
আইপিএল ২০২২-এর গুরুত্বরপূর্ণ ম্য়াচে শুক্রবার মুখোমুখি হতে চলেছে চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালস। প্লে অফের লড়াই প্রথম দুইয়ে থাকার জন্য এই ম্য়াচ সঞ্জু স্য়ামসনে দলকে জিততেই হবে। তাহলে লখনউ সুপার জায়ান্টসকে সরিয়ে দুইয়ে উঠে আসবে রাজস্থান। দুটি সুযোগ পাবে ফাইনালে ওঠার জন্য। বর্তমানে ১৩ ম্য়াচে ৮টি জয় ১৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তৃতীয় স্থানে রয়েছে রয়্যালসরা। অপরদিকে চেন্নাই সুপার কিংসের কাছে এটি মরসুমের শেষ ম্য়াচ। বর্তমানে ১৩টি ম্য়াচে ৪টি জিতে লিগ টেবিলের নবম স্থানে রয়েছে এমএস ধোনির দল। গোটা মরসুম খুব একটা ভালো না গেলেও শেষ ম্য়াচ ইয়োলো আর্মির কাছে সম্মান রক্ষার। সেই ম্য়াচ জিতে মরসুম শেষ করাই লক্ষ্য চারবারের আইপিএল চ্যানম্পিয়ন দের।
জয় পেতে মরিয়া রাজস্থান রয়্যালস-
দিল্লি ক্যাপিটালস বিরুদ্ধে হারের পর লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে জয়ে ফিরে শেষ চারের টিকিট পাকা করে ফেলেছে রাজস্থান রয়্যালস। কিন্তু প্রথম দুইয়ে থাকার লক্ষ্যে সিএসকের বিরুদ্ধে জয় পেতে মরিয়া জস বাটলার, সঞ্জু স্যামসনরা। আজকের ম্য়াচে দলে ফিরছেন শিমরন হেটমায়ারও। ফলে ব্য়াটিং লাইনআপের শক্তি আরও বাড়বে রাজস্থানের। এছাড়া রানের মধ্যে রয়েছে যশশ্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন, দেবদূত পাড়িকল, রিয়ান পরাগরা। জস বাটলার ফর্ম কিছুটা পড়লেও ফের রানে ফেরার বিষয়ে আত্মবিশ্বাসী তিনি। বোলিং লাইনআপে ছন্দে রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহল, ট্রেন্ট বোল্ট , প্রসিদ্ধ কৃষ্ণা, ওবেড ম্য়াককয়রা। ফলে সিএসকের বিরুদ্ধে জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী রাজস্থান রয়্যালস রয়্যালস।
সম্মানরক্ষার ম্য়াচে জয় চাইছে সিএসকে-
মুম্বই ইন্ডিয়ান্স ও গুজরাট টাইটানসের বিরুদ্ধে শেষ দুটি ম্য়াচে হারের মুখ দেখতে হয়েছে চেন্নাই সুপার কিংসকে। ইতিমধ্যেই আইপিএল ২০২২ থেকে বিদায় ঘণ্টা বেজে গিয়েছে এমেস ধোনির দলের। তবে শেষ ম্য়াচ জিতে সম্মানের সঙ্গে প্রতিযোগিতা শেষ করাই লক্ষ্যে সিএসকের। মুম্বই ও গুজরাটের বিরুদ্ধে ব্য়াটিং বিভাগের ভরাডুবি ঘটেছিল। হার থেকে শিক্ষা নিয়ে রাজস্থাবিরুদ্ধে রানে ফিরতে বদ্ধপরিকর রুতুরাজ গায়কোয়াড়, ডেভন কনওয়ে, মইন আলি, রবিন উথাপ্পা, শিবম দুবেরা। বোলিং লাইনআপে অবশ্য ছন্দে রয়েছে মুকেশ চৌধুরী, মাহেশ থিকসানা, সিমারজিৎ সিংরা। সব মিলিয়ে লড়াই দিতে প্রস্তুত সিএসকে।
পিচ রিপোর্ট-
চেন্নাই সুপার কিংস বনাম রাজস্থান রয়্যালসের মধ্যে ম্য়াচ হতে চলেছে মুম্বইয়ের ব্রাবোন স্টেডিয়ামে। এখানকার পিচ ব্যাটিং সহায়ক। তবে স্পিনাররাও কিছুটা সাহায্য পাবে উইকেট থেকে। রাতের খেলা হলেও এখন ডিউ সমস্যার খুব একটা থাকছে না। পিচ একটু স্লো হয়ে যাওয়ায় রান তাড়া করতেও সমস্যা হচ্ছে।। ফলে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়াই সঠিক বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
ম্য়াচ প্রেডিকশন-
এমএস ধোনি ও সঞ্জু স্যামসনের দলে একাধিক ম্যাচ উইনার রয়েছে। যারা একার দৌলত ম্যাচের ভাগ্য নির্ধারিত করতে পারে। খাতায় কলমে দুই দলে ব্য়াটিং-বোলিং বিভাগের শক্তি-ভারসাম্য ও গভীরতা বিচার করলে বর্তমানে অনেকটাই এগিয়ে রাজস্থান। দুই দলের সাম্প্রতিক ফর্মের বিচার করলেও এগিয়ে সঞ্জু স্যামসনের দল। তাই আজকের ম্য়াচে সিএসকের থেকে রাজস্থান রয়্যালসকেই এগিয়ে রাখছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
আরও পড়ুনঃমরসুম জুড়ে কেন ব্যর্থ কেকেআর, প্লে অফের আগেই বিদায়, জেনে নিন নাইটদের ব্যর্থতার কারণগুলি
আরও পড়ুনঃঅনুষ্কা শর্মা বাদেও নাকি ৫ অভিনেত্রীর সঙ্গে প্রেম ছিল বিরাট কোহলির, জানুন কারা তারা