GT vs PBKS- রাবাডার আগুনে বোলিং, সাই সুদর্শনের লড়াকু ব্যাটিং, পঞ্জাবকে ১৪৪ রানের টার্গেট দিল গুজরাট

Published : May 03, 2022, 09:32 PM IST
GT vs PBKS- রাবাডার আগুনে বোলিং, সাই সুদর্শনের লড়াকু ব্যাটিং, পঞ্জাবকে ১৪৪ রানের টার্গেট দিল গুজরাট

সংক্ষিপ্ত

আইপিএল ২০২২ (IPL 2022) -এর গুরুত্বপূর্ণ ম্য়াচে মঙ্গলার মুখোমুখি গুজরাট টাইটানস ও পঞ্জাব কিংস (GT vs PBKS)। ম্য়াচে প্রথমে ব্য়াট করে ১৪৩ রান করল গুজরাট। অর্ধশতরান করলেন সাই সুদর্শন। ৪ উইকেট নিলেন পঞ্জাবের কাগিসো রাবাডা।  

একদিকে কাগিসো রাবাডা, অর্শদীপ সিং, ঋষি ধওয়ানদের দুরন্ত বোলিং। অপরদিকে তরুণ সাই সুদর্শনের লড়াকু ব্য়াটিং। কার্যত একাই টানলেন গোটা দলকে। আইপিএল ২০২২-এর গুরুত্বপূর্ণ ম্য়াচে গুজরাট টাইটানস ও পঞ্জাব কিংসের মধ্যে প্রথমার্ধের খেলায় টানটান ব্য়াটে-বলে লড়াই দেখল ক্রিকেট প্রেমিরা। ম্য়াচে টস জিতে ব্য়াটিংয়ের সিদ্ধান্ত নেন গুজরাট অধিনায়ক হার্দিক পান্ডিয়া। নির্ধারি ২০ ওভারে  ৮ উইকেট হারিয়ে  ১৪৩ রান করল গুজরাট টাইটানস।  দলের সর্বোচ্চ  ৫০ বলে ৬৫ রান করেন সাই সুদর্শন। এছাড়া ২১ রান করেন ঋদ্ধিমান সাহা। অন্য কোনও ব্য়াটসম্যান ২০ রানের গণ্ডি টপকাতে পারেনি। পঞ্জাব কিংসের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন কাগিসো রাবাডা। 

 

 

এদিন ইনিংসের শুরুটা ভালো হয়নি গুজরাট টাইটানসের। নিয়মিত ব্যবধানে উউকেট হারিয়ে চাপ বাড়তে থাকে ও রানের গতিবেগও খুব একটা বাড়াতে পারেনি গুজরাট ব্যাটসম্য়ানরা। ১৭ রানে প্রথম উইকেট পড়ে গুজরাট টাইটানসের। ৯ রান করে দুর্ভাগ্যবশত রানআউট হন শুবমান গিল। অপর ওপেনার ঋদ্ধিমান সাহা শুরুটা ভালো করেও  বড় স্কোর করতে ব্যর্থ হন। ৩৪ রানে দ্বিতীয় উইকেট পড়ে গুজরাটের। ২১ রান করে কাগিসো রাবাডার বলে আউট হন ঋদ্ধিমান সাহা। ব্য়াট হাত এদিন বড় রান করতে পারেননি অধিনায়ক হার্দিক পান্ডিয়াও। মাত্র ১ রান করে ঋষি ধওয়ানের বলে আউট হন হার্দিক। ৪৪ রানে তৃতীয় উইকেট পড়ে। এরপর সাই সুদর্শন ও ডেভিড মিলার মিলে দলের ইনিংস ধরার চেষ্টা করলেও তারা  সফল হননি। ২৩ রানের পার্টনারশিপ করার পর  চতুর্থ উইকেট পড়ে। ৬৭ রানের মাথায় ব্যক্তিগত ১১ রানে লিয়াম লিভিংস্টোনের বলে আউট হন ডেভিড মিলার।

 

 

একদিক থেকে উইকেট পড়লেও অপরদিক থেকে এদিন দায়িত্ব নিয়ে ব্য়াটিং করেন সাই সুদর্শন। বেশ কিছু অনবদ্য শট খেলেন তিনি। তবে তাকে কেউ সেইভাবে সঙ্গ দিতে পারেনি। ব্য়াট হাতে এদিন ব্যর্থ হন গুজরাটকে একাধিক ম্য়াচ জেতানো রাহুল তেওয়াটিয়া। সাই সুদর্শনের সঙ্গে ৪৫ রানের পার্টনারশিপ করার পর আউট হন তিনি। দলের ১১২ রানের মাথায় ব্যক্তিগত ১১ রানে কাগিসো রাবাডার বলে আউট হন তেওয়াটিয়া। এরপর ক্রিজে এসেই খাতা না খুলে রাবাডার তৃতীয় শিকার হন রাশি খান। তবে অপরদিকে নিজের অর্ধশতরান পূরণ করেন সাই সুদর্শন। ১২২ রানে সপ্তম উইকেট পড়ে পঞ্জাব কিংসের। ২ রান করে অর্শদীপ সিংয়ের বলে আউট হন প্রদীপ সাঙ্গোয়ান। ১২৯ রানে পড়ে অষ্টম উইকেট। রাবাডার বলে ৫ রান করে আউট হন লকি ফার্গুসন। শেষ পর্যন্ত ১৪৩ রান করে গুজরাট। ৬৪ রানের অনবদ্য ইনিংস খেলে অপরাজিত থাকেন সাই সুদর্শন। ৪ রানে অপরাজিত থাকেন আলজারি জোসেফ। পঞ্জাব কিংসের টার্গেট ১৪৪ রান। 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

India vs South Africa T20: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি২০ সিরিজ শুরু কবে, খেলা দেখবেন কোথায়?
IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্সের পর সাময়িক বিরতি রোহিত-কোহলির, এবার নজর ঘরোয়া ক্রিকেটে