MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • Happy Birthday Rishabh Pant - পন্থের তিন 'প্রেমিকা'র হটেস্ট ছবি, জন্মদিনে চর্চায় তাঁর প্রেম জীবন

Happy Birthday Rishabh Pant - পন্থের তিন 'প্রেমিকা'র হটেস্ট ছবি, জন্মদিনে চর্চায় তাঁর প্রেম জীবন

আইপিএল ২০২১-এর (IPL 2021) ৫০তম ম্যাচে মুখোমুখি দিল্লি ক্যাপিটালস (Delhi Capitas) এবং চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। আর আইপিএল ২০২১-এর এই অঘোষিত ফাইনালের দিনই ২৪ বছরে পা দিলেন ডিসি দলের তরুণ অধিনায়ক ঋষভ পন্থ (Rishabh Pant)। মাঠে পন্থ কী করতে পারেন, তা পরিচয় গত কয়েক বছরে ক্রিকেট বিশ্ব পেয়ে গিয়েছে। তবে তাঁর মাঠের বাইরের জীবনও কিন্তু একেবারে তাঁর ব্যাটিং শৈলির মতোই দারুণ আকর্ষণীয়। প্রথমে এক বলি অভিনেত্রীর সঙ্গে ডেট করছিলেন এদিনের বার্থডে বয়, তারপর এখন তাঁর ব্যাক্তিগত জীবনের ইনিংস চলছে এক হটেস্ট এন্টারপ্রেনারের সঙ্গে। সোশ্যাল মিডিয়ায় যার ছবি কেড়ে নেয় বহু পুরুষের ঘুম। আসুন জেনে নেওয়া যাক পন্থের মাছের বাইরের জীবন সম্পর্কে - 

3 Min read
Asianet News Bangla
Published : Oct 04 2021, 03:44 PM IST| Updated : Oct 18 2021, 05:53 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
116

ঋষভ পন্থ উত্তরাখণ্ডের মানুষ। তাঁর জন্ম হয়েছিল, ১৯৯৭ সালের ৪ অক্টোবর, হরিদ্বারের রুরকি শহরে। ছোট শহর থেকে এসে ভারতীয় ক্রিকেটে নিজের ছাপ রাখার জন্য কঠোর পরিশ্রম করেছেন তিনি। তাঁকেই মহেন্দ্র সিং ধোনির উত্তরসূরি হিসেবে বিবেচনা করা হয়। 

216

ঋষভ পন্থ উত্তরাখণ্ডের মানুষ। তাঁর জন্ম হয়েছিল, ১৯৯৭ সালের ৪ অক্টোবর, হরিদ্বারের রুরকি শহরে। ছোট শহর থেকে এসে ভারতীয় ক্রিকেটে নিজের ছাপ রাখার জন্য কঠোর পরিশ্রম করেছেন তিনি। তাঁকেই মহেন্দ্র সিং ধোনির উত্তরসূরি হিসেবে বিবেচনা করা হয়। 

316

দুজনের বিয়ের গুঞ্জনও উঠেছিল। কিন্তু, তারপর ঋষভ ও উর্বশীর মধ্যে ঠিক কী ঘটেছিল, তা কারোর জানা নেই। দুজনের মধ্যে যোগাযোগ ছিন্ন হয়ে যায়। শোনা যায়, উর্বশী কোনও কারণে পন্থের উপর রেগে গিয়েছিলেন। তাঁর ফোন এবং হোয়াটসঅ্যাপের কোনও উত্তর দেননি।

416

ইশা নেগি একজন খ্যাতনামা উদ্যোগপতি এবং ইন্টেরিয়র ডিজাইনার। সোশ্যাল মিডিয়াতেও তিনি দারুণ সক্রিয়। প্রায়শই সোশ্যাল মিডিয়ায় তিনি নিজের উষ্ণ ছবি দিয়ে থাকেন। 
 

516

জানা গিয়েছে, পন্থের সঙ্গে ইশা নেগির পরিচয় অনেকদিনের। তারা একই কলেজে পড়তেন, সেখান থেকেই দুজনের বন্ধুত্বের শুরু। গত পাঁচ বছরেরও বেশি সময় ধরে তাঁরা প্রেম করছেন বলে শোনা যায়। 
 

616

তবে, ২০১৯ সালের অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ শেষ হওয়ার পরই, ইনস্টাগ্রামে একটি ছবি দিয়ে প্রথম তাঁদের সম্পর্কের কথা প্রকাশ্যে এনেছিলেন পন্থ। আর ইশাও খুল্লামখুল্লা সেই ছবিতে কমেন্ট করেছিলেন, 'আমার মানুষ, আমার আত্মার সঙ্গী, আমার সেরা বন্ধু, আমার জীবনের ভালবাসা।'
 

716

তবে, ২০১৯ সালের অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ শেষ হওয়ার পরই, ইনস্টাগ্রামে একটি ছবি দিয়ে প্রথম তাঁদের সম্পর্কের কথা প্রকাশ্যে এনেছিলেন পন্থ। আর ইশাও খুল্লামখুল্লা সেই ছবিতে কমেন্ট করেছিলেন, 'আমার মানুষ, আমার আত্মার সঙ্গী, আমার সেরা বন্ধু, আমার জীবনের ভালবাসা।'
 

816

তারপর থেকেই ফ্যানদের চর্চায় রয়েছেন ঋষভ পন্থের প্রেমিকা। পন্থের মতো ইশা নেগিও উত্তরাখণ্ডেরই মানুষ। তাঁর জন্ম ও বেড়ে ওঠা দেরাদুন শহরে। 
 

916

দেরাদুনের মেয়ে হলেও, ইশা পড়াশোনা করেছেন প্রথমে নয়া দিল্লির কনভেন্ট অব জেসাস অ্যান্ড মেরি স্কুলে। পরে দিল্লির বিখ্যাত অ্যামিটি ইউনিভার্সিটি থেকে ইংরাজি সাহিত্যে স্নাতক কোর্স সম্পূর্ণ করেন। সম্প্রতি, তিনি 'ইশা'স ক্লোসেট' নামে একটি ওয়ান-স্টপ ফ্যাশন প্লেস চালু করেছেন। 
 

1016

জনসমক্ষে উপস্থিতি থেকে লাউঞ্জওয়্যার  - ইশার ওয়েবসাইট, গ্রাহকদের জন্য পোশাক, ডিজাইন এবং লুকস নির্বাচন করে দেয়। ইশার এই নয়া উদ্যোগের জন্য তাঁকে অভিনন্দন জানিয়ে ঋষভ পন্থ সেই ইনস্টাগ্রামে একটি স্টোরিও পোস্ট করেছিলেন।

1116

ইশা নেগির ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করা ছবিগুলি দেখলেই বোঝা যায়, তিনি একজন দারুণ আত্মবিশ্বাসী ব্যক্তিত্ব। পন্থ কোনওদিন প্রকাশ্যে বা কোন সাক্ষাৎকারে ইশার বিষয়ে কথা বলেননি। কিন্তু, কপোত-কপোতী সোশ্যাল মিডিয়াতে তিনি নিয়মিত তাঁর ফ্যানদের নিজের প্রেম-জীবন সম্পর্কে আপডেট দিয়ে থাকেন। 
 

1216

তবে ইশার আগে এক বলিউড অভিনেত্রীকেও ডেট করতেন পন্থ, এমনটাই শোনা গিয়েছিল। ২০১৯ সালে, একটি বিলাসবহুল হোটেলে একসঙ্গে নৈশভোজে গিয়েছিলেন ঋষভ পন্থ ও অভিনেত্রী উর্বশী রাউতেলা। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়েছিল। 

1316

তবে শুধু উর্বশী রাউতেলা নন, পন্থের সঙ্গে নাম জড়িয়েছে হট পাক মহিলা ক্রিকেটার কায়নাত ইমতিয়াজেরও। পাকিস্তানের এই সুন্দরী ক্রিকেটার বলেছিলেন, বর্তমান ভারতীয় দলে তাঁর সবথেকে পছন্দের ক্রিকেটার ঋষভ পন্থ। পন্থের মতো ক্রিকেটারকেই তিনি বিয়ে করতে চান। 

1416

তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায়, বিশেষ করে পাকিস্তানে দুই ভিনদেশী ক্রিকেটারের প্রেম নিয়ে চর্চা শুরু হয়েছিল। ঋষভ পন্থ তাঁর আগ্রাসী ব্যাটিং শৈলির জন্য পাকিস্তানেও খুব জনপ্রিয়। তাই তাঁকে জামাই করার জন্য দারুণ আগ্রহী পাকিস্তানিরা। 
 

1516

তবে ঋষভ আপাতত ইশাকে ছাড়া আর কারোর কথা ভাবছেন না। তরুণ ক্রিকেটার বিষয়টি স্পষ্টও করে দিয়েছেন। কায়নাত ইমতিয়াজ-এর সঙ্গে তাঁর সম্পর্কের বিষয়টি উড়িয়ে দিয়ে, ইনস্টাগ্রাম লাইভে তিনি বলেছেন, পাক মহিলা ক্রিকেটারের সঙ্গে তাঁর কোনওদিন দেখা হয়নি, সম্ভবত কোনওদিন হবেও না। সোশ্যাল মিডিয়ায় এভাবে দুজন মানুষের প্রেমের গুঞ্জন ছড়ানোটা ঠিক নয়। 

1616

বর্তমানে আইপিএল ২০২১ খেলতে দিল্লি ক্যাপিটালস-এর অধিনায়ক রয়েছেন সংযুক্ত আরব আমিরশাহিতে। সকলের অগোচরে এখন ইশাও আছেন দুবাইয়ে। দুজনে একসঙ্গে ছবি না দিলেও, ঋষভের জন্মদিনের দিনটা যে তাঁরা একসঙ্গে কাটাবেন, তা অনুমান করাই যায়। তবে তার আগে পন্থকে পরীক্ষায় বসতে হচ্ছে তাঁর ক্রিকেট আইডল এমএস ধোনির বিরুদ্ধে। এশিয়ানেট নিউজ বাংলার পক্ষ থেকে তাঁকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। 

About the Author

AN
Asianet News Bangla

Latest Videos
Recommended Stories
Recommended image1
Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড
Recommended image2
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: পরপর ৩ ওডিআই ম্যাচে শতরান করবেন বিরাট, আশায় বিশাখাপত্তনম
Recommended image3
টুথপেস্টের বিজ্ঞাপনের ভিডিওতে আঙুলে নেই এনগেজমেন্ট রিং, স্মৃতি মন্ধানাকে ঘিরে নতুন জল্পনা
Recommended image4
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: তৃতীয় ওডিআই ম্যাচে অনিশ্চিত নান্দ্রে বার্গার, টনি ডে জর্জি
Recommended image5
পাকিস্তান বনাম শ্রীলঙ্কা: চুরি ধরা পড়তেই আম্পায়ারের সিদ্ধান্তে ক্ষোভ! ফকর জামানের জরিমানা
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved