL 2021) আইপিএল মরসুমে ট্রফি জেতার দৌড়ে অনেক পিছিয়ে পড়েছে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। তবে তাদের অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) এখনও তাঁর দলের ছেলেদের অনুপ্রাণিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি বলেছেন, হাল না ছেড়ে পয়েন্ট টেবিলে যতটা সম্ভব উপরে শেষ করার চেষ্টা করতে হবে। আর এই কথা বলে রোহিত, স্ত্রী ঋতিকা সাজদের (Ritika Sajdeh) সঙ্গে বানানো একটি ভিডিও আপলোড করেছেন ইনস্টাগ্রামে। যা নেটিজেনদের দারুণ মনে ধরেছে, ক্রমে ভাইরাল হচ্ছে সেটি।

Latest Videos

"

কী আছে সেই ভিডিওয়? মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ককে দেখা গিয়েছে তাঁর স্ত্রীর সঙ্গে প্র্যাঙ্ক করতে। ভিডিওটি রোহিত নিজেই রেকর্ড করেছেন। মুম্বই ওপেনিং ব্যাটার প্রথমে দেখান তাঁর হাতে একটি চকলেট রয়েছে। এরপর তিনি সোজা ঋতিকার কাছে যান। তবে তিনি মুঠি বন্ধ করে ছিলেন। ঋতিকার কাছে গিয়ে রোহিত তাঁকে ফিস্ট বাম্প দিতে বলেন।

ঋতিকা প্রথমে দ্বিধা করেছিলেন। ভেবেছিলেন রোহিতের হাতে ভয়ঙ্কর কিছু আছে। রোহিত তাঁকে বোঝানোর চেষ্টা করেন, তাঁকে ফিস্টবাম্প দিতে। ক্যামেরার পিছন থেকে রোহিত বলেন, 'তোমার কি মনে হয় আমি তোমাকে ভয় দেখাব ঋতিকা? আই সোয়্যার। শুধু একটা ফিস্টবাম্প।' ঋতিকা ফিস্টবাম্প দিতেই রোহিত তাঁকে চকলেট দেন। ভিডিওটির শেষে রোহিতের সফল প্র্যাঙ্কের পর স্বামীস্ত্রী দুজনে হাসছেন। দুজনেই বর্তমানে সংযুক্ত আরব আমিরশাহিতে আছেন। 

আরও পড়ুন - Happy Birthday Rishabh Pant - পন্থের তিন 'প্রেমিকা'র হটেস্ট ছবি, জন্মদিনে চর্চায় তাঁর প্রেম জীবন

আরও পড়ুন - IPL 2021 - লড়িচালকের ছেলে সাকারিয়া এখন কোটিপতি, স্বপ্ন দেখেন এই বলি অভিনেত্রীকে ডেট করার

আরও পড়ুন - IPL 2021 - কখনও নাচান বক্ষ, কখনও নিতম্ব - এই হট বেলি ড্যান্সারের প্রেমেই নাকি পাগল পৃথ্বী, দেখুন

গত কয়েক বছর ধরে প্লে অফে নিয়মিত নাম ছিল মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। ১২ ম্যাচ খেলে মুম্বই ইন্ডিয়ান্স এখনও পর্যন্ত মাত্র পাঁচটি ম্যাচে জিতেছে। তাদের পরের খেলা রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) বিরুদ্ধে। তবে সেই ম্যাচ জিতলেও তাদের তাকিয়ে থাকতে হবে কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) দিকে। রান রেটে কলকাতা অনেকটাই এগিয়ে রয়েছে। মুম্বইয়ের একমাত্র সুযোগ আসবে যদি তারা তাদের শেষ দুটি লিগ জিততে পারে। তাদের শেষ ম্যাচ সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে।

Share this article
click me!

Latest Videos

নিজের জন্য ভাবেননি, ভেবেছিলেন গোটা দেশের জন্য : মোদী | PM Modi on Netaji | Netaji Birthday |
'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি