
আইপিল ২০২২(IPL 2022) -এর কাউন্ট ডাউন শুরু হয়ে গিয়েছে। আগামি ১২ ও ১৩ ফেব্রুয়ারি বসতে চলেছে আইপিএলের মেগা নিলামের (IPL Mega Auction) আসর। সবথেকে বড় ১০ দলের আইপিএল ও মেগা নিলামকে ঘিরে চড়তে শুরু করে দিয়েছে উন্মাদনা ও উত্তেজনার পারদ। ২০২২ আইপিএলে আহমেদাবাদ ও লক্ষ্ণৌ থেকে নতুন দুটি দল খেলছে সেকথা আমাদের সকলেরই জানা। নিলামের আগে লক্ষ্ণৌ ফ্র্যাঞ্চাইজি তাদের দলের নাম ঘোষণা করেছে। সঞ্জীব গোয়েঙ্কার সংস্থার দলের নাম লক্ষ্ণৌ সুপার জায়ান্টস (Lucknow Super Giants)। আর আইপিএল নিলামের আগে এবার দলের নাম ঘোষণা করল সিভিসি ক্যাপিটাল (CVC Capital)গোষ্ঠীর আইপিএল দল আহমেদাবাদ। চলতি বছরের আইপিএলে তারেদর খেলতে দেখা যাবে 'আহমেদাবাদ টাইটানস' (Ahmedabad Titans)নামে।
দলের নাম ঘোষণাতেও দেরি করলেও, দল গঠনে কিন্তু কোনও সময় নষ্ট করেনি আহমেদাবাদের আইপিএল দল। ৩ তারকা ক্রিকেটারকে ইতিমধ্যেই দলে সই করিয়েছে সিভিসি ক্যাপিটাল গোষ্ঠীর দল। ১৫ কোটি টাকার বিনিময়ে তারা দলে নিয়েছে ভারতীয় ক্রিকেটের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে। এতদিন মুম্বইয়ে খেললেও এবার তাকে রিটেন করেনি ৫ বারের আইপিএল চ্যাম্পিয়ন দল। হার্দিককে ইতিমধ্যেই অধিনায়ক ঘোষণা করেছে আহমেদাবাদ আইপিএল ফ্র্যাঞ্চাইজি। এছাড়া দলের ব্যাটিং বিভাগকে আরও শক্তিশালী করতে বিশেষ করে ওপেনিংয়েক শক্তি বাড়াতে ৮ কোটি টাকার বিনিময়ে শুভমান গিলকে দলে নিয়েছে আহমেদাবাদ টাইটানস। একইসঙ্গে বোলিং বিভাগকে শক্তিশালী করতে তারা নিয়েছেন আফগানিস্তানের তথা বিশ্ব ক্রিকেটের অন্যতম তারকা লেগ স্পিনার রাশিদ খানকে। ১৫ কোটি টাকায় তিনি যোগ দিয়েছেন আহমেদাবাদ দলে।
দল গঠনে জোর দিলেও দলের নাম কী হবে তা জানার অপেক্ষায় এতিদন অপেক্ষায় ছিলেন আহমেদাাদের ক্রিকেট প্রেমিরা। অবশেষে জানা গেল 'আহমেদাবাদ টাইটানস' নামে এই নতুন দলকে দেখা যাবে আইপিএলের আঙিনায়। শুধু দল গঠনে নয়, আমদাবাদের কোচিং স্টাফের তালিকাও রীতিমতো তারকাদের ভিড়। আহমেদাবাদ দলের প্রধান কোচ হিসেবে নিযুক্ত হয়েছেন প্রাক্তন ভারতীয় পেসার আশিস নেহরা।নতুন ভূমিকায় দেখা যাবে ২০১১ বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্যকে। অপরদিকে, আহমেদাবাদ দলের মেন্টর হিসেবে যুক্ত হয়েছেন ভারতীয় ক্রিকেট দলের বিশ্বকাপ জয়ী কোচ গ্য়ারি কার্স্টেনকে। নিলামে অংশ নেওয়ার আগে আহমেগাবাদ ফ্র্যাঞ্চাইজির পকেটে রয়েছে ৫২ কোটি টাকা। ১২ ও ১৩ ফেব্রুয়ারি এবার কোন কোন চমক দেয় আহমেদাবাদ সেটাই দেখার।