হ্যাটট্রিক সহ ৫ উইকেট নিয়ে কেকেআরকে একাই ম্য়াচ হারিয়ে দিয়েছেন যুজবেন্দ্র চাহল (Yuzvendra Chahal)। ৭ রানে জয় পেয়েছে রাজস্থান রয়্যালস। ম্যাচের পর চাহলের এমন সাক্ষাৎকার নিলেন ধনশ্রী (Dhanshree Verma), যেই ভিডিও ভাইরাল।
আইপিএল ২০২২-এ সোমবার রুদ্ধশ্বাস ম্যাচে কলকাচতা নাইট রাইডার্সকে ৭ রানে হারিয়ে দুরন্ত জয় পেয়েছে রাজস্থান রয়্যালস। এই জয়ে ব্যাট হাতে সেঞ্চুরি করে যেমন বড় ভূমিকা নিয়েছিলেন রাজস্থানের জস বাটলার। ঠিক তেমনই বল হাতে কার্যত হারা ম্যাচ এক ওভারে ঘুড়িয়ে দিয়ে সঞ্জু স্যামসনে দলকে জয় এনে দিয়েছেন যুজবেন্দ্র চাহল। কেকেআরের বিরদ্ধে হ্যাটট্রিক সহ ৫ উইকেট নিয়ে দুরন্ত বোলিং করেন চাহল। ম্যাচে যখন ৪ ওভারে ৪০ রান দরকার কেকেআরের। তখন ১৭ তম ওভারে হ্য়াটট্রিট সহ ৪ উইকেট নিয়ে খেলা পুরো ঘুড়িয়ে দেন চাহল। ভেঙ্কটেশ আইয়র ৬, শ্রেয়স আইয়র ৮৫, শিবম মাভি ০, প্যাট কামিন্স ০ রানে আউট করেন। এর আগে নীতিশ রানাকেও আউট করেন চাহল। একই ম্য়াচে সেঞ্চুরি ও হ্যাটট্রিক এর আগে কখনও দেখেনি আইপএল।
এই রুদ্ধশ্বাস ম্য়াচ স্টেডিয়ামে বসে উপভোগ করেছে যুজবেন্দ্র চাহলের স্ত্রীও। স্বামীর সাফল্য উচ্ছ্বসিত হতে দেখা গিয়েছে তাকে। কিন্তু ম্য়াচের পর যে কায়দায় চাহলের সাক্ষাৎকার নিলেন ধনশ্রী তা এর আগে কখনই দেখা যায়নি। নেট দুনিয়ায় ইতিমধ্যেই ভাইরাল ধনশ্রীর নেওয়া চাহলের সাক্ষাৎকার। ম্যাচের পর চাহাল যখন ড্রেসিংরুমে ফিরে আসছিলেন, তখন তাঁর স্ত্রী ধনশ্রী ভার্মা গ্যালারি থেকে চাহালের সাক্ষাৎকার নেন। সেই ভিডিও রাজস্থান রয়্যালস পোস্ট করেছে। মজা করে চাহালের ফ্র্যাঞ্চাইজি ক্যাপশন দিয়েছে, "যুজি খুশ, ভাবি খুশ অউর হাম ভি খুশ, হোয়াট আ হ্যাট-ট্রিক!" ভিডিওতে স্ট্যান্ডের সেকেন্ড টায়ার থেকে প্রশ্ন করছিলেন ধনশ্রী আর নীচে মাঠে দাঁড়িয়ে চাহল সেই প্রশ্নের উত্তর দিচ্ছেন।
অন্যদিকে, সোমবার খেলা দেখতে গিয়ে ধনশ্রী ভার্মাও সোশ্যাল মিডিয়ায় নিজের কিছু ছবি শেয়ার করেছেন। যোখানে কালো এবং গোলাপী রঙের একটি ছোট বডিকন পোশাকে তাকে খুব সুন্দর দেখাচ্ছে। এর সাথে, তিনি তার লম্বা চুলের একটি উঁচু পোনি তৈরি করেছেন।এই ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে। ছবিটিতে ধনশ্রীকে যুজবেন্দ্র চাহলের লকি চার্ম বলেও মন্তব্য করেছেন নেটিজেনরা।
প্রসঙ্গত, কেকেআর বনাম রাজস্থান ম্য়াচে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন শ্রেয়স আইয়র। প্রথমে ব্য়াট করে নির্ধাতিরত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২১৭ রানের পাহাড় প্রমাণ স্কোর করে রাজস্থান রয়্যালস। দলের হয়ে সর্বোচ্চ ৬১ বলে ১০৩ রানের ইনিংস খেলেন জস বাটলার। এছাড়া ১৯ বলে ৩৮ রানের ইনিংস খেলেন সঞ্জু স্যামসন। ১৩ বলে ২৬ করেন শিমরন হেটমায়ার ও ২৪ রান করেন দেবদূত পাড়িকল। রান তাড়া করতে নেমে ২ বাকি থাকতেই ২১০ রানে অলআউট হয়ে যায় কেকেআর। দলের হয়ে সর্বোচ্চ ৫১ বলে ৮৫ রানের ইনিংস খেলেন শ্রেয়স আইয়র। এছাড়া ২৮ বলে ৫৮ রান করেন অ্যারন ফিঞ্চ। শেষের দিকে ৯ বলে ২১ রান করে উমেশ যাদব আশা জাগালেও শেষ রক্ষা করতে পারেননি। রাজস্থানের হয়ে সর্বোচ্চ একাই ৫ উইকেট নেন যুজবেন্দ্র চাহল।
আরও পড়ুনঃএ বলে আমায় দেখ, ও বলে আমায়, আরসিবি তারকাদের বউ-প্রেমিকারা সত্যি 'ড্রিম গার্ল', দেখুন ছবি
আরও পড়ুনঃফের কী বিয়ে করলেন মহম্মদ শামির স্ত্রী হাসিন জাহান, ভাইরাল ছবি ঘিরে প্রশ্ন নেট দুনিয়ার